বৃহস্পতিবার ২৯ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: ৮৭-তেও তরতাজা যুবক ধর্মেন্দ্র! কোন ছবিতে বডি ডাবল’ ছাড়াই অ্যাকশন করলেন?

Reporter: শ্যামশ্রী সাহা | লেখক: উপালি মুখোপাধ্যায় | Editor: শ্যামশ্রী সাহা ২০ এপ্রিল ২০২৪ ০৫ : ৩৯


আরও একবার চর্চায় ধর্মেন্দ্র। চর্চায় ৮৭ বছর বয়সে অ্যাকশন করার জন্য। সৌজন্যে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ষষ্ঠ পরিচালনা ‘অগ্নিযুগ দ্য ফায়ার’। স্বাধীনতা সংগ্রামীদের জীবন নিয়ে ছবি বানাচ্ছেন প্রবীণ তারকা অভিনেতা। সেখানে ধর্মেন্দ্র লালা লাজপৎ রাই। আজকাল ডট ইনকে বিশ্বজিৎ নিজে জানিয়েছেন, ছবিতে ‘বডি ডাবল’ ছাড়াই অ্যাকশনে অংশ নিয়েছেন। এখবর জেনে বাবার শুটিং দেখতে এসেছিলেন ধর্মেন্দ্রর ছোট ছেলে ববি দেওল। এখানেই শেষ নয়। ছবিতে ‘রবীন্দ্রনাথ ঠাকুর’-এর ভূমিকায় অভিনয় করছেন অনুপম খের। শুটের আগে তিনি বেশ কিছুদিন বোলপুরে থেকে গিয়েছেন। বিশ্বকবিকে খুঁটিয়ে জেনেছেন। তারপর ক্যামেরার মুখোমুখি হয়েছেন। 

নতুন পরিচালক নিজে ধর্মেন্দ্রর এই অধ্যবসায় দেখে মুগ্ধ। বলেছেন, ‘‘আমার কাছে পুরো আত্মসমর্পণ করে ও। বলেছে, দাদা আমি তো লাজপৎ রাইকে দেখিনি। তুমি যেভাবে বলবে আমি সেভাবে চরিত্র ফুটিয়ে তুলব। এই আত্মসমর্পণ এযুগের অভিনেতাদের মধ্যে দেখা যায় না। তাঁরা নিজেদের মতো করে চরিত্রে অভিনয় করেন।’’ ধর্মেন্দ্র সে পথে হাঁটেননি। উল্টে সোজা জানিয়ে দিয়েছেন, ‘বডি ডাবল’ নিয়ে অ্যাকশনে অংশ নেবেন না। নিজেই যা পারেন করবেন।

একই অধ্যবসায় দেখা গিয়েছে অনুপম খেরের মধ্যেও। তিনিও কবিগুরুকে চেনার চেষ্টা করেছেন পরিচালকের চোখ দিয়ে। পরিচালকের মতে, রবীন্দ্রনাথ ঠাকুর সরাসরি রাজনীতিক ছিলেন না। কিন্তু রাজনীতিমনস্ক ছিলেন। সেই জায়গা থেকেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তিনি ইংরেজদের দেওয়া ‘নাইট’ উপাধি ত্যাগ করেছিলেন। এও জানিয়েছেন, এই ধরনের ছবি বানানো প্রচণ্ড পরিশ্রমের। প্রচুর গবেষণা করতে হচ্ছে। ভীষণ স্পর্শকাতর বিষয়। হয়তো সমালোচিতও হবেন। তবু চেষ্টার কসুর করছেন না। প্রবীণ তারকা অভিনেতা নিজের চোখে গান্ধীজিকে দেখেছন। দেখেছেন, কীভাবে অত্যাচারিত হয়েছেন ভারতবাসীরা। কলকাতার রাস্তায় ট্যাঙ্ক চলতে দেখেছেন। এই সব স্মৃতি তাঁকে ছবি বানাতে উদ্বুদ্ধ হয়েছেন। বিশ্বজিৎ স্বপ্ন দেখেন, তাঁর ছবি দেখে ভারতকে জানবে আগামী প্রজন্ম। স্বাধীনতা আন্দোলনের কথা। স্বাধীনতা সংগ্রামীদের জীবন।

