
সোমবার ২৬ মে ২০২৫
বীরেন ভট্টাচার্য, দিল্লি: লোকসভা নির্বাচনের আগে বিজেপির লক্ষ্য প্রচার, প্রচার আর প্রচার। যত বেশি সম্ভব এবং যতরকমভাবে সম্ভব, প্রচারের মাধ্যম বাড়ানোর ওপর জোর দিয়েছে কেন্দ্রের শাসক দল। আর সেই কারণেই এবার পঞ্চায়েত স্তরেও মুখপাত্র নিয়োগ করতে চলেছে গেরুয়া শিবির। দলীয় সূত্রের খবর, দৈনিক সকাল ১০টা-১১টা থেকে সন্ধ্যা ৫-৬টা পর্যন্ত গ্রামে গ্রামে গিয়ে মোদি সরকারের বিভিন্ন কাজের কথা সাধারণ মানুষকে বলবেন এবং প্রচার করবেন পঞ্চায়েতস্তরের মুখপাত্ররা। পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষ কেন্দ্রীয় সরকারের কোনও কাজকর্ম নিয়ে অভাব,অভিযোগ জানালে তাও দলীয় নেতৃত্বকে পৌঁছে দেবেন তাঁরা।
দল এবং সাধারণ ভোটারদের মধ্যে সমন্বয়ের জন্য ইতিমধ্যেই দেশজুড়ে মিডিয়া ওয়ার্কশপ শুরু করেছে বিজেপি। সেই ওয়ার্কশপেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পঞ্চায়েতস্তরের মুখপাত্রদের। দলের দেওয়া প্রশিক্ষণ নিয়েই তাঁরা ঝাঁপিয়ে পড়বেন প্রচারের কাজে। দলের জাতীয় মুখপাত্র অজয় অলোক জানিয়েছেন, "এই প্রথমবার, আমরা পঞ্চায়েতস্তরে মুখপাত্র নিয়োগ করতে চলেছি, যাতে তাঁরা গ্রামাঞ্চলের সাধারণ মানুষের সামনে মোদি সরকারের কাজ তুলে ধরতে পারেন।" ইতিমধ্যেই বিহারে এই ধরণের দুটি ওয়ার্কশপ হয়েছে। এই ওয়ার্কশপে উপস্থিত ছিলেন রাজ্য স্তরের মুখপাত্র, জেলা, বিভিন্ন মোর্চার মুখপাত্ররা। এছাড়াও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতিরা উপস্থিত ছিলেন। অবিজেপি শাসিত রাজ্যগুলিতে একজন করে কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন বলে বিজেপি সূত্রের খবর। এই ওয়ার্কশপে রাজ্য, জেলা এবং পঞ্চায়েতস্তরের মুখপাত্রদের মোদি সরকারের বিভিন্ন কাজ নিয়ে বেশি করে গ্রামাঞ্চলে এবং একবারে তৃণমূলস্তরে তুলে ধরার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে, ৩৭০ ধারা প্রত্যাহার, রাম মন্দির নির্মাণে বিজেপির ভূমিকা, মহিলাদের ক্ষমতায়নের ওপর প্রচারে জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
দলের নেতাদের বক্তব্য, মোদি সরকারের গত ১০ বছরে অনেক কাজ রয়েছে। সেগুলির মধ্যে মুখপাত্রদের অন্তত ৫টি করে কাজ হাতের নাগালের মধ্যে বিস্তারিত তথ্য সহ জেনে রাখতে বলা হয়েছে। যাতে তাঁরা কোনও টেলিভিশন চ্যানেল অথবা যে কোনও বিতর্কে অত্মবিশ্বাসের সঙ্গে সরকারের কথা তুলে ধরতে পারেন। বিনা প্রয়োজনে বিরোধী দলের মুখপাত্রদের বিতর্কে জড়ানো থেকে মুখপাত্রদের বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। দলীয় নেতাদের কথায়, "লোকসভা নির্বাচনের সময়, মূল নজর থাকবে জাতীয় ইস্যুগুলিতে। তবে রাজ্যস্তরেও আমাদের সরকার ভাল কাজ করছে। সেগুলিও তুলে ধরা প্রয়োজন।"
ঠিকানা ভুল দেওয়ায় রেগে কাঁই, গ্রাহককে বেধড়ক মার ডেলিভারি বয়ের, বেঙ্গালুরুর ঘটনায় চাঞ্চল্য
আসন্ন জুনে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, মাসের দ্বিতীয় সপ্তাহে টানা তিন দিন ছুটি, দেখুন তালিকা
'সঙ্গীনী'র সঙ্গে ছবি ভাইরাল! এরপরই কড়া পদক্ষেপ লালুর, বড় ছেলে তেজপ্রতাপকে দল থেকে বহিষ্কার
বন্ধুর মার্কশিট চুরি, তাঁর নামেই সরকারি হাসপাতালে ডাক্তারি! রোগীর মৃত্যুতে বেরিয়ে এল যুবকের সব কুকীর্তি
‘অপারেশন সিঁদুর’ বদলে যাওয়া ভারতের প্রতিচ্ছবি, ‘মন কি বাত’ অনুষ্ঠানে বিশ্বকে বার্তা প্রধানমন্ত্রীর
'কলা দেব, আয়', লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, হাড়হিম কাণ্ড এই রাজ্যে
বাবার ক্যানসার, রিপোর্ট পেয়েই মুষড়ে পড়ল গোটা পরিবার, সেই রাতেই একসঙ্গে চরম পদক্ষেপ
বুদ্ধি ‘চুরি’ করতে মানুষের ঘিলু খেয়ে নিতেন, উত্তরপ্রদেশের মগজখেকোর দ্বিতীয় যাবজ্জীবন
বায়ুসেনার গুরুত্বপূর্ণ তথ্য পাচার! পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গুজরাটে গ্রেপ্তার স্বাস্থ্যকর্মী
গাছের নীচে নিশ্চিন্তে ঘুম, হঠাৎ হুড়মুড়িয়ে পড়ল পাঁক-কাদার স্তূপ, পুরকর্মীর ভুলে মর্মান্তিক পরিণতি যুবকের
'ভারতের আত্মরক্ষার অধিকার আছে', 'অপারেশন সিঁদুর' নিয়ে দিল্লিকে সমর্থন জার্মানির, ইসলামাবাদ শুধুই দর্শক!
মিষ্টিতেও মুছল 'পাক' শব্দ, জয়পুরের আইকন 'মাইসোর-পাক' এখন অতীত, বদলে কী হল সেই মিষ্টির নাম?
পাক অর্থমনীতির দফারফা করতে আদাজল খেয়ে ঝাঁপালো নয়াদিল্লি! নজিরবিহীন কোন পদক্ষেপের পথে ভারত?
মন্দির চত্বরেই নমাজ পড়ছেন যুবক! ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক
লাল গাড়িতে নাচতে নাচতে বাড়ি ফিরছে গণধর্ষণে অভিযুক্ত, মানবতার হাহাকার কর্ণাটকে