সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

Does seeking your parents password harm privacy

লাইফস্টাইল | ফোনের পাসওয়ার্ড চাইছেন সঙ্গী? এই একটি দাবিই চিনিয়ে দেবে প্রেমিক-প্রেমিকার চরিত্র! জানেন কীভাবে?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৮ মে ২০২৫ ২০ : ৩৭Akash Debnath


আজকাল ওয়েবডেস্ক: ডিজিটাল যুগে ব্যক্তিগত পরিসরের ধারণা আর আগের মতো নেই। বিশেষত সম্পর্কের নিরিখে। বিশেষ করে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ স্মার্টফোন ক্রমশই যেন যুগলদের পারস্পরিক বিশ্বাস ও স্বচ্ছতার অংশ হয়ে উঠছে। সঙ্গীর ফোনের পাসওয়ার্ড আদানপ্রদান করা উচিত কিনা, এই প্রশ্ন বর্তমানে বহু সম্পর্কের ক্ষেত্রেই এক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। একদিকে যেমন রয়েছে নিবিড়তার হাতছানি, তেমনই অন্যদিকে উঁকি দেয় ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা।

ইতিবাচক দিক
পাসওয়ার্ড বিনিময়ের পক্ষে প্রধান যুক্তি হিসেবে উঠে আসে পারস্পরিক স্বচ্ছতা ও গভীর আস্থার বিষয়টি। অনেক যুগলই মনে করেন, এই আদানপ্রদান সম্পর্কের বাঁধনকে আরও সুদৃঢ় করে এবং সঙ্গীর প্রতি পূর্ণ সমর্পণের মানসিকতাকে প্রতিফলিত করে। তাঁদের মতে, যখন কোনও লুকোচুরির অবকাশ থাকে না, তখন সন্দেহের কালো মেঘও জমতে পারে না। আপৎকালীন পরিস্থিতিতে, যেমন কোনও দুর্ঘটনা বা আকস্মিক অসুস্থতার সময়ে, সঙ্গীর ফোনের নাগাল পাওয়া অত্যাবশ্যকীয় হয়ে উঠতে পারে, যা পাসওয়ার্ড জানা থাকলে সহজেই সম্ভব হয়। ক্ষেত্রবিশেষে, পূর্বে বিশ্বাসভঙ্গের ঘটনার সম্মুখীন হওয়া কোনও ব্যক্তি এই প্রক্রিয়ার মাধ্যমে সাময়িক মানসিক স্বস্তি পেতে পারেন বলেও অনেকে অভিমত প্রকাশ করেন।

নেতিবাচক প্রভাব
মুদ্রার অপর পিঠটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ক্ষেত্রবিশেষে উদ্বেগজনক। মনোবিদ ও সমাজতাত্ত্বিকদের একটি বড় অংশ সঙ্গীর ফোনের পাসওয়ার্ড জানার বিষয়টিকে ব্যক্তিগত পরিসরে অবাঞ্ছিত হস্তক্ষেপ হিসেবেই গণ্য করেন। তাঁদের মতে, প্রতিটি মানুষেরই একটি নিজস্ব জগৎ বা ‘পার্সোনাল স্পেস’ থাকে, যেখানে তাঁর ব্যক্তিগত কথোপকথন, নিজস্ব চিন্তাভাবনা, বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সঙ্গে একান্ত আলাপচারিতা কিংবা পেশাগত তথ্য সংরক্ষিত থাকে। এই অলিখিত সীমারেখা অতিক্রম করলে পারস্পরিক শ্রদ্ধাবোধ ক্ষুণ্ণ হতে পারে। পাসওয়ার্ডের আদানপ্রদান অনেক সময় সন্দেহের বাতাবরণ তৈরি করে; সামান্য বিষয় নিয়েও ভুল বোঝাবুঝি এবং দাম্পত্যকলহের সূত্রপাত হতে পারে। একটি নিরীহ বার্তা বা ছবি ভুল ব্যাখ্যার শিকার হয়ে সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি করতে পারে। বিশেষ করে, ফোনের পাসওয়ার্ড চাওয়া যদি নিয়ন্ত্রণের মানসিকতা থেকে উদ্ভূত হয়, তবে তা সম্পর্কের স্বাস্থ্যকর বিকাশের পথে গুরুতর অন্তরায় হয়ে দাঁড়ায় এবং ব্যক্তি-স্বাধীনতাকে মারাত্মকভাবে খর্ব করে। সঙ্গীর ফোন নিয়মিত ঘাঁটাঘাঁটি করার প্রবণতা অনেক ক্ষেত্রেই পারস্পরিক অবিশ্বাসেরই প্রতিফলন, যা কোনও সুস্থ সম্পর্কের লক্ষণ নয়।

