
শনিবার ২৪ মে ২০২৫
আজকাল ওয়েব ডেস্ক: মার্ভেলের বহু কাঙ্খিত ছবি অ্যাভেঞ্জার্স : ডুমস ডে আর সিক্রেট ওয়ার্স—দুটোই পিছিয়ে গেল প্রায় সাত মাস! আর এই সুযোগে মার্ভেলের ঐতিহাসিক মে মাসের স্লটে ঢুকে পড়ল অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপের জনপ্রিয় ছবি দ্য ডেভিল ও্যায়রস প্রাডা'-এর সিক্যুয়েল! সহজ কথায়, আগে যেখানে ‘অ্যাভেঞ্জার্স: ডুমস ডে’ -এর মুক্তির তারিখ ছিল ২০২৬ সালের ১ মে, এখন সেটা সরিয়ে রাখা হয়েছে ১৮ ডিসেম্বর ২০২৬। অন্যদিকে, ‘সিক্রেট ওয়ার্স’ পাবে ১৭ ডিসেম্বর ২০২৭-এ, অর্থাৎ এক বছর পর—একেবারে ক্রিসমাস ছুঁই ছুঁই!
ডিজনি সংস্থার অন্যতম অধিকর্তা বব ইগারসাফ বললেন,“ মার্ভেল একটু বেশিই কনটেন্ট বানিয়ে ফেলছিল। সিনেমা আর সিরিজ মিলিয়ে ফোকাস হারিয়ে ফেলেছিল। এখন থেকে কোয়ালিটি ছবিই আমাদের মূল লক্ষ্য।” এই কারণেই মার্ভেলের তিনটি বড় ছবি মুক্তির তারিখ—১৩ ফেব্রুয়ারি, ৬ নভেম্বর (২০২৬) এবং ৫ নভেম্বর (২০২৭)—"শিরোনামহীন ডিজনি ছবি" সিনেমার জন্য বরাদ্দ করে রাখা হল সদ্য। মানে একাধিক মার্ভেল প্রোজেক্ট হয়ত বাতিলও হয়ে গিয়েছে!
প্রসঙ্গত, রবার্ট ডাওনি জুনিয়র ফের একবার ফিরছেন মার্ভেল ইউনিভার্সে, তবে এবার আয়রন ম্যান হিসাবে নয়—তিনি হবেন প্রধান খলচরিত্র ‘ডক্টর ডুম’! এমসিইউ-র অন্যতম আইকনিক ডিরেক্টর রুশো ব্রাদার্স এই দুটো ছবির পরিচালনা করছেন।
সূত্রের খবর, সিক্রেট ওয়ার্স-এ বহু পুরনো ও নতুন অ্যাভেঞ্জার একসঙ্গে স্ক্রিনে ফিরতে পারেন। ডুমস ডে হতে চলেছে মার্ভেলের ইতিহাসে অন্যতম ডার্ক, মেগা স্কেল ফিল্ম—যেখানে ‘মাল্টিভার্স’-এর দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে। সিক্রেট ওয়ার্স কমিক বুক ইতিহাসে মার্ভেলের সবচেয়ে বড় মাল্টি-হিরো যুদ্ধ।এখানেই স্পাইডার ম্যান প্রথমবার ব্ল্যাক স্যুট পরে! আর ডক্টর ডুম এখানে সর্বশক্তিমান হওয়ার ক্ষমতা পেয়ে যান!
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?