বুধবার ২৮ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | হামলা হতে পারে ডিজিটাল পরিষেবায়, কী নির্দেশ দিলেন ভারতের অর্থমন্ত্রী

Sumit | ১০ মে ২০২৫ ১৯ : ৩৪Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সঙ্গেই ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সমস্ত ব্যাঙ্ককে সতর্ক থাকার এবং যেকোনও ধরণের সঙ্কট মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দিলেন।


অর্থমন্ত্রী বলেন, নাগরিক ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যাঙ্কিং এবং আর্থিক পরিষেবাগুলিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করতে হবে। সকল ব্যাঙ্ককে যেকোনও পরিস্থিতি বা সঙ্কট মোকাবিলায় সম্পূর্ণ সতর্ক এবং প্রস্তুত থাকতে হবে। বৈঠকে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের পাশাপাশি বিমা কোম্পানিগুলির শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


৮ মে রাতে পাকিস্তান থেকে আসা একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করার একদিন পর এই নির্দেশিকা জারি করা হল। যদিও এই হামলার জেরে ভারতে কোনও বড় ক্ষতির খবর নেই। তবুও সরকার ডিজিটাল বা অন্য কোনও প্রতিশোধমূলক সাইবার আক্রমণের আশঙ্কায় আগে থেকেই সতর্ক থাকতে চাইছে। 


সীতারামনের পর্যালোচনা সভায় ভারতের আর্থিক প্রতিষ্ঠানগুলির সাইবার নিরাপত্তা প্রস্তুতির উপর বিশেষভাবে আলোকপাত করা হয়েছিল। ব্যাঙ্কের প্রধানরা জানান ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অফ-সার্ভিস সিস্টেম ইতিমধ্যেই কার্যকর রয়েছে এবং সাইবার হানাকে রোখার জন্য তারা তৈরি। 


অর্থমন্ত্রী বিশেষভাবে ইউপিআই, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং এটিএম নগদের মতো নিরবচ্ছিন্ন ডিজিটাল পরিষেবার গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, নাগরিকরা যাতে নিজেদের কাজ এবং ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা কোনও বাধা ছাড়াই করতে পারে সেদিকে জোর দিতে হবে। 


ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া-র নেতৃত্বে ভারতের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম দৈনিক আর্থিক লেনদেনের প্রধান একটি ভিত্তি। সেখানে প্রতি মাসে ১৭-১৮ বিলিয়ন মোবাইল লেনদেন হয়। এর পরিমাণ প্রায় ২৪ লক্ষ কোটি টাকা।


সীতারামন উল্লেখ করেছেন যে এই অবস্থায় যেকোনও ব্যাঘাত অর্থনৈতিক দিক থেকে প্রভাব ফেলতে পারে। বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ব্যাঙ্ক কর্মীদের নিরাপত্তা। বিশেষ করে সংবেদনশীল সীমান্ত অঞ্চলে নিযুক্ত কর্মীদের। সীতারামন ব্যাঙ্কগুলিকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছেন। 

 


Nirmala Sitharaman BanksAlert

নানান খবর

নানান খবর

আধার কার্ড হারিয়েছে? চিন্তা নেই, সহজেই মিলবে আধার নম্বর! জেনে নিন কীভাবে?

প্রতিদিন ১০০ টাকা করে জমান, পাঁচ বছর পর মিলবে দু'লাখের বেশি, জানুন পোস্ট অফিসের এই প্রকল্প সমন্ধে

হোম লোনে বাঁচাতে পারেন ২০ লাখ টাকা, কীভাবে পরিকল্পনা করবেন দেখে নিন

‘ইক্কিস’-এ সেনা হয়ে বড়পর্দায় অগস্ত্য, ইনস্টা-স্টোরিতে পাশে সুহানা! প্রেমগন্ধে জমে উঠল সিনে-মহল

প্রতি মাসে মাত্র ৪৮০০ টাকা জমালেই হবেন কোটিপতি, কীভাবে? জেনে নিন

প্রতি মাসে পেনশন পাবেন ৬০ হাজার টাকা, বিনিয়োগ করতে হবে এখানেই

পেনশনের নিয়মে বড় বদল, স্বস্তি পাবেন হাজার হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী

ক্রেডিট স্কোর কত থাকলে চোখের পলকেই পাবেন ৩ লাখ টাকা, জেনে নিন এখনই

ফর্ম-১৬ ছাড়াই আয়কর রিটার্ন দাখিল সম্ভব, জেনে নিন পদ্ধতি

ব্যাঙ্কের কাজ তো করেন, কিন্তু জানেন সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের পার্থক্য?

করোনার প্রভাব শেয়ার বাজারে? থিতু হতে গিয়েও ফের অস্থিরতা, দ্বিধায় বিনিয়োগকারীরা

সোশ্যাল মিডিয়া