
বুধবার ২৮ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিরল রোগের জটিল অস্ত্রোপচারে সাফল্য পেল বর্ধমান মেডিক্যাল কলেজ। রোগীর পেট থেকে বেরোল বড় বড় দুই বাটি ভর্তি তরল পদার্থ। রোগী আক্রান্ত হয়েছিলেন ‘পেরিটোনিয়াল হাইডাটিডোসিস’ রোগে। বর্ধমান হাসপাতালের সুপার ডাঃ তাপস ঘোষ বলেন, ‘জেলায় এই ধরনের অস্ত্রোপচার প্রথম।’
জানা গিয়েছে, ১৮ বছরের এক তরুণী আক্রান্ত হয়েছিলেন এই রোগে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ছত্রাক ঘটিত এই রোগ সাধারণত লিভার এবং ফুসফুসে হয়ে থাকে। এই যুবতীর হয়েছিল পেটে। যা অত্যন্ত বিরল। পেট থেকে অস্ত্রোপচার করে তরল বের করাও ঝুঁকিপূর্ণ।
হাসপাতালের একটি সূত্র জানায়, গত ২মে হাসপাতালে আসেন শহরের লাগোয়া একটি ব্লকের বাসিন্দা ওই যুবতী। দীর্ঘদিন ধরে তাঁর খিদে কমে যাচ্ছিল। সেইসঙ্গে পেট ফুলে উঠছিল। অস্বাভাবিকভাবে রোগা হয়ে যাচ্ছিলেন। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন পরজীবি সংক্রমণের জেরে তিনি আক্রান্ত পেরিটোনিয়াল হাইডাটিডোসিসে। প্রয়োজন হয় অস্ত্রোপচারের।
গত বুধবার ২১মে অ্যানাস্থেসিয়াসহ শল্য বিভাগের ১০ জন চিকিৎসক এবং নার্সিং টিম মিলে প্রায় চার ঘণ্টা ধরে এই অস্ত্রোপচার করেন। এবিষয়ে শল্য বিভাগের চিকিৎসক অধ্যাপক এনসি কর্মকার জানিয়েছেন, ‘পেটে এই ধরনের সংক্রমণ যথেষ্ট বিরল। পেটের মধ্যে ছোট ছোট বলের মতো তরল জমা ছিল। সেগুলি অস্ত্রোপচার করে বের করে আনা বেশ চ্যালেঞ্জিং। কারণ, একটি ফেটে গেলেই ওই তরল মারাত্মক ক্ষতি করতে পারত। সাফল্যের সঙ্গে কাজটা করা হয়েছে। বের করে আনা হয়েছে প্রায় দু’পাত্র ভর্তি এই তরল।’ রোগী আপাতত সুস্থ আছেন বলেই জানা গিয়েছে।
আবারও হিঙ্গলগঞ্জের আকাশে দেখা গেল ড্রোন, আতঙ্কে এলাকাবাসী
বীরভূমে মেগা মিছিল তৃণমূলের, নয়নের মণি সেই ‘কেষ্ট’
কুম্ভে নিখোঁজ, হ্যাম রেডিওর হাত ধরে বাড়ি ফিরলেন বৃদ্ধ
পান্ডুয়ায় চাঞ্চল্য, এটিএম লুটের চেষ্টা! আটক সুইফট গাড়ি-গ্যাস কার্টার
যাত্রীদের জন্য বিশেষ পরিষেবা, এসপ্ল্যানেডের পর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেও বসল মাসাজ চেয়ার
ব্যবহার করা হল বিশেষ তরঙ্গ, সুন্দরবনের উপকূল রক্ষী বাহিনীর দপ্তরের খুব কাছ থেকেই যোগাযোগ করা হল ১৪টি দেশের সঙ্গে
পরনে লুঙ্গি গায়ে গামছা, মুখে মাস্ক, রাস্তায় নেমে ময়লা পরিষ্কার করছেন মন্ত্রী, কিন্তু কেন?
বাজ পড়ে আগুন, তুমুল চাঞ্চল্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে
গঙ্গায় স্নান করতে নেমেই যত বিপত্তি, তলিয়ে গেল কিশোর
বাড়ির ছাদ বাগানেই ফলানো যায় মিয়াজাকি আম, চাষের গোপন রহস্য ফাঁস করলেন মালদার এই শখের কৃষক
কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?
‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের
এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি
শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ
স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