বৃহস্পতিবার ২৯ মে ২০২৫

সম্পূর্ণ খবর

Srijit Mukherji to Play the Devil in New Play Marx in Kolkata Directed by Kaushik Sen

বিনোদন | Exclusive: ‘যত দিন খিদে থাকবে, ততদিন মার্ক্স প্রাসঙ্গিক থাকবে’, ১৬ বছর পর মঞ্চে উঠেই সপাট সৃজিত!

Rahul Majumder | | Editor: Syamasri Saha ২৭ মে ২০২৫ ০১ : ২৪Rahul Majumder


রাহুল মজুমদার 

‘মার্ক্স ইন সোহো’ নাটক অবলম্বনে ‘স্বপ্নসন্ধানী’ নাট্যদল মঞ্চে আনতে চলেছে তাদের নতুন নাটক ‘মার্ক্স ইন কলকাতা’। পরিচালনায় কৌশিক সেন, অভিনয়ে জয়ন্ত কৃপালনি এবং সৃজিত মুখার্জি। এই নাটকের সুবাদে ১৬ বছর পর মঞ্চে অভিনেতা হিসাবে প্রত্যাবর্তন হল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। এ নাটকে জয়ন্ত কৃপালনি রয়েছেন কার্ল মার্ক্সের ভূমিকায় এবং সৃজিত পা গলিয়েছেন ‘মেফিস্টোফিলিস’ অর্থাৎ সাক্ষাৎ ‘শয়তান’-এর জুতোয়।

 

 

 

বেঙ্গালুরুর পর কলকাতা। মাঝখানে কেটে গিয়েছে ১৬ বছর। এত বছর পর মঞ্চে অভিনেতা হিসেবে ওঠার অনুভূতি কেমন? 

সৃজিত: এককথায় আমার হোমকামিং বলা যেতে পারে। একসময় বেঙ্গালুরুতে ভীষণ মন দিয়ে টানা চার বছর থিয়েটার করেছি। বাংলা ও ইংরেজি দু’ধরনের নাটকেই । বেঙ্গালুরুর মঞ্চে ‘ফেলুদা ফেরত’ আমার প্রথম প্রযোজনা। ‘মাইন্ডগেম’ করেছিলাম, যে নাটকটির আধারে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবির চিত্রনাট্য লিখেছি। এছাড়াও ‘বাকি ইতিহাস’, ‘সাজানো বাগান’, ‘মারীচ সংবাদ’-এর মতো সব নাটক ইংরেজিতে পারফর্ম করেছি মঞ্চে। বলি অভিনেতা গুলশন দেবাইয়া-র সঙ্গে বহু নাটক করেছি....’বাকি ইতিহাস’-এই তো ওঁর সঙ্গে কাজ করেছি।  মহেশ দত্তানি, অভিষেক মজুমদারের সঙ্গে বহু কাজ করেছি। 

 

 

 

নাটকের জন্যই তো চাকরি ছেড়েছিলেন?

সৃজিত: একেবারেই তাই! নাটক করব বলেই চাকরি ছেড়েছিলাম। এরপর কলকাতায় এসে চেকমেট করি। সেটা ২০০৯ সাল। কলকাতায় আমার প্রথম প্রযোজনা এই নাটকই। সে নাটকেই আমার শেষ অভিনয়। তাই ১৬ বছর পর বাড়ি ফিরতে ভালই লাগছে! (হাসি)

 


কৌশিক সেন-কে আপনি একাধিক ছবিতে পরিচালনা করেছেন। এবার তাঁর পরিচালনায় মঞ্চে অভিনয়। কেমন লাগছে গোটা ব্যাপারটা?

সৃজিত: কৌশিক সেন আমার খুব প্রিয় অভিনেতা। খুবই প্রিয়।  আমি যে কয়েকজন সেরা অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্যে অন্যতম কৌশিক সেন। কৌশিকদার সঙ্গে আমার কাজের সমীকরণ, রসায়ন খুব ভাল। ওখানে আমি থাকি ক্যামেরার পিছনে, এখানে আমি মঞ্চে। মানে, জাস্ট উল্টে গিয়েছে আমাদের কাজটা (হাসি) 

 

 

 

ব্যাপারটা তো সুবিধেই তাহলে?

