
বুধবার ২৮ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: লুঙ্গি পরে কোমরে গামছা নিয়ে, হাতে গ্লাভস এবং মুখে মাক্স বেঁধে গ্রামের রাস্তা এবং নর্দমার পাশে জমে থাকা ময়লা পরিষ্কার করছেন রাজ্যের মন্ত্রী। উদ্দেশ্য একটাই, যাতে ময়লা বা নোংরা প্লাস্টিক জড়ো হয়ে বর্ষার শুরুতে কোথাও জল না জমে এবং সেই জমা জলে যাতে ডেঙ্গি বা ম্যালেরিয়ার মশা বংশবৃদ্ধি না করে।
সোমবার এমনই এক দৃশ্য দেখল মুর্শিদাবাদবাসী। সোমবার সকাল থেকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান নিজের বাড়ি সম্মতিনগরের কাছে বিস্তীর্ণ এলাকা ঘুরে বিভিন্ন বাড়ি এবং দোকানের সামনে জমে থাকা ময়লা নিজে হাতে পরিষ্কার করলেন। রাজ্যের মন্ত্রীকে রাস্তা, বাড়ি এবং দোকানের ময়লা পরিষ্কার করতে দেখে লজ্জা পেয়ে গ্রামবাসীরা তাঁকে প্রতিশ্রুতি দিলেন ভবিষ্যতে আর কোনওদিন এলাকা নোংরা রাখবেন না, যাতে সেখানে ডেঙ্গি বা ম্যালেরিয়া মশা বংশবৃদ্ধি করতে না পারে।
জেলা প্রশাসনের সূত্রের খবর, বর্ষার আগমনের আগেই মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকটি ব্লকে নতুন করে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার কয়েকজন রোগী শনাক্ত হয়েছে। কয়েকটি ব্লকে আবার নতুন করে ডেঙ্গি এবং ম্যালেরিয়া লার্ভাও পাওয়া গিয়েছে। তাই স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনিক সমস্ত স্তর থেকে সাধারণ মানুষকে ডেঙ্গি এবং ম্যালেরিয়া সম্পর্কে সচেতন করার কাজও শুরু হয়েছে।
রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, ‘সম্মতিনগর এলাকায় সম্প্রতি দু’জন ডেঙ্গি পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। আমরা যদি এখনই সতর্ক না হই তাহলে আগামীদিনে ডেঙ্গি–ম্যালেরিয়া এই এলাকায় ভয়াবহ চেহারা নিতে পারে।’ তিনি বলেন, ‘এলাকার মানুষকে সচেতন করার জন্য আজ সম্মানিতনগরের বিভিন্ন বাড়ি, দোকানঘর, রাস্তা যেখানে যত ময়লা পড়েছিল আমি নিজে হাতে পরিষ্কার করেছি এবং সেখানে মশা বিনাশকারী তেল ও ব্লিচিং পাউডার ছড়ানো হয়েছে। প্রত্যেক গ্রামবাসী এবং দোকানদারকে অনুরোধ করা হয়েছে তাঁরা যেন নিজেদের লোকালয়ে কোনও ময়লা জমতে না দেন এবং প্লাস্টিকের ব্যবহার বর্জন করেন। পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ থেকে বিভিন্ন এলাকায় নর্দমার মুখ বন্ধ হয়ে যাচ্ছে বা ছোট ছোট জায়গায় জল জমে সেখানে মশা বংশবিস্তার করছে।’
রাজ্যের মন্ত্রী বলেন, ‘কোমরে লুঙ্গি এবং মুখে মাস্ক পরে লোকের বাড়ি এবং দোকানের সামনে জমে থাকা ময়লা পরিষ্কার করার একটাই উদ্দেশ্য যাতে সাধারণ মানুষের বিবেক জাগ্রত হয়। সাধারণ মানুষ যাতে বুঝতে পারেন রাজ্যের মন্ত্রী এসে তাঁর বাড়ির সামনের ময়লা পরিষ্কার করে দিচ্ছেন, তাহলে তাঁদের নিজেদেরও উচিত এলাকা পরিষ্কার রাখা। যাতে কোনওভাবেই জল জমে ডেঙ্গি বা ম্যালেরিয়ার মশা বংশবৃদ্ধি করতে না পারে।'’
আখরুজ্জামান জানান, আগামী কয়েকদিনের মধ্যে আরও কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনি নিজে গিয়ে সেখানে জমে থাকা ময়লা পরিষ্কার করবেন। যদি না স্থানীয় দোকানদার এবং গ্রামবাসীরা তার আগেই সেই সমস্ত এলাকার ময়লা পরিষ্কার করে ফেলেন।
আবারও হিঙ্গলগঞ্জের আকাশে দেখা গেল ড্রোন, আতঙ্কে এলাকাবাসী
বীরভূমে মেগা মিছিল তৃণমূলের, নয়নের মণি সেই ‘কেষ্ট’
কুম্ভে নিখোঁজ, হ্যাম রেডিওর হাত ধরে বাড়ি ফিরলেন বৃদ্ধ
পান্ডুয়ায় চাঞ্চল্য, এটিএম লুটের চেষ্টা! আটক সুইফট গাড়ি-গ্যাস কার্টার
যাত্রীদের জন্য বিশেষ পরিষেবা, এসপ্ল্যানেডের পর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেও বসল মাসাজ চেয়ার
ব্যবহার করা হল বিশেষ তরঙ্গ, সুন্দরবনের উপকূল রক্ষী বাহিনীর দপ্তরের খুব কাছ থেকেই যোগাযোগ করা হল ১৪টি দেশের সঙ্গে
বাজ পড়ে আগুন, তুমুল চাঞ্চল্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে
পেটের মধ্যে ছোট ছোট বলের আকারে জমা ছিল তরল, ফাটলেই হত সর্বনাশ, বিরল রোগে জটিল অস্ত্রোপচার মেডিক্যাল কলেজে
গঙ্গায় স্নান করতে নেমেই যত বিপত্তি, তলিয়ে গেল কিশোর
বাড়ির ছাদ বাগানেই ফলানো যায় মিয়াজাকি আম, চাষের গোপন রহস্য ফাঁস করলেন মালদার এই শখের কৃষক
কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?
‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের
এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি
শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ
স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