
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বাজারে আসতে চলেছে নতুন নোট। এগুলি সবই জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি দেওয়া নতুন সিরিজে থাকবে। এই নতুন নোটে থাকবে আরবিআইয়ের বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রার সই।
আরবিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে নতুন এই ২০ টাকার নোটে বেশ কয়েকটি নতুন বিশেষত্ব থাকবে। ফলে সেগুলি আগের নোটের তুলনায় দেখতে একটু অন্যরকম হবে।
তবে নতুন নোট বাজারে আসার পর পুরনো নোটগুলি বৈধ থাকবে। সেগুলি নিয়ে এতদিন যেভাবে কাজ করা হয়েছে তেমনই চলবে। তবে তারই মধ্যে বাজারে চলে আসবে নতুন ২০ টাকার নোট।
নতুন ২০ টাকার নোট নিয়ে এলেও, পুরনো নোট বাতিল হয়ে যাচ্ছে না। যাদের কাছে পুরনো ২০ টাকার নোট রয়েছে, তাদের চিন্তিত হওয়ার কিছু নেই। এই নোটও চালু থাকবে। ব্যবহারে কোনও সমস্যা হবে না। বর্তমানে ২০ টাকার নোট সর্বাধিক ব্যবহৃত নোট।
আরবিআই জানিয়েছে, এটাই স্ট্যান্ডার্ড প্রোটোকল। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বদল হলে, নোটে স্বাক্ষরও বদল হয়। গত ডিসেম্বরেই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে দায়িত্ব নেন সঞ্জয় মালহোত্রা।
নতুন নোটে মূল রঙ থাকবে হালকা সবুজাভ হলুদ। পিছনের দিকে থাকবে ঐতিহ্যবাহী ইলোরার গুহার চিত্র, যা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গর্বের প্রতীক। সামনের দিকে থাকবে মহাত্মা গান্ধীর ছবি, আরবিআই-এর সীল, অশোক স্তম্ভ ও সংশ্লিষ্ট নিরাপত্তা চিহ্ন।
এটি সাধারণ মানুষের জন্য সহজে চিনতে পারা যাবে এবং আগের মতোই ব্যবহারে কোনও অসুবিধা হবে না। ডিজাইন একই থাকায় ভুয়ো নোট নিয়ে উদ্বেগও অনেকটাই কম থাকবে।
২০ টাকার নোট হল ভারতের অন্যতম বহুল ব্যবহৃত স্বল্পমূল্যের নোট। দিনমজুর, ছোট ব্যবসায়ী, অটো-রিকশা চালক, দোকানদার সহ নানা স্তরের মানুষ এই নোটটি দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করেন। এই ধরনের নোটে কোনও ধরনের বিভ্রান্তি তৈরি হলে সাধারণ মানুষের সমস্যা হয়। তাই নকশা অপরিবর্তিত রেখে শুধুমাত্র স্বাক্ষর বদল এক অত্যন্ত বাস্তবসম্মত পদক্ষেপ বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
রিজার্ভ ব্যাঙ্ক সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে যেন তারা কোনও প্রকার গুজবে কান না দেন এবং আগের সব ২০ টাকার নোট নির্ভয়ে ব্যবহার করেন। একইসঙ্গে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা এই পরিবর্তন সম্পর্কে সচেতন থাকেন এবং জনসাধারণকে যথাযথ সহায়তা দেন।
নতুন গভর্নরের স্বাক্ষর যুক্ত ২০ টাকার নোট শীঘ্রই বাজারে এলেও পুরনো নোট চলবেই। ডিজাইন একই থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। আরবিআই-এর এই পদক্ষেপ প্রশাসনিক ধারাবাহিকতার প্রতিফলন এবং জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন গভর্নরের স্বাক্ষর যুক্ত নোট বাজারে এলে সেটি আরবিআই-এর একটি প্রাতিষ্ঠানিক পরিবর্তনের প্রতীক হিসেবে বিবেচিত হবে।
‘ইক্কিস’-এ সেনা হয়ে বড়পর্দায় অগস্ত্য, ইনস্টা-স্টোরিতে পাশে সুহানা! প্রেমগন্ধে জমে উঠল সিনে-মহল
প্রতি মাসে মাত্র ৪৮০০ টাকা জমালেই হবেন কোটিপতি, কীভাবে? জেনে নিন
প্রতি মাসে পেনশন পাবেন ৬০ হাজার টাকা, বিনিয়োগ করতে হবে এখানেই
পেনশনের নিয়মে বড় বদল, স্বস্তি পাবেন হাজার হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী
ক্রেডিট স্কোর কত থাকলে চোখের পলকেই পাবেন ৩ লাখ টাকা, জেনে নিন এখনই
ফর্ম-১৬ ছাড়াই আয়কর রিটার্ন দাখিল সম্ভব, জেনে নিন পদ্ধতি
ব্যাঙ্কের কাজ তো করেন, কিন্তু জানেন সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের পার্থক্য?
করোনার প্রভাব শেয়ার বাজারে? থিতু হতে গিয়েও ফের অস্থিরতা, দ্বিধায় বিনিয়োগকারীরা
স্পেশাল ফিক্সড ডিপোজিটে মিলবে বিশেষ অফার, দেখে নিন চারটি ব্যাঙ্কের হিসেব
মাসে সামান্য টাকা বিনিয়োগ করেই অবসরে হতে পারেন ৪ কোটির মালিক, কীভাবে দেখে নিন
৩০ জুন থেকে ইউপিআই নিয়মে বড় পরিবর্তন, গ্রাহকদের বাড়তি সুবিধা কী হবে জেনে নিন
কবে থেকে চালু হবে অষ্টম বেতন কমিশন, দিন গুনছেন সরকারি কর্মচারীরা
আপনার প্যান কার্ড ব্লক করা হয়েছে? সমস্যা এড়াতে কী করণীয়?
আধার ব্যবহার করে মাত্র ১০ মিনিটে মিলবে প্যান কার্ড! তাও বিনামূল্যে, জেনে নিন পদ্ধতি
আরব থেকে সোনা-রূপো আমদানিতে বড় সিদ্ধান্ত মোদি সরকারের, দামে কী প্রভাব পড়বে
ভারতের নজর মিউচুয়াল ফান্ডে, দেশের সেরা পাঁচটি শহরে কলকাতার স্থান কত