
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চলছে পরীক্ষার ফল প্রকাশের মরশুম। কেউ সবাইকে চমকে দিয়ে দুর্দান্ত ফল করছেন, কারও ফল আবার ততটাও আশানুরূপ হচ্ছে না। সন্তানের পরীক্ষার ফল আশানুরূপ না হলে বাবা-মায়েদের হতাশ হওয়াও স্বাভাবিক। তবে মনে রাখবেন, আপনার থেকেও আপনার সন্তান হয়তো আরও বেশি হতাশ। এই সময়ে তার সবচেয়ে বেশি প্রয়োজন বাবা-মায়ের সমর্থন ও সঠিক পথের দিশা। এই পরিস্থিতিতে বাবা-মায়েরা কীভাবে সন্তানকে সামলাবেন?
১. সহানুভূতি ও মানসিক সমর্থন: পরীক্ষার ফল খারাপ হলে সন্তানের মানসিক অবস্থা বিপর্যস্ত থাকতে পারে। এই সময়ে তাদের বকাবকি না করে তাদের পাশে দাঁড়ান। তাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন এবং সহানুভূতি দেখান। মনে রাখবেন, আপনার সমর্থন সন্তানের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করবে। তাদের বলুন যে একটি পরীক্ষার ফল জীবনের সবকিছু নয়, ব্যর্থতা থেকেও অনেক কিছু শেখার আছে।
২. খোলামেলা আলোচনা: সন্তানের সঙ্গে শান্তভাবে কথা বলুন। কেন ফল খারাপ হল, তার কারণ খুঁজে বের করার চেষ্টা করুন। পড়াশোনায় কোনও বিশেষ বিষয়ে সমস্যা ছিল কিনা, পরীক্ষার সময়ে কোনও মানসিক চাপ ছিল কিনা, অথবা অন্য কোনও বিষয় তাকে অমনোযোগী করে তুলেছিল কিনা, তা জানার চেষ্টা করুন। খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যার মূল কারণ চিহ্নিত করা সহজ হবে।
৩. ভবিষ্যতের জন্য পরিকল্পনা: অতীতের ব্যর্থতা নিয়ে বেশি আলোচনা না করে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন। সন্তানকে তার লক্ষ্য স্থির করতে সাহায্য করুন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কী কী পদক্ষেপ নেওয়া উচিত, তা একসঙ্গে বসে ঠিক করুন। প্রয়োজনে শিক্ষকের সাহায্য নিতে পারেন। নতুন উদ্যমে পড়াশোনা শুরু করার জন্য তাকে উৎসাহিত করুন।
৪. ইতিবাচক মনোভাব তৈরি: সন্তানের মনে ইতিবাচক মনোভাব জাগিয়ে তোলা অত্যন্ত জরুরি। তাকে বোঝান যে চেষ্টা করলে সবকিছুই সম্ভব। তার ছোট ছোট সাফল্যগুলোর প্রশংসা করুন। এতে সন্তানের আত্মবিশ্বাস বাড়বে এবং সে নতুন করে চেষ্টা করার অনুপ্রেরণা পাবে।
৫. অন্যের সঙ্গে তুলনা নৈব নৈব চ: অন্য কারও সন্তানের সঙ্গে নিজের সন্তানের তুলনা করা একেবারেই উচিত নয়। প্রতিটি শিশুই স্বতন্ত্র এবং তাদের ক্ষমতা ও দুর্বলতা ভিন্ন। তুলনা করলে সন্তানের মনে হীনম্মন্যতা তৈরি হতে পারে, যা তার মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর পরিবর্তে, সন্তানকে তার নিজের উন্নতির দিকে মনোযোগ দিতে উৎসাহিত করুন।
চরম উত্তেজনার মুহূর্তেও স্নায়ু থাকবে অবিচল! তিনটি কৌশল শিখে নিন, আর কোনও দিন নিয়ন্ত্রণ হারাবেন না
খবরদার! বিছানায় শুয়ে শুয়ে এই কাজটি আর করবেন না! কী মারাত্মক বিপদ ডেকে আনে জানলে শিউরে উঠবেন
পুরুষদের টাকেও গজাবে চুল! অতিপরিচিত এই সবজির বীজ ব্যবহার করেই মাথা ঢাকবে কুচকুচে কালো কেশে
কাপের পর কাপ চা খান? অজান্তেই মহাবিপদ ডেকে আনছেন! অতিরিক্ত চা পানে শরীরে কী প্রভাব পড়ে জানেন?
বিবেকানন্দের প্রিয় গীতার শ্লোক লেখা পোশাকে! কানের মঞ্চে ভারতীয় ঐতিহ্যের জয়গান ঐশ্বর্যের
আব্রাম-তৈমুররাও খায় স্কুলের 'মিড ডে মিল'! তারকাসন্তানদের পাতে কী কী থাকে? জানলে চমকে যাবেন
করুন চোখের পরীক্ষা, এই ছবিতে বিড়াল খুঁজে পেলে বুঝবেন আপনার দৃষ্টি খুব ভাল
ঠিক কতক্ষণ সঙ্গম করলে তৃপ্ত হয় সঙ্গীর শরীর? নয়া গবেষণায় যৌনজীবনে মিলল নতুন দিশা
বুধের চালে আজ থেকে 'মালামাল' ৪ রাশি! যা ছোঁবেন তাই সোনা, গুণে শেষ করতে পারবেন না টাকা
চটজলদি উধাও হলুদ ছোপ, দাঁতের কোণা থেকে দূর হবে ময়লা! এই একটি ফলের গুণেই ঝকঝক করবে হাসি
বীভৎস! স্বামীর পুরুষাঙ্গ কেটে ‘মাংসের ঝোল’ রাঁধলেন স্ত্রী! একটি মাত্র ‘ভুল’-এই হাড়হিম কাণ্ডের শিকার হলেন ব্যক্তি
সকালে ঘুম থেকে উঠে এই ৫ ভুল করলেই বারোটা বাজবে লিভারের! অজান্তেই তিলে তিলে শেষ হবে শরীর
অতিরিক্ত মিষ্টি খাওয়ার অভ্যাস? সাবধান! অজান্তে কোন মারণ রোগের দিকে এগোচ্ছেন জানলে আঁতকে উঠবেন
পেট ব্যথা থেকে ডায়রিয়া, কাটাছেঁড়া থেকে দাঁত ব্যথা! আচমকা রোগের কবলে পড়লে এই সব ঘরোয়া টোটকায় পাবেন স্বস্তি
আমসত্ত্বের স্বাদ ভুলছে বাঙালি? আর বাজার থেকে কিনতে হবে না, বাড়িতেই বানিয়ে ফেলুন মা-ঠাকুমার মতো আমসত্ত্ব