
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নিজের একটা বাইক থাকবে আর সেটা নিয়ে কাজে যাবেন আপনি। এটা সকলেই ভেবে থাকেন। তবে বাইকের যে দাম রয়েছে তাতে অনেকেই বাইক কিনে নিজের স্বপ্নকে পূরণ করতে পারেন না। আর এখানেই সকলের জন্য এল বিরাট অফার।
বেঙ্গালুরুর একটি স্টাটআপ প্রতিষ্ঠান জেনো তৈরি করেছে বিশেষ বাইক। এটি একটি ব্যাটারিচালিত বাইক। দামও প্রায় সকলের নাগালের মধ্যে। মাত্র ৬৪ হাজার দিলেই আপনি পেয়ে যেতে পারেন নতুন এই বাইকটি। এটি একটি ১০০ থেকে ১৫০ সিসি বাইক। দেখতেও সকলের থেকে একেবারে আলাদা। নজরে এলেই মনে হবে কিনে নিয়ে বাড়ি চলে যাই।
এটি দেখতে অনেকটা হিরো স্পেলন্ডার এবং হন্ডা সাইনের মতো। তবে সকলকে অবাক করে দিয়েছে এই নতুন বাইকের প্রতিষ্ঠানটি। এত সস্তা বাইক নিয়ে এসে এরা সকলের মন জয় করে নিয়েছে।
এর সিইও জানিয়েছেন, এটি নতুন যুগের একটি বাইক। যেখানে গ্রাহকরা অতি কম দামে একে কিনে নিয়ে ঘরে যেতে পারবেন। এর ওজন ২৫০ কেজি। ফলে যে কেউ একে চালাতে পারবেন। এতে যে ব্যাটারি লাগানো রয়েছে সেটি ১০০ কিলোমিটার পর্যন্ত চলবে। এই বাইকটি সর্বোচ্চ ৯৫ কিমি পর্যন্ত স্পিড তুলতে পারে।
ভারতের বাজারে এই ধরণের একটি ইকো সিস্টেমযুক্ত বাইক এই প্রথম এসেছে। এর আগে যেগুলি এসেছে সেগুলি দেখতে অনেকটা স্কুটির মতো। তবে একে দেখলে একেবারেই সেটা মনে করার উপায় নেই। দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে ইলেকট্রিক বাইকের চার্জিং পয়েন্ট বাড়ছে তাতে এই ধরণের বাইক আগামীদিনে নতুন দিশা দেখাবে সেকথা বলার অপেক্ষা রাখে না। বাজারে এটি এত কম দামে পেলে গ্রাহকদের বাড়তি সুবিধা হবে।
মা-বাবার জন্য স্বাস্থ্যবিমা কিনছেন? মিলবে কর-ছাড় সুবিধা, জানুন বিস্তারিত
সন্তানের সুরক্ষিত ভবিষ্যৎ চাইছেন? মাসে ১০০০ টাকা করে জমালেই মিলবে এক কোটির বেশি
আর বেশি দিন নয়, এবার আপনার বাড়ির ডিজিটাল আইডি চালু হতে চলেছে
করদাতাদের জন্য বিরাট সুখবর, বড় ঘোষণা করল আয়কর বিভাগ
পোস্ট অফিসে টাকা জমাচ্ছেন? ভুলেও এই ভুল করবেন না, সুদের হার ২.৭ শতাংশ কমে যাবে!
ভরসা এআই! একলপ্তে আট হাজার কর্মী ছাঁটাই প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থার
মহাকুম্ভে বিরাট লাভ করলেন কারা, নাম জানলে চোখ কপালে উঠবে
আপনার হাতে রয়েছে এসআইপি-র শক্তি, কামাল করবে ৬ হাজার টাকা
আপনার আয় কত হলে ভারতে আয়কর রিটার্ন দাখিল করতে হবে? জেনে নিন
আধার কার্ড হারিয়েছে? চিন্তা নেই, সহজেই মিলবে আধার নম্বর! জেনে নিন কীভাবে?
প্রতিদিন ১০০ টাকা করে জমান, পাঁচ বছর পর মিলবে দু'লাখের বেশি, জানুন পোস্ট অফিসের এই প্রকল্প সমন্ধে
হোম লোনে বাঁচাতে পারেন ২০ লাখ টাকা, কীভাবে পরিকল্পনা করবেন দেখে নিন
‘ইক্কিস’-এ সেনা হয়ে বড়পর্দায় অগস্ত্য, ইনস্টা-স্টোরিতে পাশে সুহানা! প্রেমগন্ধে জমে উঠল সিনে-মহল
প্রতি মাসে মাত্র ৪৮০০ টাকা জমালেই হবেন কোটিপতি, কীভাবে? জেনে নিন
প্রতি মাসে পেনশন পাবেন ৬০ হাজার টাকা, বিনিয়োগ করতে হবে এখানেই