পরিচালকের আফসোস, এমন অনেক বিপ্লবী আছেন যাঁদের কেউ চেনেন না। যাঁদের নিঃস্বার্থ আত্মবলিদান দেশ মনে রাখেনি। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সেই সব স্বাধীনতাসংগ্রামীদের বিস্মৃতি থেকে তুলে আনতে চান। এই ভাবনা থেকেই তৈরি হচ্ছে অগ্নিযুগ। যা এই বছরের শেষে বা সামনের বছর প্রেক্ষাগৃহে সম্ভবত মুক্তি পাবে।






নানান খবর

নানান খবর

প্রতীকের পথেই হাঁটলেন রত্নপ্রিয়া, কোন নায়কের সঙ্গে জুটি বেঁধে জি বাংলায় ফিরছেন অভিনেত্রী?

'এত কৈফিয়ৎ কেন দেব?'-'হাউজফুল ৫'-এ পারিশ্রমিক নিয়ে প্রশ্ন ওঠায় রাগে ফুঁসে উঠে কী বললেন অক্ষয় কুমার?

সব জল্পনার অবসান ঘটিয়ে 'পাচক মশাই'-এর কাছে ফিরল 'কথা', এবার বাড়বে কি টিআরপি?

‘ছোটি বাচ্চি হ্যায় কেয়া?’ ‘হাউসফুল ৫’-এ টাইগারের মিম সংলাপে জ্যাকির ছক্কা! দেখেশুনে কী বলল নেটপাড়া?

‘পুষ্পক’-এ বাজতে পারত ‘রায়বাঁশি’! কীভাবে একটুর জন্য ফস্কে গিয়েছিল ছবিতে সত্যজিৎ-যোগ? প্রথমবার জানালেন কমল হাসান!

‘হেরা ফেরি ৩’ চিত্রনাট্য-ই হাতে পাননি পরেশ রাওয়াল? অক্ষয়ের উদ্দেশ্যে ‘বাবু ভাইয়া’র আইনজীবীদের পাল্টা কী কী অভিযোগ?

৭৫ বছর বয়সেও জিমে 'হার্ডকোর' রাকেশ রোশন! বাবার কীর্তি দেখে এ কী বলে বসলেন হৃতিক?

‘তুই জানিস কাট্টা কি?’— শাহরুখের প্রেমের পথে বন্দুকের হুমকি দিয়েছিলেন গৌরীর পরিবারের কোন সদস্য?

রণবীর-দীপিকা বিয়ে করুক চাইতেন শ্যাম্মি কাপুর! কেন ‘পিকু’কে কাপুর-ঘরণী করতে চাইতেন তিনি?

'ও তো খুব দুষ্টু..'-তাব্বুকে চুমু খেতে গিয়ে কী অবস্থা হয়েছিল ঈশান খট্টরের? লজ্জা ভুলে কী বললেন অভিনেতা?

Breaking: সলমন রুশদির ভয়ঙ্কর ছুরি-কাণ্ড এবার মঞ্চে! কৌশিক সেনের পরিচালনায় বিখ্যাত সাহিত্যিকের চরিত্রে নাসিরুদ্দিন?

সাহসের কাছে হার মানে জটিল বাস্তবও, ‘অঙ্ক কি কঠিন’ দেখায় সেই সাহসের সরলরেখা

‘...বিনোদ মেহরারর কন্ট্রোল আমার হাতে!’— রেখার হিংসে, অস্বস্তি আর আচরণ নিয়ে বিস্ফোরক মৌসুমী চট্টোপাধ্যায়!

আর ছলচাতুরি নয়, এবার ইতিহাসের গল্প বলবেন অরিজিতা! স্টার জলসার 'রাণী ভবানী'তে কোন চরিত্রে আসছেন অভিনেত্রী?

‘বাচ্চাকে খাওয়াতেও পারতাম না’— কোন মারাত্মক অসুখে আক্রান্ত জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী প্রিয়া মোহন?

সোশ্যাল মিডিয়া