
বুধবার ২৮ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: 'পিকে'-র পর কেটে গিয়েছে এক দশকেরও বেশি সময়। এবার ফের একসঙ্গে আসছেন আমির খান আর ‘থ্রি ইডিয়টস’ ‘পিকে’ ছবির প্রধান কারিগর ওরফে পরিচালক রাজকুমার হিরানি! খবর, ইতিমধ্যেই নাকি ২০২৬ সালে সে ছবির শুটিং শুরু করার প্রস্তুতিও চলছে। যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি।
সূত্রের খবর, রাজকুমার হিরানি একাধিক গল্প নিয়ে ভাবছিলেন, শেষমেশ একটা প্লট চূড়ান্ত করে ফেলেন। সেই গল্পটাই আমিরকে শোনান, আর আমিরও এক কথায় রাজি। হিরানির সেই গল্পের ‘দুনিয়া’ এতটাই সুন্দরভাবে তৈরি হচ্ছে, দু’জনেই এই ছবিতে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।
এই ছবিই হতে চলেছে ‘ডাঙ্কি’র পর হিরানির পরবর্তী পরিচালনা। ছবিপ্রেমীদের আশা, হিরানি-আমির জুটির ম্যাজিক-ই সম্ভবত আবার একবার বলিউডকে মূলস্রোতে ফিরিয়ে আনবে। সূত্র আরও জানিয়েছে, ছবিটা হবে একেবারে ‘স্লাইস অফ লাইফ’ ধাঁচের—হাসি, অনুপ্রেরণা আর আবেগে মেশানো এক সিনেম্যাটিক সফর।
উল্লেখ্য, আমির ছাড়াও হিরানি কথা বলছিলেন রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে—তাদের জন্য আলাদা দুটো ছবির কথা ভেবে রেখেছেন তিনি। কিন্তু ব্যস্ত শিডিউলের কারণে আপাতত সেই দুটো পরিকল্পনা ঠান্ডাঘরে। এদিকে হিরানি বর্তমানে নিজের ওয়েব সিরিজের কাজ শেষ করছেন, তারপরই পুরোপুরি ফোকাস দেবেন এই নতুন আমির খান প্রজেক্টে। প্রসঙ্গত, ২০০৯-এর ‘থ্রি ইডিয়টস’ কিংবা ২০১৪-র ‘পিকে’—প্রতিটাই শুধুই বক্স অফিস ব্লকবাস্টার নয়, হয়ে উঠেছে কালজয়ী সিনেমা, যেগুলো ছুঁয়ে গেছে দর্শকদের মন। তাই এই নতুন ছবির খবরে বলিউডপ্রেমীদের উত্তেজনা স্বাভাবিক।
অন্যদিকে, আমির মুখিয়ে রয়েছেন ‘সিতারে জমিন পর’-এর মুক্তির জন্য। এইমুহূর্তে আমির ব্যস্ত ‘সিতারে জমিন পর’-এর মুক্তি নিয়ে, যা আসছে ২০ জুন। আর এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন জেনেলিয়া ডি’সুজা।
প্রতীকের পথেই হাঁটলেন রত্নপ্রিয়া, কোন নায়কের সঙ্গে জুটি বেঁধে জি বাংলায় ফিরছেন অভিনেত্রী?
'এত কৈফিয়ৎ কেন দেব?'-'হাউজফুল ৫'-এ পারিশ্রমিক নিয়ে প্রশ্ন ওঠায় রাগে ফুঁসে উঠে কী বললেন অক্ষয় কুমার?
সব জল্পনার অবসান ঘটিয়ে 'পাচক মশাই'-এর কাছে ফিরল 'কথা', এবার বাড়বে কি টিআরপি?
‘ছোটি বাচ্চি হ্যায় কেয়া?’ ‘হাউসফুল ৫’-এ টাইগারের মিম সংলাপে জ্যাকির ছক্কা! দেখেশুনে কী বলল নেটপাড়া?
‘পুষ্পক’-এ বাজতে পারত ‘রায়বাঁশি’! কীভাবে একটুর জন্য ফস্কে গিয়েছিল ছবিতে সত্যজিৎ-যোগ? প্রথমবার জানালেন কমল হাসান!
‘হেরা ফেরি ৩’ চিত্রনাট্য-ই হাতে পাননি পরেশ রাওয়াল? অক্ষয়ের উদ্দেশ্যে ‘বাবু ভাইয়া’র আইনজীবীদের পাল্টা কী কী অভিযোগ?
৭৫ বছর বয়সেও জিমে 'হার্ডকোর' রাকেশ রোশন! বাবার কীর্তি দেখে এ কী বলে বসলেন হৃতিক?
‘তুই জানিস কাট্টা কি?’— শাহরুখের প্রেমের পথে বন্দুকের হুমকি দিয়েছিলেন গৌরীর পরিবারের কোন সদস্য?
রণবীর-দীপিকা বিয়ে করুক চাইতেন শ্যাম্মি কাপুর! কেন ‘পিকু’কে কাপুর-ঘরণী করতে চাইতেন তিনি?
'ও তো খুব দুষ্টু..'-তাব্বুকে চুমু খেতে গিয়ে কী অবস্থা হয়েছিল ঈশান খট্টরের? লজ্জা ভুলে কী বললেন অভিনেতা?
Breaking: সলমন রুশদির ভয়ঙ্কর ছুরি-কাণ্ড এবার মঞ্চে! কৌশিক সেনের পরিচালনায় বিখ্যাত সাহিত্যিকের চরিত্রে নাসিরুদ্দিন?
সাহসের কাছে হার মানে জটিল বাস্তবও, ‘অঙ্ক কি কঠিন’ দেখায় সেই সাহসের সরলরেখা
‘...বিনোদ মেহরারর কন্ট্রোল আমার হাতে!’— রেখার হিংসে, অস্বস্তি আর আচরণ নিয়ে বিস্ফোরক মৌসুমী চট্টোপাধ্যায়!
আর ছলচাতুরি নয়, এবার ইতিহাসের গল্প বলবেন অরিজিতা! স্টার জলসার 'রাণী ভবানী'তে কোন চরিত্রে আসছেন অভিনেত্রী?
‘বাচ্চাকে খাওয়াতেও পারতাম না’— কোন মারাত্মক অসুখে আক্রান্ত জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী প্রিয়া মোহন?