
সোমবার ২৬ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের বহু তারকা ও পরিচালকরা নানা সময়েই সমালোচিত হয়েছেন— দেশের শাসকদলের বিরুদ্ধে মুখ না খোলার জন্য। কিন্তু এখন কেন এই থমথমে নীরবতা? সদ্য এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিলেন প্রখ্যাত চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার। বললেন, “ভয়”— এটাই মুখ বন্ধ রাখার মূল কারণ।
এক সাক্ষাৎকারে জাভেদ আখতার এই প্রসঙ্গে বললেন, “আমেরিকায় মেরিল স্ট্রিপের মতো তারকারা ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, কিন্তু তার জন্য তাঁদের বাড়িতে আয়কর হানা হয়নি। ভারতে কিন্তু পরিস্থিতিটা একেবারে আলাদা। এই ভয়ের অনুভূতি— বাস্তব হোক বা কল্পিত— কিন্তু বলিউডের অনেকের মনেই রয়েছে। তারা ভাবে, কিছু বললেই ইডি আসবে, সিবিআই তদন্ত করবে, ইনকাম ট্যাক্স রেইড হবে... ফাইল খুলে তদন্ত চলবে।”
জাভেদের কথায়, “বলিউডে যারা আছে তারা আলাদা কোনও গ্রহে থাকে না। এই সমাজেই বাস করে। ফলে সমাজের অন্য সাধারণ মানুষের মতোই ওরাও ভয় পায়। তার উপর আমাদের পেশায় একটু বেশি ‘ঢাকঢোল’ বাজে, তাই হয়তো বিষয়গুলো আরও নজরে আসে।” তিনি স্পষ্ট করেই বলেন, “হয়তো আমি একা কিছু বলি, কিন্তু বাকিরা কেন চুপ তা আমি বুঝি। ভয়ের একটা আবহ তৈরি হয়ে গিয়েছে।”
নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে তিনি কোনওদিনই দ্বিধায় ভোগেননি। সব দলের ভুল ত্রুটি স্পষ্টভাবে তুলে ধরেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার ট্রোলদেরও সমান তীব্রতায় জবাব দিতে পিছপা হন না। যদিও তাতে তাঁর পরিবার ও বন্ধুরা প্রায়ই বলেন, “ছাড়ো, এসব ঝামেলায় যেও না। তুমি এর উর্ধ্বে।” কিন্তু জাভেদ বলেন, “ক্ষমা করবেন, একটু দাম্ভিক শোনাতে পারে, কিন্তু আমি সত্যিই এসবের অনেক উপরে ভাবি নিজেকে। তবু কিছু কিছু সময় আসে, যখন নীচে নেমে তাদের জবাব দিতেই হয়। জানিয়ে দিতে হয়— ‘এই ছাড় আমি দেব না। তোমরা যা দেবে, আমি ফিরিয়ে দেব ঠিক একইভাবে।’”
সারকথা? বলিউডে যাঁরা চুপ, তাঁরা ভয় পান— এবং সেই ভয় আজকের সমাজেরই প্রতিচ্ছবি। আর জাভেদ আখতারের মতো ক’জনই বা আছেন, যাঁরা সে ভয়কে চ্যালেঞ্জ জানাতে পারেন!
‘ইক্কিস’-এ সেনা হয়ে বড়পর্দায় অগস্ত্য, ইনস্টা-স্টোরিতে পাশে সুহানা! প্রেমগন্ধে জমে উঠল সিনে-মহল
প্রতি মাসে মাত্র ৪৮০০ টাকা জমালেই হবেন কোটিপতি, কীভাবে? জেনে নিন
প্রতি মাসে পেনশন পাবেন ৬০ হাজার টাকা, বিনিয়োগ করতে হবে এখানেই
পেনশনের নিয়মে বড় বদল, স্বস্তি পাবেন হাজার হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী
ক্রেডিট স্কোর কত থাকলে চোখের পলকেই পাবেন ৩ লাখ টাকা, জেনে নিন এখনই
ফর্ম-১৬ ছাড়াই আয়কর রিটার্ন দাখিল সম্ভব, জেনে নিন পদ্ধতি
ব্যাঙ্কের কাজ তো করেন, কিন্তু জানেন সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের পার্থক্য?
করোনার প্রভাব শেয়ার বাজারে? থিতু হতে গিয়েও ফের অস্থিরতা, দ্বিধায় বিনিয়োগকারীরা
স্পেশাল ফিক্সড ডিপোজিটে মিলবে বিশেষ অফার, দেখে নিন চারটি ব্যাঙ্কের হিসেব
মাসে সামান্য টাকা বিনিয়োগ করেই অবসরে হতে পারেন ৪ কোটির মালিক, কীভাবে দেখে নিন
৩০ জুন থেকে ইউপিআই নিয়মে বড় পরিবর্তন, গ্রাহকদের বাড়তি সুবিধা কী হবে জেনে নিন
কবে থেকে চালু হবে অষ্টম বেতন কমিশন, দিন গুনছেন সরকারি কর্মচারীরা
আপনার প্যান কার্ড ব্লক করা হয়েছে? সমস্যা এড়াতে কী করণীয়?
আধার ব্যবহার করে মাত্র ১০ মিনিটে মিলবে প্যান কার্ড! তাও বিনামূল্যে, জেনে নিন পদ্ধতি
আরব থেকে সোনা-রূপো আমদানিতে বড় সিদ্ধান্ত মোদি সরকারের, দামে কী প্রভাব পড়বে
ভারতের নজর মিউচুয়াল ফান্ডে, দেশের সেরা পাঁচটি শহরে কলকাতার স্থান কত