
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আমরা যাঁদের ভালোবাসি তাঁদের সম্পর্কে আমরা আসলে কী জানি? আর যখন একটি মাত্র আবিষ্কার তাদের সম্পর্কে আমাদের বিশ্বাস এবং ধারণা বদলে দেয় তখন কী ঘটে? ২৪ বছর বয়সী কেটের জীবন একসময় ভালোবাসায় পরিপূর্ণ ছিল। তাঁর কাছে এই প্রশ্নের উত্তরটি ভয়াবহ।
ডেইলি মেল-এর প্রতিবেদন অনুযায়ী, কেট, (নাম পরিবর্তিত) জানিয়েছেন কীভাবে তাঁর সঙ্গীর মৃত্যুর অনেক পরে একটি প্রেমের গল্প একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। কেটের গল্প সকলকে শুধু চমকেই দেয়নি বরং মৃত্যুর পরে প্রেম, বিশ্বাস এবং গোপনীয়তা নিয়েও প্রশ্ন তৈরি করেছে।
একটি অনলাইন প্ল্যাটফর্মে কেটের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর বয়ফ্রেন্ডের। একে অপরকে ভাল লেগে যায়। তিন বছর বন্ধুত্ব রক্ষা করার পর ২০২১ সালে একে অপরকে ডেট করা শুরু করেন দু’জনে। কেটের মনে হয়েছিল সে তাঁর স্বপ্নের সঙ্গীকে খুঁজে পেয়েছেন।
এক বছরের মধ্যেই কেট জানতে পারেন তাঁর সঙ্গী দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। দুই বছর পরেই সঙ্গীর মৃত্যু হয়। শেষ দিন পর্যন্ত সঙ্গীর পাশে ছিলেন কেট। সঙ্গীকে হারিয়ে কষ্টে ভেঙে পড়েছিলেন তিনি।
সঙ্গীর ব্যবহার করা সব জিনিস স্মৃতি হিসেবে নিজের কাছে রেখে দিয়েছিলেন। এর মধ্যে ছিল একটি ল্যাপটপও। একদিন সেটি ঘাঁটতে ঘাঁটতেই কিছু লুকনো ফোল্ডার খুঁজে পান কেট। সেই ফোল্ডারগুলিতে রাখা জিনিস দেখেই মাথায় আকাশ ভেঙে পড়ে কেটের।
তিনি দেখেন তাঁর সঙ্গীর বন্যপ্রাণীদের প্রতি যৌন আকর্ষণ (জুফিলিয়া) ছিল। হতবাক, আতঙ্কিত হয়ে কেট বলেছিলেন, তিনি যে মানুষটিকে একসময় ভালোবাসতেন তাঁর সম্পর্কে ধারণা কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে যায়।
যদিও তিনি যে বিরক্তিকর তথ্যগুলো আবিষ্কার করেছিলেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। কেট স্বীকার করেছেন যে এই আবিষ্কার তাঁকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। কেট জানিয়েছেন, তিনি একসময় যাঁকে ভালোবাসতেন তাঁর স্মৃতি রক্ষা করা এবং তাঁকে বদনাম না করতেই এই সিদ্ধান্ত।
কেট মনে করেন, তাঁর প্রেমিক সম্ভবত দীর্ঘদিন ধরে এই আচরণে জড়িত ছিলেন না। তাঁর সন্দেহ, জীবনের শেষ কিছুদিন এই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল সে। প্রেমিকের মৃত্যুতে তিনি যে কষ্ট পেয়েছেন এই আবিষ্কার তাতে কোনও প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন কেট।
রেডিটে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন কেট। তিনি লিখেছেন, “আমি জানি না কীভাবে প্রতিক্রিয়া জানাব। ওঁর চলে যাওয়া থেকে শুরু করে সব কিছুর আয়োজন করে মানসিকভাবে আমি বিধ্বস্ত।“
অপ্রত্যাশিত আবিষ্কারটির ফলে তাঁর উপলব্ধি, আমাদের সবচেয়ে কাছের মানুষরেও কিছু গোপন দিক থাকতে পারে।
স্কুলের শৌচাগার থেকে শিশুদেরও হতে পারে মূত্রনালির সংক্রমণ! সন্তানের কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?
এক টুকরো কর্পূর বদলে দিতে পারে জীবন! এই নিয়মে ব্যবহার করলে সংসারে থাকবে সুখ, অভাব হবে না টাকাপয়সার
লিভার ক্যানসারে আক্রান্ত দীপিকা, এই সাধারণ সমস্যাগুলোও মারণ রোগের লক্ষণ হতে পারে! উপেক্ষা করলেই তিলে তিলে শেষ হবে শরীর
রোজ রাতে দেরি করে ঘুমাতে যাচ্ছেন? শরীরে কোন কোন রোগ বাসা বাঁধছে জানেন?
প্রেমিকের পুরুষাঙ্গ কেটে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলেন সঙ্গী! খেলেন নৈশভোজ! কারণ শুনে ভয়ে কাঁপবেন আপনিও
অকালে ত্বকে বার্ধক্যের ছাপ? নামীদামি প্রসাধনী বাদ দিন, এই ঘরোয়া ক্রিমের জাদুতেই ফিরবে জেল্লা
ফ্যাটি লিভারের মোক্ষম দাওয়াই! লিভার থেকে ছেঁকে বার করবে টক্সিন, পাতে শুধু রাখুন এই কটি খাবার
আড়ালে পরনিন্দা-পরচর্চাই ভাল রাখবে শরীর-স্বাস্থ্য! গবেষণায় উঠে এল চমকে দেওয়া তথ্য
শনি মন্দিরে কেন কালীর মূর্তি রাখা হয়? শনিদেবের সঙ্গে কালীপুজোর নিয়ম কেন? শনি জয়ন্তীতে জানুন আসল কারণ
নিরামিষ ভেবে দিব্যি খাচ্ছেন এই সব খাবার? জানেন চেনা সেই খাবারগুলোতেই লুকিয়ে 'আমিষের ছোঁয়া'?
তরতরিয়ে কমবে ওজন, উধাও হবে সব জটিল রোগ! শুধু ৬-৬-৬ নিয়মে হাঁটলেই ম্যাজিকের মতো মিলবে ফল
বাড়ছে ইউরিক অ্যাসিড? নিয়মিত এই সব খাবার খেলেই ঝাঁঝরা হয়ে যাবে শরীর! বদলে কী খাবেন জানুন
যৌন মিলনে অনীহা? শরীরে এই ভিটামিনের অভাবেই সঙ্গমের ইচ্ছা তলানিতে নয় তো! সম্পর্কে দূরত্ব বাড়ার আগে জানুন
শনি জয়ন্তীতে বড় মঙ্গলের বিরল সংযোগ! শনিদেবকে প্রসন্ন রাখতে করুন এই সব কাজ, কখনও পিছু নেবে না অভাব-অনটন
বৃষ্টির বিকেলে চায়ের সঙ্গে ‘টা’ হিসাবে বানিয়ে ফেলুন ভুট্টার কাটলেট, শিখে নিন রেসিপি