সবমিলিয়ে সঙ্গীর ফোনের পাসওয়ার্ড আদানপ্রদান সম্পর্কের রসায়নে কী ধরনের প্রভাব ফেলবে, তা বহুলাংশে নির্ভর করে যুগলের পারস্পরিক বোঝাপড়া, সম্পর্কের পরিপক্বতা এবং স্বতন্ত্র মূল্যবোধের উপর।


Relationship TipsPrivacy IssuePersonal Space

নানান খবর

নানান খবর

দেখতে বাসমতী, খেতেও সুস্বাদু! ১৮ বছরের গবেষণায় তৈরি নতুন এই চালের গুণ জানলে আর অন্য চাল কিনবেন না

মানসিক চাপে বিধ্বস্ত লাগছে? আর কষ্ট নয়, চাপমুক্ত ও আনন্দময় জীবন পেতে নিয়মিত করুন একটি বিশেষ কাজ

অনলাইনে টাকা লেনদেন করার আগে সব সময় যাচাই করুন তিনটি জিনিস, নইলে নিমেষে ফাঁকা হবে অ্যাকাউন্ট

বাড়ির ব্যালকনিতেই ফলবে টমেটো, বেগুন, লঙ্কা! 'কিচেন গার্ডেনিং' করার সময় মাথায় রাখবেন কোন কোন বিষয়?

ঘরেই রয়েছে অমূল্য ধন, মা-ঠাকুমার আমলের এই বিশেষ পদ্ধতিতে তৈরি খাবার খেলে আর ভুগতে হবে না পেটের সমস্যায়

চরম উত্তেজনার মুহূর্তেও স্নায়ু থাকবে অবিচল! তিনটি কৌশল শিখে নিন, আর কোনও দিন নিয়ন্ত্রণ হারাবেন না

খবরদার! বিছানায় শুয়ে শুয়ে এই কাজটি আর করবেন না! কী মারাত্মক বিপদ ডেকে আনে জানলে শিউরে উঠবেন

পুরুষদের টাকেও গজাবে চুল! অতিপরিচিত এই সবজির বীজ ব্যবহার করেই মাথা ঢাকবে কুচকুচে কালো কেশে

কাপের পর কাপ চা খান? অজান্তেই মহাবিপদ ডেকে আনছেন! অতিরিক্ত চা পানে শরীরে কী প্রভাব পড়ে জানেন?

বিবেকানন্দের প্রিয় গীতার শ্লোক লেখা পোশাকে! কানের মঞ্চে ভারতীয় ঐতিহ্যের জয়গান ঐশ্বর্যের

আব্রাম-তৈমুররাও খায় স্কুলের 'মিড ডে মিল'! তারকাসন্তানদের পাতে কী কী থাকে? জানলে চমকে যাবেন

করুন চোখের পরীক্ষা, এই ছবিতে বিড়াল খুঁজে পেলে বুঝবেন আপনার দৃষ্টি খুব ভাল

ঠিক কতক্ষণ সঙ্গম করলে তৃপ্ত হয় সঙ্গীর শরীর? নয়া গবেষণায় যৌনজীবনে মিলল নতুন দিশা

বুধের চালে আজ থেকে 'মালামাল' ৪ রাশি! যা ছোঁবেন তাই সোনা, গুণে শেষ করতে পারবেন না টাকা

চটজলদি উধাও হলুদ ছোপ, দাঁতের কোণা থেকে দূর হবে ময়লা! এই একটি ফলের গুণেই ঝকঝক করবে হাসি

সোশ্যাল মিডিয়া