সৃজিত: হ্যাঁ, নিশ্চয়ই। কৌশিকদা পরিচালক হিসেবে যে ব্যাপারটা বোঝাতে চাইছেন আমাকে, অভিনেতা হিসেবে আমি সেটা চট করে বুঝে যাচ্ছি। ওই ‘হ বললে হাওড়া’ বোঝার মতো খানিক। খুব বেশি সময় নষ্ট হচ্ছে না। আর বাবানদা-ও (কৌশিক সেন) আমার মতো অভিনেতাদের একটা ইম্প্রোভাইজেশনের একটা জায়গা দেয়। সেটা খুব কাজে লাগে। কারণ সিনেমা যেরকম ডিরেক্টর্স মিডিয়াম সেখান থিয়েটার কিন্তু অ্যাক্টর্স মিডিয়াম...তাই দারুণ লাগছে ওঁর পরিচালনায় কাজ করে। 

 


সৃজিত মুখার্জির পরিচালক সত্তা কিছু বলছে না কৌশিক সেন-কে?

সৃজিত: না, না। একেবারেই না। একটু খুলে বলি, অঞ্জন দত্ত, অপর্ণা সেন, কৌশিক গাঙ্গুলি, কৌশিক সেন তো বটেই।...উমম এছাড়া পরমব্রত, অনির্বাণ ভট্টাচার্য যে যে পরিচালক আমার ছবিতে অভিনয় করেছেন, অভিনয়ের সময় তাঁদের অভিনেতা সত্তাটাই কিন্তু তাঁদের দমন করে। পরিচালককে পরামর্শ হয়তো দেন তাঁরা, কিন্তু নির্দেশ কখনওই নয়।  আমার ক্ষেত্রেও ঠিক তাই। মঞ্চে উঠলে অভিনেতা সত্তাটাকেই এগিয়ে দিই। তাই মঞ্চে উঠলে আমি কেবল অভিনেতা, পরিচালকের নির্দেশই শেষ কথা।"

 


নাটকের কোন দিকটা আপনার ভাবনা আকর্ষণ করেছিল?

সৃজিত: পুরো বিষয়টাই। মার্ক্সের তুমি সমর্থক হও কিংবা সমালোচক, মার্ক্স নিয়ে আলোচনা করাটা কিন্তু অবশ্যম্ভাবী। সর্বকালের অন্যতম আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন কার্ল মার্ক্স। তাঁর প্রভাব যুগ যুগ ধরে আমরা দেখেছি। এই সময় তাঁকে নতুন করে দেখা প্রয়োজন। সেইজন্য আলোচনাও প্রয়োজন, যেটা এই নাটকটা করছে। তাছাড়া এই নাটকটা তো শুধুই ‘মার্ক্স ইন সোহো’ র অ্যাডাপ্টেশন নয়, ডঃ ফস্টাস-এর একটা বড় অংশ রয়েছে...যেখানে মেফিস্টোফিলিস অর্থাৎ শয়তান-এর ভূমিকায় আমি উঠছি মঞ্চে। 

 


কলকাতায় তো মার্ক্সবাদ চর্চার একটা দীর্ঘ ইতিহাস ছিল। বর্তমানে চারপাশ দেখে সেই চর্চা খানিক স্তিমিত বলেই মনে হয়। সেরকম সময়ে দাঁড়িয়ে এই নাটকের প্রাসঙ্গিকতা কতটা?

সৃজিত: (এক নিঃশ্বাসে) যতদিন খিদে থাকবে, দারিদ্র থাকবে, মার্ক্স প্রাসঙ্গিক থাকবে। আমি শুধু যোগ করব, নতুন সময়ে দাঁড়িয়ে মার্ক্সকে আমরা কীভাবে ভাবছি...সেই হদিশ মিলবে এই নাটকে। 

 


মঞ্চে কি অভিনেতা সৃজিত মুখার্জিকে আরও দেখা যাবে?

