বুধবার ২৮ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | হতাশ ভক্তরা, ধোনির অনুপস্থিতিতে ইডেন যেন ভাঙা হাট

Sampurna Chakraborty | ০৬ মে ২০২৫ ০২ : ৫৩Sampurna Chakraborty


সম্পূর্ণা চক্রবর্তী: মঙ্গলবারের পড়ন্ত বিকেলে ইডেনে পা রেখেই শোনা গেল শঙ্খধ্বনি। তার আগে ক্রিকেটের নন্দনকাননে ঢোকার মুখে ভিড়। পোস্টার, পতাকা, ফেস্টুন নিয়ে ভক্তদের অপেক্ষা। তাঁদের সামলাতে ব্যস্ত পুলিশ। চেন্নাই সুপার কিংসের প্র্যাকটিস ছিল সন্ধে ছ'টা থেকে। কিন্তু তার প্রায় দেড় ঘণ্টা আগে থেকেই ইডেন চত্বর জমজমাট। বাইরে সমর্থকদের ভিড়। অসংখ্য লোকজনের আনাগোনা। ঠিক যেমন দেখা গিয়েছিল কেকেআর এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের আগে। কিন্তু যার জন্য এই সকল আয়োজন, সে কই? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। সোমবারের পর মঙ্গলবারও দেখা মিলল না মহেন্দ্র সিং ধোনির। ছিলেন তাঁর ঘনিষ্ঠ রাম বাবু। কিন্তু যাকে কেন্দ্র করে ইডেনে এই সাজ সাজ রব, তিনিই অনুপস্থিত। হাপিত্যেশ শোনা গেল ভক্তদের মুখে। 

বুধবার হয়তো ইডেনে শেষবার খেলবেন ধোনি। তাই সবাই ধরেই নিয়েছিল প্রাক ম্যাচ চূড়ান্ত প্রস্তুতিতে থাকবেন ক্যাপ্টেন কুল। আরও নিশ্চিত হয় যখন সোমবারের প্র্যাকটিসে ইডেন মুখী হননি ধোনি। আদ্যপান্ত পেশাদার একজন ক্রিকেটার ম্যাচের আগের দিন অনুশীলনে গরহাজির থাকবেন এটা কেউ ভাবতে পারেনি। যদিও এদিন ইডেনে পা রাখার পর থেকেই শোনা যাচ্ছিল ধোনি এবং জাদেজা আসবেন না। আগের দিনও দু'জন প্র্যাকটিসে যোগ দেননি। এই তালিকায় ছিলেন স্যাম করনও। কিন্তু মঙ্গল সন্ধেয় দলের সঙ্গে উপস্থিত ছিলেন দু'জন। সবার আগে বাস থেকে নেমে ড্রেসিংরুমে প্রবেশ করেন জাদেজা। কিন্তু সবাইকে অবাক করলেন ধোনি। তাঁকে মোবাইলবন্দি করার জন্য ইডেনের সামনের রাস্তা থেকে সিএবির সিঁড়ি পর্যন্ত দাঁড়ানোর জায়গা ছিল না। মুঠোফোন হাতে মহার্ঘ্য ছবির অপেক্ষায় ছিল ভক্তকুল। কিন্তু একে একে এলেন সকলে। একমাত্র বাদ ধোনি। ইডেন যেন তখন ভাঙা হাট। নিমেষের মধ্যে ভিড় হাওয়া। ধোনিকে দেখার আশায় ক্লাব হাউজের লোয়ার টিয়ারে জমায়েত হয়েছিল সমর্থকের দল। ধোনির না আসার খবর ছড়িয়ে পড়তেই, ইডেন ছাড়লেন সমর্থকরা। 

