
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্কঃ ফ্যাশন জগতের সবথেকে বড় অনুষ্ঠান মেট গালা। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে বসেছে এই আসর। প্রতিবারের মতো এবারও হলিউড, বলিউড তো বটেই, গোটা দুনিয়ার ফ্যাশন জগতের তাবড় তারকাদের এক ছাদের নিচে দেখা মিলেছে। তবে যত বড় তারকাই হোক না কেন, মেট গালার মঞ্চে প্রবেশ থেকে শুরু করে 'আফটার পার্টি', সব জায়গাতেই মেনে চলতে হয় বেশ কিছু নিয়ম। মেট গালা ২০২৫-এও তেমনই নিয়ম বেঁধে দেওয়া হয়েছে।
* গালায় আমন্ত্রিত সব তারকার জন্য থাকে নির্দিষ্ট চেয়ার। ৭৫ হাজার ডলার দেওয়ার পরেও কিন্তু তারকারা নিজেদের আসন নির্বাচন করতে পারেন না। আমন্ত্রিত অতিথিদের জন্য চেয়ার থাকে নির্দিষ্ট। সেই চেয়ার সরিয়ে নিয়ে অন্য কোথাও বসারও নিয়ম নেই।
* তারকারা আসন কিনলেও আসন বাছতে পারেন না। কে, কোথায় বসবেন, তা ঠিক করে দেন মেট গালা কর্তৃপক্ষই। এক্ষেত্রে কোনও দম্পতিকে পাশাপাশি বসতে দেওয়া হয় না। এমনকী আসন নির্বাচন করার সময় সেলেবদের পারস্পরিক সম্পর্কও দেখে নেওয়া হয়।
* আভিজাত্যের আসর মেট গালায় যাতে কোনও কিছুই বাধা না হতে পারে, সে ব্যবস্থা থাকে পুরোদমে। যা খাবারের ক্ষেত্রেও প্রযোজ্য। মেট গালায় উপস্থিত তারকাদের জন্য বানানো খাবারে দুর্গন্ধ ছড়াতে পারে, এমন খাবার একেবারে নিষিদ্ধ। এই কারণেই পেঁয়াজ, রসুন, পার্সলে-মেট গালার ডিনারের মেনু থেকে সম্পূর্ণ বাদ এই তিন জিনিস।
* মেট গালায় ধূমপানের সুযোগ থাকে না। তবে ধূমপান যতটা না গন্ধের জন্য, তার চেয়ে বেশি সাবধানতার জন্য। মেট গালায় দামি পোশাক পরে তারকারা হাজির হন। অনেকের পোশাক তৈরি হয় দাহ্য উপাদান দিয়ে। তাছাড়া মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে থাকা জিনিসপত্রের যেন ক্ষতি না হয়, সবকিছু ভেবেই ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।
* মেট গালার রেড কার্পেটে হাই প্রোফাইল তারকাদের দেখা যায়। তারপরেও কিন্তু সমাজ মাধ্যমে তাঁদের কোনও ছবি, ভিডিওর দেখা মেলে না। এর অন্যতম কারণই হল কর্তৃপক্ষের কঠোর ‘নো ফোন’ পলিসি। মেট গালায় প্রাইভেট ট্যুর, ডিনার ও রেড কার্পেটে পারফরম্যান্সের ছবি বা ভিডিও নেওয়ার অনুমতি নেই। এমনকী সেলফি তোলাও মানা। তবে তারকাদের অনেক সময় শৌচাগারে সেলফি তুলে পোস্ট করতে দেখা গিয়েছে।
* মেট গালার প্রতিটি আসরের জন্য নির্দিষ্ট থিম থাকে। সেই থিম অনুযায়ী পোশাক নির্বাচন করতে হয়। এ বছরের থিম নির্ধারিত হয়েছে ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। যে ডিজাইনারের পোশাকই বানানো হোক না কেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তা পরা একেবারে নিষিদ্ধ।
দেখতে বাসমতী, খেতেও সুস্বাদু! ১৮ বছরের গবেষণায় তৈরি নতুন এই চালের গুণ জানলে আর অন্য চাল কিনবেন না
মানসিক চাপে বিধ্বস্ত লাগছে? আর কষ্ট নয়, চাপমুক্ত ও আনন্দময় জীবন পেতে নিয়মিত করুন একটি বিশেষ কাজ
অনলাইনে টাকা লেনদেন করার আগে সব সময় যাচাই করুন তিনটি জিনিস, নইলে নিমেষে ফাঁকা হবে অ্যাকাউন্ট
বাড়ির ব্যালকনিতেই ফলবে টমেটো, বেগুন, লঙ্কা! 'কিচেন গার্ডেনিং' করার সময় মাথায় রাখবেন কোন কোন বিষয়?
ঘরেই রয়েছে অমূল্য ধন, মা-ঠাকুমার আমলের এই বিশেষ পদ্ধতিতে তৈরি খাবার খেলে আর ভুগতে হবে না পেটের সমস্যায়
চরম উত্তেজনার মুহূর্তেও স্নায়ু থাকবে অবিচল! তিনটি কৌশল শিখে নিন, আর কোনও দিন নিয়ন্ত্রণ হারাবেন না
খবরদার! বিছানায় শুয়ে শুয়ে এই কাজটি আর করবেন না! কী মারাত্মক বিপদ ডেকে আনে জানলে শিউরে উঠবেন
পুরুষদের টাকেও গজাবে চুল! অতিপরিচিত এই সবজির বীজ ব্যবহার করেই মাথা ঢাকবে কুচকুচে কালো কেশে
কাপের পর কাপ চা খান? অজান্তেই মহাবিপদ ডেকে আনছেন! অতিরিক্ত চা পানে শরীরে কী প্রভাব পড়ে জানেন?
বিবেকানন্দের প্রিয় গীতার শ্লোক লেখা পোশাকে! কানের মঞ্চে ভারতীয় ঐতিহ্যের জয়গান ঐশ্বর্যের
আব্রাম-তৈমুররাও খায় স্কুলের 'মিড ডে মিল'! তারকাসন্তানদের পাতে কী কী থাকে? জানলে চমকে যাবেন
করুন চোখের পরীক্ষা, এই ছবিতে বিড়াল খুঁজে পেলে বুঝবেন আপনার দৃষ্টি খুব ভাল
ঠিক কতক্ষণ সঙ্গম করলে তৃপ্ত হয় সঙ্গীর শরীর? নয়া গবেষণায় যৌনজীবনে মিলল নতুন দিশা
বুধের চালে আজ থেকে 'মালামাল' ৪ রাশি! যা ছোঁবেন তাই সোনা, গুণে শেষ করতে পারবেন না টাকা
চটজলদি উধাও হলুদ ছোপ, দাঁতের কোণা থেকে দূর হবে ময়লা! এই একটি ফলের গুণেই ঝকঝক করবে হাসি