
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: বক্স অফিসে একের পর এক প্রশংসিত পারফরম্যান্সের পর এবার একেবারে মূলধারার হিন্দি ছবিতে পা রাখছেন বিক্রান্ত ম্যাসি। ‘ডন ৩’-এ রণবীর সিংয়ের বিপরীতে নেগেটিভ চরিত্রে দেখা যাবে তাঁকে—এবং এখান থেকেই শুরু হচ্ছে বলিউডে তাঁর নতুন ইনিংস।
খবর, বহুল প্রতীক্ষিত ‘ডন ৩’ অবশেষে শুটিং শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বরেই। পরিচালক ফারহান আখতার শেষ পর্যায়ে রয়েছেন তাঁর ছবি ‘১২০ বাহাদুর’-এর কাজে। রণবীর সিং-ও ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’-এর বড় একটি অংশের শুটিং। সব মিলিয়ে ফ্লোরে নামার জন্য প্রস্তুত টিম ডন ৩।আর এই প্রথম শিডিউলেই হাজির হবেন বিক্রান্ত ম্যাসি। সূত্রের দাবি, দিন ৩ তে বিক্রান্তের চরিত্রটি ‘নেগেটিভ শেড’-এর—অর্থাৎ রণবীরের ডনের সামনে তিনিই হতে পারেন সবচেয়ে ভয়ংকর চ্যালেঞ্জ!
অন্যদিকে, বিক্রান্তের এই ডন ডিউটির জন্যই আপাতত পিছিয়ে যাচ্ছে ‘দোস্তানা ২’। সেই সিনেমার শুটিং এখন স্থগিত, কারণ বিক্রান্তের শিডিউল পুরোপুরি চলে যাচ্ছে ‘ডন ৩’-এর দিকে। সম্প্রতি জানা গিয়েছে, বহু বছর বন্ধ হয়ে পড়ে থাকা ‘দোস্তানা ২’ প্রজেক্টটি আবার শুরু হচ্ছে। সেখানে মূল কাস্ট থেকে কিল ছবিখ্যাত লক্ষ্য থাকছেন, আর কার্তিক আরিয়ানের জায়গায় থাকছেন বিক্রান্ত ম্যাসি। অন্যদিকে, জাহ্নবী কাপুরের বদলে নেওয়া হতে পারে দক্ষিণী সুন্দরী শ্রীলীলাকে।
তবে ‘ডন ৩’-এ আর থাকছেন না কিয়ারা আদবানি। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার কারণে সরে দাঁড়িয়েছেন তিনি, আর তাঁর জায়গা নিতে চলেছেন কৃতি স্যানন। সূত্র বলছে, এক্সেল এন্টারটেনমেন্ট-এর ক্রিয়েটিভ টিম এমন এক অভিজ্ঞ অভিনেত্রী খুঁজছিলেন যাঁর স্ক্রিন প্রেজেন্স আছে—আর কৃতি সেই জায়গায় একেবারে পারফেক্ট ম্যাচ।” প্রসঙ্গত, ‘ডন ৩’ প্রথম ঘোষণা হয়েছিল ২০২৩ সালে, যেখানে রণবীর সিংয়ের লুক রিভিল করে এক বিশেষ ভিডিও দিয়েই সমাজমাধ্যমে বিতর্কের সূত্রপাত করে ফারহানেরপ্রযোজনা সংস্থা।
একদিকে রণবীর, অন্যদিকে বিক্রান্ত—‘ডন ৩’-এর প্রথম শিডিউলেই ধুন্ধুমার অ্যাকশন নিশ্চিত! আর যেভাবে ভিক্রান্ত চরিত্র বদলে অভিনয়ের নতুন পরিসরে যাচ্ছেন, তাতে বলা যায়—এই সিনেমা হতে চলেছে তাঁর কেরিয়ারের বড় মোড়। এখন শুধু অপেক্ষা সেপ্টেম্বরের…
মা-বাবার জন্য স্বাস্থ্যবিমা কিনছেন? মিলবে কর-ছাড় সুবিধা, জানুন বিস্তারিত
সন্তানের সুরক্ষিত ভবিষ্যৎ চাইছেন? মাসে ১০০০ টাকা করে জমালেই মিলবে এক কোটির বেশি
আর বেশি দিন নয়, এবার আপনার বাড়ির ডিজিটাল আইডি চালু হতে চলেছে
করদাতাদের জন্য বিরাট সুখবর, বড় ঘোষণা করল আয়কর বিভাগ
পোস্ট অফিসে টাকা জমাচ্ছেন? ভুলেও এই ভুল করবেন না, সুদের হার ২.৭ শতাংশ কমে যাবে!
ভরসা এআই! একলপ্তে আট হাজার কর্মী ছাঁটাই প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থার
কম টাকাতেই হবে স্বপ্নপূরণ, হাতে পাবেন এই বাইক
মহাকুম্ভে বিরাট লাভ করলেন কারা, নাম জানলে চোখ কপালে উঠবে
আপনার হাতে রয়েছে এসআইপি-র শক্তি, কামাল করবে ৬ হাজার টাকা
আপনার আয় কত হলে ভারতে আয়কর রিটার্ন দাখিল করতে হবে? জেনে নিন
আধার কার্ড হারিয়েছে? চিন্তা নেই, সহজেই মিলবে আধার নম্বর! জেনে নিন কীভাবে?
প্রতিদিন ১০০ টাকা করে জমান, পাঁচ বছর পর মিলবে দু'লাখের বেশি, জানুন পোস্ট অফিসের এই প্রকল্প সমন্ধে
হোম লোনে বাঁচাতে পারেন ২০ লাখ টাকা, কীভাবে পরিকল্পনা করবেন দেখে নিন
‘ইক্কিস’-এ সেনা হয়ে বড়পর্দায় অগস্ত্য, ইনস্টা-স্টোরিতে পাশে সুহানা! প্রেমগন্ধে জমে উঠল সিনে-মহল
প্রতি মাসে মাত্র ৪৮০০ টাকা জমালেই হবেন কোটিপতি, কীভাবে? জেনে নিন
প্রতি মাসে পেনশন পাবেন ৬০ হাজার টাকা, বিনিয়োগ করতে হবে এখানেই