
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: যখনই আপনার অবসর জীবনের কথা সামনে আসবে তখনই আপনি চিন্তায় পড়ে যাবেন। নিজের অবসরকে যদি আগে থেকেই নিশ্চিত না করেন তাহলে সেই সময় আপনাকে ভুগতে হবে। এখানেই আপনার তুরুপের তাস হতে পারে পিপিএফ। তবে এটিকে ব্যবহার করতে হবে নিয়ম মেনে।
পিপিএফ হল এমন একটি বিনিয়োগ যার সঙ্গে সরকারের যোগাযোগ থাকে। এখানে বছরে সর্বোচ্চ আপনি ১.৫ লাখ টাকা বিনিয়োগ করতে পারেন। বছরে এখান থেকে আপনি সুদ পাবেন ৭.১ শতাংশ করে।
এবার সবথেকে দরকারি কথা হল এখানে ২৫ বছর ধরে বিনিয়োগ করার পর আপনি সেই টাকা তোলার কথা ভাববেন না। টাকা সেখানেই রেখে দিন। শুধু সেখান থেকে সুদের টাকা তুলে নিন। এই টাকাই আপনার অবসরকে করবে নিশ্চিত।
আরও একটি বিষয় আপনি জেনে রাখুন পিপিএফ নিজের টাকা আপনি ১৫ বছরের বেশি রাখতে পারবেন না। তাই মেয়াদ শেষ হওয়ার পর পিপিএফে আপনি ৫ বছর করে আরও দুবার টাকা রাখতে পারবেন। এর অর্থ হল আপনি মেয়াদ শেষে আরও ২৫ বছর এখানে টাকা রাখতে পারবেন।
এখান থেকে কীভাবে ১ কোটি টাকা করবেন এবার দেখে নিন সেই হিসেব। যদি আপনি মাসে ১২,৫০০ টাকা বিনিয়োগ করেন তাহলে বছরে হবে ১.৫ লাখ টাকা। এই টাকা রাখতে হবে ২৫ বছর ধরে। সেখানে আপনার মোট টাকার পরিমান হবে ৩৭ লাখ ৫০ হাজার। এরপর ৭.১ শতাংশ হারে সুদ পাবেন। মোট সুদের পরিমান হবে ৬৫ লাখ ৫৮ হাজার ১৫ টাকা। তাহলে আপনি মোট পাবেন ১ কোটি ৩ লাখ ৮ হাজার ১৫ টাকা।
এই টাকা যদি আপনি পিপিএফে রেখে দেন তাহলে সেখান থেকে ৭ লাখ ৩১ হাজার ৮৬৯ টাকা সুদ পাবেন। একে যদি ১২ দিয়ে ভাগ করেন তাহলে মাসে পাবেন ৬০ হাজার ৯৮৯ টাকা। এটি আপনার রেগুলার পেনশন হিসেবে আপনার সঙ্গে থাকবে।
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে তথ্য যাচাই করে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে দায় আজকাল ডিজিটাল নেবে না।
প্রতি মাসে মাত্র ৪৮০০ টাকা জমালেই হবেন কোটিপতি, কীভাবে? জেনে নিন
পেনশনের নিয়মে বড় বদল, স্বস্তি পাবেন হাজার হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী
ক্রেডিট স্কোর কত থাকলে চোখের পলকেই পাবেন ৩ লাখ টাকা, জেনে নিন এখনই
ফর্ম-১৬ ছাড়াই আয়কর রিটার্ন দাখিল সম্ভব, জেনে নিন পদ্ধতি
ব্যাঙ্কের কাজ তো করেন, কিন্তু জানেন সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের পার্থক্য?
করোনার প্রভাব শেয়ার বাজারে? থিতু হতে গিয়েও ফের অস্থিরতা, দ্বিধায় বিনিয়োগকারীরা
স্পেশাল ফিক্সড ডিপোজিটে মিলবে বিশেষ অফার, দেখে নিন চারটি ব্যাঙ্কের হিসেব
মাসে সামান্য টাকা বিনিয়োগ করেই অবসরে হতে পারেন ৪ কোটির মালিক, কীভাবে দেখে নিন
৩০ জুন থেকে ইউপিআই নিয়মে বড় পরিবর্তন, গ্রাহকদের বাড়তি সুবিধা কী হবে জেনে নিন
কবে থেকে চালু হবে অষ্টম বেতন কমিশন, দিন গুনছেন সরকারি কর্মচারীরা
আপনার প্যান কার্ড ব্লক করা হয়েছে? সমস্যা এড়াতে কী করণীয়?
আধার ব্যবহার করে মাত্র ১০ মিনিটে মিলবে প্যান কার্ড! তাও বিনামূল্যে, জেনে নিন পদ্ধতি
আরব থেকে সোনা-রূপো আমদানিতে বড় সিদ্ধান্ত মোদি সরকারের, দামে কী প্রভাব পড়বে
ভারতের নজর মিউচুয়াল ফান্ডে, দেশের সেরা পাঁচটি শহরে কলকাতার স্থান কত
ব্যাঙ্কের পাসবুক চুরি হয়ে গিয়েছে? কীভাবে করবেন ডুপ্লিকেট পাসবুকের জন্য আবেদন, জানুন শর্তগুলি
মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইউপিআই পেমেন্ট সম্ভব, জেনে নিন কীভাবে
নতুন ২০ টাকার নোট: নকশায় এটি পুরনোগুলির চেয়ে কতটা আলাদা?