সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি

Sumit | ২৫ মে ২০২৫ ২৩ : ২৫Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ। এর জেরে কলকাতা সহ গোটা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কেরালার হাত ধরে দেশে প্রবেশ করেছে বর্ষা। সেখান থেকেও বাড়তি গতি পাবে এই নিম্নচাপ পরিস্থিতি।


দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও এগিয়ে এসে বঙ্গোপসাগরের পশ্চিম, মধ্য এবং উত্তরে জায়গা করে নিচ্ছে। পাশাপাশি মিজোরাম, মনিপুর এবং নাগাল্যান্ডেও রবিবার থেকেও শুরু হবে বৃষ্টি। 


দক্ষিণ-পূর্বের রাজ্যগুলিতে এখন বর্ষার পক্ষে উপযুক্ত সময়। সেইমতো তৈরি হয়েছে পরিবেশ। আগামী ৪ থেকে ৫ দিন বঙ্গোপসাগরের প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে। ফলে ফলে পশ্চিমবঙ্গ জুড়ে আগামী ৪ থেকে ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে। 


আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে ২৭ মে অর্থাৎ মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। এরফলে বুধবার থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে বৃষ্টির দাপট।  


বাতাসের গতি ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বইবার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২ থেকে ৩ ঘন্টায় নদিয়া জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাস এবং বাতাসের গতি ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায় বইবার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২ থেকে ৩ ঘন্টায় বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাস এবং বাতাসের গতি ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায় বইবার সম্ভাবনা রয়েছে। কলকাতায় সকাল থেকেই টিপটিপ বৃষ্টি চলছে।


রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি। সোমবার থেকে টানা এক সপ্তাহ দুই বঙ্গের জেলায় জেলায় মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়ার সতর্কতা জারি। বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। কলকাতা, হাওড়া, হুগলি, দুই পরগনা, দুই মেদিনীপুর, নদিয়ায় আগামী দিনে বৃষ্টির কারণে জারি হলুদ সতর্কতাও। সোমবার দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা।


মঙ্গলবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হতে পারে। বুধবার বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবারও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্র ও শনিবারে বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গেও টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ৩০ মে ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, বীরভূম, হুগলি, দুই মেদিনীপুর, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদার বেশ কিছু অংশে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গে।


IMD Weather UpdateLow-pressure Bay of Bengal

নানান খবর

নানান খবর

কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?

‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের

শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ

স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪

প্রবল ঝড়-জলে ধেয়ে আসছে বিপদ, আগামী তিন ঘণ্টায় ভাসবে এই পাঁচ জেলা

বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ

অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা

'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার

চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়

হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের

বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন

ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা

লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া

গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ! 

খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

সোশ্যাল মিডিয়া