
শনিবার ২৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলার পরই ভারত সিন্ধু জল চুক্তু স্থগিত বলে ঘোষণা করেছে। তারপর থেকেই পড়শি দেশজুড়ে থরহরিকম্প। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পাকিস্তানি সেনেটর সৈয়দ আলি জাফরের বক্তব্যেই তা ফের স্পষ্ট হয়ে গেল। দিল্লির সিন্ধু জল চুক্তি স্থগিতের ঘোষণাকে জাফর 'জল বোমা' বলে অভিহিত করেছেন। এই স্থগিতাদেশ বেশিদিন চললে পাকিস্তানজুড়ে হাহাকার, খাদ্য সংকট দেখা দেবে বলে সতর্ক করেছেন তিনি। বিষয়টি নিষ্পত্তির জন্য শাহবাদ শরিফ সরকারের কাছেও দরবার করছেন এই পাক রাজনীতিক।
সেনেটে ভাষণ দেওয়ার সময়, বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা দাবি করেছেন যে, ভারতের পদক্ষেপের জন্য পাকিস্তানে ইতিমধ্যেই জল সংকটে দেখা দিচ্ছে। তাঁর কথায়, “যদি আমরা এখনই এই জল সংকট সমাধান না করি, তাহলে আমরা ক্ষুধার্ত হয়ে মারা যেতে পারি। কারণ সিন্ধু অববাহিকা আমাদের জীবনরেখা। আমাদের তিন-চতুর্থাংশ জল দেশের বাইরে থেকে আসে এবং আমাদের ৯০ শতাংশ ফসল এই জলের উপর নির্ভর করে। আমাদের বিদ্যুৎ প্রকল্প এবং বাঁধগুলি এই ব্যবস্থার উপর ভিত্তি করে তৈরি। এটি আমাদের উপর একটি জল বোমা, এবং আমাদের এটি নিষ্ক্রিয় করতেই হবে।”
জাফর জল সমস্যাকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সঙ্গে তুলনা করে বলেছেন, “পাকিস্তানের জন্য জল সমস্যা সন্ত্রাসবাদের মতোই গুরুত্বপূর্ণ। এটিও আমাদের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ।” তিনি সতর্ক করে বলেন যে, "একবিংশ শতাব্দীতে জল নিয়ে যুদ্ধ হবে।" তিনি আরও বলেন, "পাকিস্তান প্রাকৃতিকভাবেই বিশ্বের সবচেয়ে জল সংকটের দেশ। এছাড়াও জলবায়ু পরিবর্তন এবং জনসংখ্যা বৃদ্ধি- এই দু'টি কারণেও দেশ দ্রুত জল সংকটের দিকে এগিয়ে যাচ্ছে।"
নিজের ভাষণে জাফর আইডব্লিউটি-র ঐতিহাসিক প্রেক্ষাপটের কথাও উল্লেখ করেন। দাবি করেন যে, পাকিস্তানের স্বাধীনতার কয়েক মাস পরে ভারত জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। তিনি মন্তব্য করেন যে, র্যাডক্লিফ অ্যাওয়ার্ড প্রাথমিকভাবে ফিরোজপুর বাঁধ পাকিস্তানকে বরাদ্দ করেছিল, যা পরে পরিবর্তন করা হয়েছিল, যার ফলে পাকিস্তান বার বার হুমকির মুখে পড়ে যায়। তিনি বলেন, “যখন পাকিস্তান তৈরি হয়, তখন ভারত জল দিয়ে পাকিস্তানকে নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নেয়। সাত মাসের মধ্যে, ভারত ফিরোজপুর বাঁধ দিয়ে শতদ্রু নদীর জল বন্ধ করে দেয়, যার ফলে পাকিস্তান বুঝতে পারে যে জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে।”
সিনেটর ১২ বছর ধরে আলোচনার পর ১৯৬০ সালে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় সিন্ধু জল চুক্তির কথাও তুে ধরেন জাফর। এই চুক্তিটি ১৯৬০ সালে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছিল। তাণঁর কথায়, “আমাদের কাছে দু'টি বিকল্প ছিল – জল ভাগাভাগি করা অথবা পৃথকীকরণের জন্য যাওয়া, অর্থাৎ নদীগুলিকে ভাগ করা। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ভাগাভাগি ক্রমাগত সংঘাতের দিকে পরিচালিত করবে, তাই বিবাহবিচ্ছেদের মতো একটি নিষ্পত্তি করা হয়েছিল।” চুক্তির অধীনে, রবি, বিয়াস এবং শতদ্রু নদী ভারতকে বরাদ্দ করা হয়েছিল। সিন্ধু, ঝিলাম এবং চেনাব নদী পাকিস্তানকে দেওয়া হয়েছিল।
