বুধবার ২৮ মে ২০২৫

সম্পূর্ণ খবর

Syed Abid Ali dies at 83

খেলা | নিজের মৃত্যুসংবাদ পড়ে মজা পেয়েছিলেন, টেস্টের প্রথম বলে উইকেট নেওয়া ভারতীয় তারকা সত্যি সত্যি চলে গেলেন আজ

KM | ১২ মার্চ ২০২৫ ০২ : ৩৪Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: অলরাউন্ডার বলতে যা বোঝায়, তিনি ছিলেন তাই। কখনও ওপেন, কখনও আবার মিডল অর্ডার আবার কখনও ব্যাট হাতে নেমে পড়তেন লোয়ার মিডল অর্ডারে। 

সবই করতেন দলের প্রয়োজনে। ফিল্ডার হিসেবেও তিনি ছিলেন এককথায় দুর্দান্ত। নতুন-পুরনো বল হাতেও তিনি নিজের নামের প্রতি সুবিচারই করেছেন। 

তিনি সৈয়দ আবিদ আলি। সেই আবিদ আলি বুধবার ৮৩ বছর বয়সে চলে গেলেন। ক্যালিফোর্নিয়ায় তিনি প্রয়াত হন।  

তাঁকে নিয়ে মজার এক গল্প প্রচলিত রয়েছে। একবার আবিদ আলিরই প্রাক্তন সতীর্থ ফারুক ইঞ্জিনিয়ার ভুলবশত তাঁর মৃত্য়ুর খবর ঘোষণা করে দিয়েছিলেন। সেই খবর জায়গা পেয়েছিল সংবাদমাধ্যমেও। কথিত রয়েছে, নিজের মৃত্যুর খবর জেনে বেশ মজাই পেয়েছিলেন আবিদ আলি। বুধবার সত্যি সত্যিই চলে গেলেন টেস্টে প্রথম বলে উইকেট নেওয়া তারকা ক্রিকেটার। 

হায়দরাবাদে জন্ম। টেস্ট অভিষেক হয় ১৯৬৭ সালে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে তাঁর আবির্ভাব। অভিষেকে ৬ উইকেট নেন ৫৫ রানের বিনিময়ে। এটাই তাঁর জীবনের সেরা বোলিং। 

আগেই বলা হচ্ছিল, দলের প্রয়োজনে বিভিন্ন ব্যাটিং পজিশনে নামতেন। অভিষেক ম্যাচে দু'ইনিংসে নেমেছিলেন ভিন্ন ভিন্ন নম্বরে। কিন্তু  ছয় ও সাত নম্বরে ব্যাট করতে নেমে করেছিলেন একই রান- ৩৩। 

অভিষেক ম্যাচ ছয় এবং সাত নম্বরে ব্যাট করা আবিদ আলি সেই সফরের সিডনি টেস্টে কিন্তু ওপেন করেন। ৭৮ ও ৮১ রান করেছিলেন। ২৯টি টেস্টে ৬টি পঞ্চাশ তাঁর ঝুলিতে। করেন ১০১৮ রান। তাঁর উইকেট সংখ্যা ৪৭। 

এই ২৯টি টেস্টের মধ্যে সাতটিতে দেশের ব্যাটিং ও বোলিং দু'টিই শুরু করেন তিনি। ১৯৭১ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের প্রথম বলে তিনি বোল্ড করেন রয় ফ্রেডেরিকসকে। 

আবিদের মৃত্যুতে শোকাহত দেশের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। সানি বলেন, ''বেদনাদায়ক খবর। সিংহ হৃদয়ের ক্রিকেটার ছিলেন। প্রয়োজনে ওপেন করতেন, মিডল অর্ডারেও নামতেন। লেগ সাইডে অবিশ্বাস্য কিছু ক্যাচও ধরেছিলেন।'' 

আবিদ আলি মাত্র পাঁচটি  ওয়ানডেতে নেমেছিলেন। যার মধ্যে তিনটি ম্যাচ ছিল প্রথম বিশ্বকাপে। সেই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৮ বলে ৭০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেটিই তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২১২ ম্যাচে ১৩টি সেঞ্চুরি তাঁর। প্রায় ৯ হাজারের কাছাকাছি রান করেন। ৩৯৭টি উইকেটে মালিক। 

আবিদ আলির কথা আর ক'জনই বা মনে রেখেছিলেন। ভারতীয় ক্রিকেটে বিস্মৃতই হয়ে গিয়েছিলেন তিনি। তাঁর চলে যাওয়া নতুন করে যেন জীবন দিয়ে গেল ক্রিকেটার সৈয়দ আবিদ আলিকে। 


IndianTestCricketerSyedAbidAli

নানান খবর

নানান খবর

দ্বিমুকুট জয়, শ্রীভূমিকে হারিয়ে কন্যাশ্রী কাপ জিতল ইস্টবেঙ্গল

চূড়ান্ত অসম্মানিত শ্রেয়স! প্রাপ্য সম্মানটুকুও দিল না শাহরুখের কেকেআর, কী করল নাইটরা?

ইংল্যান্ড সফরের আগে খোঁড়াচ্ছেন ভারতের তারকা ক্রিকেটার, ছড়িয়ে পড়া ভিডিও চিন্তা বাড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের

নেই প্রেমিকা, দশটার মধ্যে ঘুমিয়ে পড়েন, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতিতে ডুবে বাংলার এই ক্রিকেটার

দায়িত্ব নিয়েই দলে রাখলেন না নেইমারকে, তারকা ফুটবলারের যুগ কি শেষ ব্রাজিলে? কী বললেন ব্রাজিলের নতুন হেডস্যর অ্যানচেলোত্তি

বেঙ্কটেশ আইয়ারে মোহভঙ্গ কলকাতার, ২৪ কোটির ক্রিকেটারকে এবার ছেড়েই দেবে নাইটরা

মাত্র ২ রানে অলআউট, ২০০ বছরের লজ্জার রেকর্ড ভাঙল এই দল

আইপিএলের শেষ ম্যাচে লাগামছাড়া চেন্নাই ক্রিকেটাররা, ধোনির পরামর্শ কানেই তুললেন না, এই দুই ক্রিকেটারের উপর বেজায় চটলেন মাহি

কোটিপতি বোলারের পরিবর্তে এলেন ৭৫ লাখের বোলার, প্লে অফের আগে শক্তি আরও বাড়িয়ে নিল বেঙ্গালুরু

'২০ কোটি পেলেও দ্বিগুণ খাটবে না', হতশ্রী আইপিএলের পরে রাহানের সোজাসাপটা মন্তব্য

‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?

'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?

দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ

আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা

সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ

সোশ্যাল মিডিয়া