
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নাবালিকার বিয়ে রুখতে হুলস্থূল কাণ্ড হাওড়ার জগৎবল্লভপুরে। আক্রান্ত হতে হল পুলিশকে। ছেলের বাড়ির লোকজনেদের হাতে পুলিশ আক্রান্ত হয়ে বলে অভিযোগ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকার গোয়ালপোতায়। ছেলের বাড়িতে পুলিশ বিয়ে আটকাতে গেলে ছেলের মা জগৎবল্লভপুর থানার এক মহিলা কনস্টেবলকে বঁটি নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ ওঠে। পুলিশের উপর হামলার অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে আমতা থানা এলাকার বাসিন্দা ১৬ বছরের ওই নাবালিকা বিয়ের প্রস্তুতি চালাচ্ছিল ছেলের পরিবারের। গোয়ালপোতায় এক নাবালিকার বিয়ের আয়োজন চলছে, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এই খবর পায় জগৎবল্লভপুর থানার পুলিশ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা এসে উপস্থিত হন। বিয়ের আসরে পুলিশ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে ছেলের বাড়ির লোকজন। তাঁরা মারমুখি হয়ে পুলিশের ওপর চড়াও হন বলে অভিযোগ। এমনকি থানার এক মহিলা কনস্টেবলের ওপর ছেলের মা সুমিত্রা প্রামাণিক বঁটি নিয়ে চড়াও হন। অল্পের জন্য সেই কনস্টেবল পালিয়ে বাঁচেন। এই ঘটনার পর পুলিশ আর ঝুঁকি নিতে চাইনি। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয়। উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পাত্র সন্দীপ প্রামানিক (২২)-সহ ছেলের মা ও বাবাকে আটক করা হয়। ছেলের বাড়ি থেকে উদ্ধার করা হয় নাবালিকাকে। তাকে হোমে পাঠানো হয়েছে।
যদিও পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ছেলের বাড়ি যাবার পর দেখা যায় সেখানে ছেলে ও মেয়ে ছিল না। ছেলে ও মেয়ের খোঁজ পাওয়ার জন্য ছেলের বাড়ির লোকেদের আটক করা হয়। তাঁদের কাছ থেকেই ছেলে ও মেয়ের খুঁজে বার করে তাঁদের থানায় নিয়ে আসা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে কোর্টে পাঠানো হবে। পাশাপাশি নাবালিকার জবানবন্দী নেওয়া হবে। তাকে জোর করে নিয়ে আসা হয়েছিল না কি সে নিজের ইচ্ছায় এসেছিল সেটাও জানার চেষ্টা করা হবে। এ ব্যাপারে নাবালিকার বাবা-মাকে খবর দেওয়া হয়েছে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে। তবে ইতিমধ্যেই নাবালিকাকে বিয়ে করার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।
বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ
অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা
'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার
চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়
হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের
বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন
ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা
লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া
গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ!
খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত
সপ্তাহ ঘুরতেই ঘূর্ণিঝড়? হুহু করে হাওয়া, ঝড়-জলের তান্ডব কবে থেকে? জানুন IMD-এর লেটেস্ট আপডেট
প্রসূতিকে নির্যাতনের অভিযোগে তোলপাড় বাগদা হাসপাতাল, তদন্তের আশ্বাস প্রশাসনের
ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে স্মার্ট ফোন! তার আগেই ওঁত পেতে বড় ছক বানচাল করল পুলিশ
আচমকা হড়পা বানে হাড়হিম কাণ্ড, নদীর জলে তলিয়ে যাচ্ছে ট্রাক্টর, প্রাণপণে সাঁতরে বাঁচায় চেষ্টায় চালক-খালাসি!
বর্ধমানের বড়বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক দোকান