
বুধবার ২৮ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক : লোকসভায় ফিরে এল ২২ বছর আগে সংসদে হামলার স্মৃতি। লোকসভার গ্যালারি থেকে চেম্বারে ঝাঁপিয়ে পড়লেন দুই যুবক। সংসদের নিরাপত্তা নিয়ে ফের উঠে গেল বড়সড় প্রশ্নচিহ্ন। দুই যুবক লোকসভায় "রং বোমা" ছোড়ার চেষ্টা করেন। দুজনকেই আটক করেছে পুলিশ।