
বুধবার ২৮ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ঘড়ির কাটায় তখন সাড়ে ছ'টা। ব্যাট এবং হেলমেট হাতে নিয়ে ড্রেসিংরুমে প্রবেশ করলেন কুইন্টন ডি কক। ক্লাব হাউজের আপার টিয়ার থেকে কচিকাঁচাদের চিৎকার। এই প্রথম বেগুনি-সোনালি জার্সিতে নামবেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার। ক্রিকেটের নন্দনকাননে ডি কককে দেখে উচ্ছ্বসিত কলকাতার খুদে ক্রিকেট ভক্তরা। শহরের ক্রিকেট নিয়ে উন্মাদনার আঁচ কিছুটা পেলেন কুইন্টন। তাই ড্রেসিংরুম থেকে বেরিয়ে মাঠের ধারে দাঁড়িয়ে সমর্থকদের সঙ্গে কথা বলতে দেখা যায় প্রোটিয়া উইকেটকিপার ব্যাটারকে। কলকাতা নাইট রাইডার্সের প্রথম দিনের প্র্যাকটিস সেশন জমজমাট। তারকার সমাহার। কে নেই! সকালে কলকাতায় পা রেখেছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোভমান পাওয়েল, মঈন আলিরা।
এদিনই এসেছেন কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। কিন্তু জেট ল্যাগ হার মানাতে পারেনি নাইটদের উৎসাহে। বিকেলে দলের সঙ্গে প্র্যাকটিসে যোগ দেন রাসেল-নারিনরা।
কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিসে গত বছরের ছোঁয়া। গৌতম গম্ভীর জমানায় উইকেট পুজো করে শুরু হয়েছিল নাইটদের যাত্রা। চ্যাম্পিয়ন হয় কেকেআর। তাই এবারও সেই প্রথা চালু। পাঁচটা থেকে প্র্যাকটিস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আগেই দলবল নিয়ে হাজির হন চন্দ্রকান্ত পণ্ডিত। শুরুতেই উইকেট পুজো। উইকেটে মালা দিয়ে পুজো হয়। ছিলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সহ গোটা দল। ছিলেন পিচ কিউরেটর সুজন মুখার্জিও। স্যার চ্যাম্পিয়ন জার্সিতে দেখা যায় ব্রাভোকে। পুজো সেরেই একে একে নেটে। প্রথম দিন বলে কোনও ছাড় নেই। ইডেনের নৈশালোকের আলোয় পুরোদমে প্র্যাকটিস চলে। নেটে বেশ কিছুক্ষণ ব্যাট করলেন অজিঙ্ক রাহানে, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মঈন আলিরা। ইডেনের প্রধান উইকেটের পাশে নেটে ব্যাট হাতে প্র্যাকটিস করতে দেখা যায় রিঙ্কু সিংকে। খোশমেজাজে দেখা যায় রাসেল, কুইন্টনদের।
প্র্যাকটিসের মাঝেই গল্প করতে দেখা যায় দুই তারকাকে। অনুশীলন চলাকালীন মাঠের মাঝেই বেশ কিছুক্ষণ আলোচনা করতে দেখা যায় অজিঙ্ক রাহানে এবং চন্দ্রকান্ত পণ্ডিতকে। প্রথম দিন হলেও বেশ সিরিয়াস অনুশীলন চলে কেকেআরে।
ছবি: অভিষেক চক্রবর্তী
দ্বিমুকুট জয়, শ্রীভূমিকে হারিয়ে কন্যাশ্রী কাপ জিতল ইস্টবেঙ্গল
চূড়ান্ত অসম্মানিত শ্রেয়স! প্রাপ্য সম্মানটুকুও দিল না শাহরুখের কেকেআর, কী করল নাইটরা?
ইংল্যান্ড সফরের আগে খোঁড়াচ্ছেন ভারতের তারকা ক্রিকেটার, ছড়িয়ে পড়া ভিডিও চিন্তা বাড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের
নেই প্রেমিকা, দশটার মধ্যে ঘুমিয়ে পড়েন, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতিতে ডুবে বাংলার এই ক্রিকেটার
দায়িত্ব নিয়েই দলে রাখলেন না নেইমারকে, তারকা ফুটবলারের যুগ কি শেষ ব্রাজিলে? কী বললেন ব্রাজিলের নতুন হেডস্যর অ্যানচেলোত্তি
বেঙ্কটেশ আইয়ারে মোহভঙ্গ কলকাতার, ২৪ কোটির ক্রিকেটারকে এবার ছেড়েই দেবে নাইটরা
মাত্র ২ রানে অলআউট, ২০০ বছরের লজ্জার রেকর্ড ভাঙল এই দল
আইপিএলের শেষ ম্যাচে লাগামছাড়া চেন্নাই ক্রিকেটাররা, ধোনির পরামর্শ কানেই তুললেন না, এই দুই ক্রিকেটারের উপর বেজায় চটলেন মাহি
কোটিপতি বোলারের পরিবর্তে এলেন ৭৫ লাখের বোলার, প্লে অফের আগে শক্তি আরও বাড়িয়ে নিল বেঙ্গালুরু
'২০ কোটি পেলেও দ্বিগুণ খাটবে না', হতশ্রী আইপিএলের পরে রাহানের সোজাসাপটা মন্তব্য
‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?
'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?
দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ
আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা
সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