পাক রাজনীতিক সৈয়দ আলি জাফর উল্লেখ করেন, “ভারতকে বলা হয়েছিল যে তারা সীমিত পরিমাণে নদী প্রবাহের জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ছাড়া, পাকিস্তানের নদীর জল বন্ধ করবে না, সরিয়ে নেবে না বা ব্যবহার করবে না।” তিনি যোগ করেন যে, ভারত যদি চুক্তি বাতিল করতে চায়, তাহলে, “ওদের বাঁধ ভেঙে মূল পরিস্থিতিতে ফিরে যাওয়ার জন্য জল ছেড়ে দিতে হবে।”
সিনেট বিতর্কের অন্য এক পর্যায়ে জাফর সতর্ক করে দিয়েছিলেন, “যদি ভারত কোনও ব্যবস্থা করে এবং এক ফোঁটা জলও সরিয়ে নেয়, তাহলে আমাদের বিমান, ক্ষেপণাস্ত্র এবং সৈন্যদের মাধ্যমে এটি ধ্বংস করার অধিকার আমাদের আছে - এটি হবে যুদ্ধের ঘোষণা।”
পাক সেনেটর মোহাম্মদ হুমায়ুন আহমেদ পাকিস্তান সরকারের সমালোচনা করে জিজ্ঞাসা করেন, “আমরা কেন সবসময় এত ক্ষমাপ্রার্থী? সরকারের উচিত আপোষহীন হওয়া।”
আরেক সেনেটর কামরান মুর্তজা আরও বলেন যে, প্রতিটি আন্তর্জাতিক ফোরামে পাকিস্তান জল-সম্পর্কিত ইস্যুতে হেরে গিয়েছে। তিনি এই সংকট মোকাবেলায় সেনেটে একটি দ্বিদলীয় কমিটির আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, “ভারতকে আক্রমণ করা বলা সহজ, কিন্তু ৭০০ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ এবং ১৫-১৬ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ, যার বেশিরভাগই ঋণগ্রস্ত, তাদের মধ্যে বিশ্বে কোনও ন্যায়বিচার নেই।”
একই সময়ে দুই কয়েদির সঙ্গে সঙ্গম, এ ছাড়াও মাদক পাচার, অভিযুক্ত মহিলা জেল আধিকারিক
'ভারতে তৈরি আইফোন আমেরিকায় বিক্রি করলেই ২৫ শতাংশ শুল্ক আরোপ', অ্যাপল-কে মহা হুঁশিয়ারি ট্রাম্পের!
চাইলেই মিলবে অস্থায়ী স্ত্রী! বিয়ের আয়ু মাত্র ১৫ দিন, কোন দেশে আছে এমন 'আনন্দ বিবাহ' আয়োজন?
৫ হাজার বছর ধরে যত্ন করে রাখা ছিল, সামনে আসতেই কেলেঙ্কারি কান্ড, তারপর...
‘আমিই এখন পাইলট’, ইনস্টাগ্রামে পোস্টের পরেই সব শেষ! বিমান দুর্ঘটনায় মৃত্যু বিখ্যাত ব্যান্ডের ড্রামারের
বেতন বছরে ৩০ কোটির বেশি, দুনিয়ায় সবচেয়ে সুখের চাকরি, তবুও কেউ করতে রাজি নয়! কেন?
লিঙ্কডইনে নতুন এআই ফিচার, চাকরির খোঁজ এবার আরও সহজে!
পোষ্য আরশোলাকে তুড়ি মেরে কেন তাড়িয়েছেন? মহিলার সঙ্গে তুমুল ঝগড়া বাঁধিয়ে দিলেন পর্যটক, দেখুন ভিডিও
চেয়েছিলেন পুত্রসন্তান, কিন্তু গর্ভস্থ সন্তান কন্যা জানতে পেরেই স্ত্রীকে খুন করলেন যুবক! আমেরিকাতেও মধ্যযুগীয় বর্বরতা
শিশুর আঙুল চোষা ঠেকাতে কী ব্যবস্থা নেবেন, রইল কয়েকটি দরকারি টিপস
এক রাতে সাত হাজার নিরীহ মানুষ নিধন! পাক সেনাপ্রধান টিক্কা খানকে ডাকা হত বাংলাদেশের কসাই নামে
ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার ২০২৫ জয় করল বাংলা ভাষায় অনূদিত প্রথম কন্নড় গ্রন্থ ‘হার্ট ল্যাম্প’
চ্যাটবটের 'জেলব্রেক' আতঙ্ক: মোবাইলেই বাসা বাঁধছে বিপজ্জনক জ্ঞান, এখনই সাবধান হন
শক্তিশালী সৌরঝড়ে নাকাল হবে সিগনালিং ব্যবস্থা! নাসার বিজ্ঞানীদের হুঁশিয়ারি চমকে দেবে
৭৮তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে আন্তর্জাতিক সংকট ও রাজনৈতিক প্রতিবাদের ছাপ, প্যালেস্তাইন প্রসঙ্গে তীব্র সমালোচনা