
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্কঃ রান্না করতে গিয়ে অনেক সময়ে ছ্যাঁকা লাগে কিংবা গরম তেল ছিটকে এসে হাতে লেগে যায়। আবার গরম জল ও তরল থেকে অসাবধানতায় শরীরের কোনও অংশ পুড়েও যেতে পারে। এই পরিস্থিতিতে প্রথমেই আমাদের বরফ দেওয়ার কথা মাথায় আসে। কিন্তু সত্যি কি পোড়া জায়গায় বরফ দেওয়া উচিত। আসুন জেনে নেওয়া যাক।
বিশেষজ্ঞদের মতে, পুড়ে যাওয়া ক্ষতস্থানে বরফ লাগালে আরও ক্ষতি হতে পারে। আসলে প্রচলিত ধারণা রয়েছে, বরফ পোড়া জায়গার তাপ দূর করে, ক্ষত আর হতে দেয় না এবং ত্বককে প্রশমিত করবে। কিন্তু আসলে বিষয়টি তা নয়। আগুনে কিংবা অন্য কোনও কারণে পুড়ে গেলে ত্বক এবং তার নিচের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। সেই অংশটি আরও সংবেদনশীল হয়ে যায় এবং শরীর ওই অংশে বেশি রক্ত পাঠাতে থাকে। ফলে প্রদাহ ও ব্যথা হয়।
পোড়া অংশ ঠান্ডা রাখলে উপকার হয় ঠিকই। এতে কোষের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা এবং অস্বস্তি কমে। কিন্তু কী পদ্ধতিতে ঠান্ডা করবেন সেটা আসল ব্যাপার। এক্ষেত্রে বরফ ব্যবহার করা নিরাপদ নয়। কারণ এটি টিস্যুর ক্ষতি আরও বাড়িয়ে দিতে পারে। বরফ অত্যন্ত ঠান্ডা হওয়ায় এটি সরাসরি পোড়া জায়গায় লাগালে ত্বকে ঠান্ডাজনিত ক্ষত হতে পারে।
ত্বক পুড়ে যাওয়ার অর্থ হল ত্বকের প্রতিরক্ষামূলক বাধা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বরফ রক্তনালীগুলিকে অত্যধিকভাবে সংকুচিত করতে পারে, যা ওই জায়গায় রক্ত প্রবাহ কমিয়ে দেয়। যার ফলে ক্ষতস্থান ধীরে নিরাময় হয় এবং টিস্যু নেক্রোসিসের ঝুঁকি বাড়াতে পারে। এমনকী কিছুক্ষেত্রে ত্বকের স্থায়ীভাবে ক্ষতি হতে পারে।
তাহলে কী করা উচিত? বিশেষজ্ঞদের মত, কলের তলায় পোড়া জায়গাটিকে মিনিট ১০ থেকে ২০ মিনিট মতো ধরে রাখতে হবে। তারপর হাওয়ায় সেই জায়গাটি শুকিয়ে নিন। পরিষ্কার কাপড় দিয়ে হালকা করে মুছে নিতে পারেন। তবে ভুলেও ঘষবেন না।
পোড়া জায়গার চামড়ায় ক্ষত থেকে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। তাই ওই জায়গাটি যথাসম্ভব শুকনো রাখার চেষ্টা করুন। একইসঙ্গে পরিষ্কার রাখুন। সাবান ও জল দিয়ে খুব আলতোভাবে পোড়া জায়গা ধুয়ে ফেলতে পারেন। হাতে ফোস্কা পড়লে তা কখনও ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। ক্ষত যদি গভীর হয় তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
দেখতে বাসমতী, খেতেও সুস্বাদু! ১৮ বছরের গবেষণায় তৈরি নতুন এই চালের গুণ জানলে আর অন্য চাল কিনবেন না
মানসিক চাপে বিধ্বস্ত লাগছে? আর কষ্ট নয়, চাপমুক্ত ও আনন্দময় জীবন পেতে নিয়মিত করুন একটি বিশেষ কাজ
অনলাইনে টাকা লেনদেন করার আগে সব সময় যাচাই করুন তিনটি জিনিস, নইলে নিমেষে ফাঁকা হবে অ্যাকাউন্ট
বাড়ির ব্যালকনিতেই ফলবে টমেটো, বেগুন, লঙ্কা! 'কিচেন গার্ডেনিং' করার সময় মাথায় রাখবেন কোন কোন বিষয়?
ঘরেই রয়েছে অমূল্য ধন, মা-ঠাকুমার আমলের এই বিশেষ পদ্ধতিতে তৈরি খাবার খেলে আর ভুগতে হবে না পেটের সমস্যায়
চরম উত্তেজনার মুহূর্তেও স্নায়ু থাকবে অবিচল! তিনটি কৌশল শিখে নিন, আর কোনও দিন নিয়ন্ত্রণ হারাবেন না
খবরদার! বিছানায় শুয়ে শুয়ে এই কাজটি আর করবেন না! কী মারাত্মক বিপদ ডেকে আনে জানলে শিউরে উঠবেন
পুরুষদের টাকেও গজাবে চুল! অতিপরিচিত এই সবজির বীজ ব্যবহার করেই মাথা ঢাকবে কুচকুচে কালো কেশে
কাপের পর কাপ চা খান? অজান্তেই মহাবিপদ ডেকে আনছেন! অতিরিক্ত চা পানে শরীরে কী প্রভাব পড়ে জানেন?
বিবেকানন্দের প্রিয় গীতার শ্লোক লেখা পোশাকে! কানের মঞ্চে ভারতীয় ঐতিহ্যের জয়গান ঐশ্বর্যের
আব্রাম-তৈমুররাও খায় স্কুলের 'মিড ডে মিল'! তারকাসন্তানদের পাতে কী কী থাকে? জানলে চমকে যাবেন
করুন চোখের পরীক্ষা, এই ছবিতে বিড়াল খুঁজে পেলে বুঝবেন আপনার দৃষ্টি খুব ভাল
ঠিক কতক্ষণ সঙ্গম করলে তৃপ্ত হয় সঙ্গীর শরীর? নয়া গবেষণায় যৌনজীবনে মিলল নতুন দিশা
বুধের চালে আজ থেকে 'মালামাল' ৪ রাশি! যা ছোঁবেন তাই সোনা, গুণে শেষ করতে পারবেন না টাকা
চটজলদি উধাও হলুদ ছোপ, দাঁতের কোণা থেকে দূর হবে ময়লা! এই একটি ফলের গুণেই ঝকঝক করবে হাসি