সৃজিত: আমার মনে হয় যাবে। কৌশিক সেন আগেও আমাকে তাঁর নাটকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কর্কটক্রান্তির দেশে। যে নাটকে দারা শিকোর ভূমিকায় আমার অভিনয় করার কথা ছিল এবং ঔরঙ্গজেবের ভূমিকায় কাজ করার কথা ছিল কাঞ্চন মল্লিকের। সময়ের অভাবে তখন সেই প্রস্তাবে সাড়া দিয়ে উঠতে পারিনি। এখন হাতে সময় আছে বলেই রাজি হয়েছি। ভবিষ্যতেও আবার পারব বলেই বিশ্বাস...দেখা যাক! (হাসি)


Srijit Mukherji Marx in Kolkata Kaushik Sen

নানান খবর

নানান খবর

আচমকাই গুরুতর অসুস্থ ইমরান হাশমি, শুটিংয়ের মাঝে হাসপাতালে ভর্তি অভিনেতা, কী হয়েছে তাঁর?

আচমকা ‘কোন গোপনে মন ভেসেছে’ ছেড়ে বলিউডে পাড়ি মিশমির! বড়পর্দা না ওটিটি- কোথায় শুরু নতুন ইনিংস?

নদীর গল্প, অথচ সমাজের আয়না! আসছে ‘তোর্ষা একটি নদীর নাম’—ছোটদের চোখ দিয়ে বড়দের জাগরণ

প্রেম নাকি প্রতিশোধ? টাইগার-জাহ্নবী জুটির প্রথম ছবি ‘লগ যা গলে’র নেপথ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক গল্প!

‘স্পিরিট’ বিতর্কে দীপিকার পাশে তমন্না! একটি শব্দও খরচ না করে এই অসাধ্য সাধন কীভাবে করলেন ‘বাহুবলী’ নায়িকা?

প্রতীকের পথেই হাঁটলেন রত্নপ্রিয়া, কোন নায়কের সঙ্গে জুটি বেঁধে জি বাংলায় ফিরছেন অভিনেত্রী?

'এত কৈফিয়ৎ কেন দেব?'-'হাউজফুল ৫'-এ পারিশ্রমিক নিয়ে প্রশ্ন ওঠায় রাগে ফুঁসে উঠে কী বললেন অক্ষয় কুমার?

সব জল্পনার অবসান ঘটিয়ে 'পাচক মশাই'-এর কাছে ফিরল 'কথা', এবার বাড়বে কি টিআরপি?

‘ছোটি বাচ্চি হ্যায় কেয়া?’ ‘হাউসফুল ৫’-এ টাইগারের মিম সংলাপে জ্যাকির ছক্কা! দেখেশুনে কী বলল নেটপাড়া?

‘পুষ্পক’-এ বাজতে পারত ‘রায়বাঁশি’! কীভাবে একটুর জন্য ফস্কে গিয়েছিল ছবিতে সত্যজিৎ-যোগ? প্রথমবার জানালেন কমল হাসান!

‘হেরা ফেরি ৩’ চিত্রনাট্য-ই হাতে পাননি পরেশ রাওয়াল? অক্ষয়ের উদ্দেশ্যে ‘বাবু ভাইয়া’র আইনজীবীদের পাল্টা কী কী অভিযোগ?

৭৫ বছর বয়সেও জিমে 'হার্ডকোর' রাকেশ রোশন! বাবার কীর্তি দেখে এ কী বলে বসলেন হৃতিক?

‘তুই জানিস কাট্টা কি?’— শাহরুখের প্রেমের পথে বন্দুকের হুমকি দিয়েছিলেন গৌরীর পরিবারের কোন সদস্য?

রণবীর-দীপিকা বিয়ে করুক চাইতেন শ্যাম্মি কাপুর! কেন ‘পিকু’কে কাপুর-ঘরণী করতে চাইতেন তিনি?

'ও তো খুব দুষ্টু..'-তাব্বুকে চুমু খেতে গিয়ে কী অবস্থা হয়েছিল ঈশান খট্টরের? লজ্জা ভুলে কী বললেন অভিনেতা?

সোশ্যাল মিডিয়া