
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
‘মার্ক্স ইন সোহো’ নাটক অবলম্বনে ‘স্বপ্নসন্ধানী’ নাট্যদল মঞ্চে আনতে চলেছে তাদের নতুন নাটক ‘মার্ক্স ইন কলকাতা’। পরিচালনায় কৌশিক সেন, অভিনয়ে জয়ন্ত কৃপালনি এবং সৃজিত মুখার্জি। এই নাটকের সুবাদে ১৬ বছর পর মঞ্চে অভিনেতা হিসাবে প্রত্যাবর্তন হল পরিচালক সৃজিত মুখার্জির।