একটা দল প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। অধিনায়কের বয়স চুয়াল্লিশ ছুঁইছুঁই। ব্যাটে রান নেই। নেতৃত্ব নিয়েও ইদানিং প্রশ্ন উঠছে। কিন্তু তাঁকে একঝলক দেখার জন্য প্রাণপাত করতে রাজি ভক্তরা। কিন্তু প্রায় ৪৮ ঘণ্টা আগে শহরে প্রবেশ করার পরও কেন একবারের জন্যও ইডেনমুখী হলেন না? নিজেকে হোটেল ঘরেই বন্দী রাখলেন? আইপিএলের টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েকঘন্টার মধ্যেই বেঙ্গালুরু এবং চেন্নাই ম্যাচ হাউজফুল হয়ে যায়। কিন্তু ধোনির এহেন আচরণে মাথায় হাত ফ্যানদের। প্রশ্ন একটাই, বুধবার খেলবেন তো? তাহলে কি কোনও চোট-আঘাতের সমস্যা রয়েছে? উদ্বেগ কাটান চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ এরিক সিমন্স। মাহির খেলার বিষয়ে আশ্বস্ত করলেন। সিমন্স বলেন, 'ধোনি ওর পরিস্থিতি সবচেয়ে ভাল জানে এবং বোঝে। ও নিজে কোন অবস্থার আছে সেটা ভাল করে জানে। টুর্নামেন্টের শুরুতে ও প্রচণ্ড পরিশ্রম করে। ওর কোনও সমস্যা নেই। কেকেআরের বিরুদ্ধে পাওয়া যাবে।' ঋতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ার পর নেতৃত্বের ব্যাটন‌ ফের ধোনির হাতে ওঠে। কিন্তু চেন্নাইয়ের বোলিং কোচ জানিয়ে দিলেন, বরাবরই দলের অলিখিত অধিনায়ক ধোনি। ক্রিকেটারের পাশাপাশি মানুষ ধোনিরও প্রশংসা করে। সিমন্স বলেন, 'সবাই এমএস ধোনিকে ক্রিকেটার হিসেবে দেখে। কিন্তু মানুষ হিসেবেও ও দারুণ। দলের ওপর প্রচুর প্রভাব রয়েছে। তরুণ ক্রিকেটারদের সাহায্য করে। মাঠে ও শেষ কথা। অধিনায়ক থাকুক বা না থাকুক, ও সবসময় দলকে সাহায্য করার জন্য তৈরি। সেটা দল বাছাই থেকে শুরু করে ম্যাচের স্ট্র্যাটেজি। ও দলের সমস্ত আলোচনা এবং সিদ্ধান্তে থাকে। ধোনির উত্তরসূরি হওয়া সহজ নয়।' মাঠে না এসেও কলকাতার মনে ধোনি। ইডেন ধোনিময়। বুধবার আরও একবার হলুদ ইডেনের অপেক্ষায় থাকবে সকলে। হয়তো শেষবারের মতো। 


MS DhoniKolkata Knight RidersChennai Super KingsEden GardensIPL 2025

নানান খবর

নানান খবর

রেকর্ডের হ্যাটট্রিক কোহলির, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনুষ্কার ভিডিও

অবশেষে ফিরলেন রানে, ঐতিহাসিক শতরানের পর মাঠেই ডিগবাজি পন্থের

টসে একী কাণ্ড! পন্থদের বিরুদ্ধে মারাত্মক ভুল করে বসলেন কোহলিদের অস্থায়ী নেতা

পাঞ্জাবের কাছে হারের পর হার্দিককে তুলোধোনা, কেন এতো চটলেন বীরু?

চেন্নাইয়ের সবচেয়ে জঘন্য আইপিএল, এখনও মন কাঁদে অশ্বিনের

ইংল্যান্ড সিরিজ নয়, রাহুলের মাথায় টি-২০ বিশ্বকাপের ভাবনা

'কোথায় এমন লেখা আছে?,' কেকেআর অধিনায়ককে তুলোধোনা বীরুর

আইপিএলের এলিট তালিকায় কোহলিকে ছুঁয়ে ফেলার হাতছানি, দ্বিতীয় প্লেয়ার হিসেবে এই নজির গড়বেন রোহিত

'ও কি আদৌ ফিট?' ধোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনাকে ঘিরে তুলকালাম

সোশ্যাল মিডিয়া