
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের বহু তারকা ও পরিচালকরা নানা সময়েই সমালোচিত হয়েছেন— দেশের শাসকদলের বিরুদ্ধে মুখ না খোলার জন্য। কিন্তু এখন কেন এই থমথমে নীরবতা? সদ্য এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিলেন প্রখ্যাত চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার। বললেন, “ভয়”— এটাই মুখ বন্ধ রাখার মূল কারণ।
এক সাক্ষাৎকারে জাভেদ আখতার এই প্রসঙ্গে বললেন, “আমেরিকায় মেরিল স্ট্রিপের মতো তারকারা ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, কিন্তু তার জন্য তাঁদের বাড়িতে আয়কর হানা হয়নি। ভারতে কিন্তু পরিস্থিতিটা একেবারে আলাদা। এই ভয়ের অনুভূতি— বাস্তব হোক বা কল্পিত— কিন্তু বলিউডের অনেকের মনেই রয়েছে। তারা ভাবে, কিছু বললেই ইডি আসবে, সিবিআই তদন্ত করবে, ইনকাম ট্যাক্স রেইড হবে... ফাইল খুলে তদন্ত চলবে।”
জাভেদের কথায়, “বলিউডে যারা আছে তারা আলাদা কোনও গ্রহে থাকে না। এই সমাজেই বাস করে। ফলে সমাজের অন্য সাধারণ মানুষের মতোই ওরাও ভয় পায়। তার উপর আমাদের পেশায় একটু বেশি ‘ঢাকঢোল’ বাজে, তাই হয়তো বিষয়গুলো আরও নজরে আসে।” তিনি স্পষ্ট করেই বলেন, “হয়তো আমি একা কিছু বলি, কিন্তু বাকিরা কেন চুপ তা আমি বুঝি। ভয়ের একটা আবহ তৈরি হয়ে গিয়েছে।”
নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে তিনি কোনওদিনই দ্বিধায় ভোগেননি। সব দলের ভুল ত্রুটি স্পষ্টভাবে তুলে ধরেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার ট্রোলদেরও সমান তীব্রতায় জবাব দিতে পিছপা হন না। যদিও তাতে তাঁর পরিবার ও বন্ধুরা প্রায়ই বলেন, “ছাড়ো, এসব ঝামেলায় যেও না। তুমি এর উর্ধ্বে।” কিন্তু জাভেদ বলেন, “ক্ষমা করবেন, একটু দাম্ভিক শোনাতে পারে, কিন্তু আমি সত্যিই এসবের অনেক উপরে ভাবি নিজেকে। তবু কিছু কিছু সময় আসে, যখন নীচে নেমে তাদের জবাব দিতেই হয়। জানিয়ে দিতে হয়— ‘এই ছাড় আমি দেব না। তোমরা যা দেবে, আমি ফিরিয়ে দেব ঠিক একইভাবে।’”
সারকথা? বলিউডে যাঁরা চুপ, তাঁরা ভয় পান— এবং সেই ভয় আজকের সমাজেরই প্রতিচ্ছবি। আর জাভেদ আখতারের মতো ক’জনই বা আছেন, যাঁরা সে ভয়কে চ্যালেঞ্জ জানাতে পারেন!
মা-বাবার জন্য স্বাস্থ্যবিমা কিনছেন? মিলবে কর-ছাড় সুবিধা, জানুন বিস্তারিত
সন্তানের সুরক্ষিত ভবিষ্যৎ চাইছেন? মাসে ১০০০ টাকা করে জমালেই মিলবে এক কোটির বেশি
আর বেশি দিন নয়, এবার আপনার বাড়ির ডিজিটাল আইডি চালু হতে চলেছে
করদাতাদের জন্য বিরাট সুখবর, বড় ঘোষণা করল আয়কর বিভাগ
পোস্ট অফিসে টাকা জমাচ্ছেন? ভুলেও এই ভুল করবেন না, সুদের হার ২.৭ শতাংশ কমে যাবে!
ভরসা এআই! একলপ্তে আট হাজার কর্মী ছাঁটাই প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থার
কম টাকাতেই হবে স্বপ্নপূরণ, হাতে পাবেন এই বাইক
মহাকুম্ভে বিরাট লাভ করলেন কারা, নাম জানলে চোখ কপালে উঠবে
আপনার হাতে রয়েছে এসআইপি-র শক্তি, কামাল করবে ৬ হাজার টাকা
আপনার আয় কত হলে ভারতে আয়কর রিটার্ন দাখিল করতে হবে? জেনে নিন
আধার কার্ড হারিয়েছে? চিন্তা নেই, সহজেই মিলবে আধার নম্বর! জেনে নিন কীভাবে?
প্রতিদিন ১০০ টাকা করে জমান, পাঁচ বছর পর মিলবে দু'লাখের বেশি, জানুন পোস্ট অফিসের এই প্রকল্প সমন্ধে
হোম লোনে বাঁচাতে পারেন ২০ লাখ টাকা, কীভাবে পরিকল্পনা করবেন দেখে নিন
‘ইক্কিস’-এ সেনা হয়ে বড়পর্দায় অগস্ত্য, ইনস্টা-স্টোরিতে পাশে সুহানা! প্রেমগন্ধে জমে উঠল সিনে-মহল
প্রতি মাসে মাত্র ৪৮০০ টাকা জমালেই হবেন কোটিপতি, কীভাবে? জেনে নিন
প্রতি মাসে পেনশন পাবেন ৬০ হাজার টাকা, বিনিয়োগ করতে হবে এখানেই