
শনিবার ২৪ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: রণবীর কাপুর আর আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান—শিব’ ২০২২ সালে মুক্তির পরই দারুণ প্রশংসা কুড়িয়েছিল। আর তখন থেকেই দর্শকরা চোখ রেখেছিলেন সিক্যুয়েলের অপেক্ষায়। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে গত মার্চে স্বয়ং রণবীর জানিয়েছিলেন —‘ব্রহ্মাস্ত্র ২: দেব’ হচ্ছেই! আলিয়ার জন্মদিনের আগেই একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই ঘোষণা করেছিলেন রণবীর। জানালেন, ‘ব্রহ্মাস্ত্র ২’ এখন একেবারে “অন কার্ডস”!
‘ব্রহ্মাস্ত্র ২: দেব’ - এই পর্বে মূল ফোকাস থাকবে রণবীরের চরিত্র শিবের বাবা-মা— ‘দেব’ ও ‘অমৃতা’র গল্পে। ‘ব্রহ্মাস্ত্র' ছবিতে একটি ছোট্ট ভূমিকায় দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোন-কে। অমৃতার চরিত্রে তাঁকেই দেখা গিয়েছিল এক ঝলকে। সূত্র বলছে, দ্বিতীয় ভাগে দীপিকা পুরোদমে ফিরছেন! তবে দেবের ভূমিকায় কে—রণবীর কাপুর না কি রণবীর সিং নাকি অন্য কেউ—তা এখনও নিশ্চিত নয়।
'ব্রহ্মাস্ত্র ১' শেষে দেখা গিয়েছিল রণবীর অভিনীত চরিত্র ‘শিবা’ জানতে পারে সে আসলে ব্রহ্মাংশ গোষ্ঠীর অংশ— এ এমন এক গোপন গোষ্ঠী যারা অস্ত্র রক্ষা করে। তার মা অমৃতা জলাস্ত্র ব্যবহার করে দেবকে রুখেছিল, আর সেই দেবকে পুনর্জীবিত করতে উঠেপড়ে লেগেছিল খলনায়িকা জুনুন (মৌনী রায়)। ছবির শেষে বিশাল এক মূর্তি ভেঙে এক দৈত্যাকার, ত্রিশূলধারী দেব আবির্ভূত হয়—সেই সঙ্গেই ঘোষণা: ‘ব্রহ্মাস্ত্র পার্ট টু: দেব’! খবর,সিরিজের এই দ্বিতীয় কিস্তিতে অমৃতা এবং দেবের গল্পকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। তাদের তুলনায় রণবীরের 'শিবা' চরিত্রটিকে অল্প সময়ের জন্য দেখা যাবে পর্দায়।
দেবের চরিত্রে রণবীর নাকি রণবীর সিং? ‘ব্রহ্মাস্ত্র ১’-এ দেবের মুখ দেখানো হয়নি। অনেকে বলছেন, শারীরিক গঠন দেখে মনে হচ্ছে রণবীর সিং-ই হবেন ‘দেব’। কেউ লিখেছেন, “এমন চরিত্রে রণবীর সিং পারফেক্ট।” কেউ বলছেন, “যদি বডি ডাবল না হয়, এটা রণবীরই!”
রণবীর কাপুর কী বললেন এই বিষয়ে? “অয়ন অনেক বছর ধরে এই ব্রহ্মাস্ত্রের গল্পটা নিজের স্বপ্নের মতো লালন করেছে। এখন সে ‘ওয়ার ২’ নিয়ে ব্যস্ত। সেই ছবি রিলিজ করলেই ‘ব্রহ্মাস্ত্র ২’-এর প্রি-প্রোডাকশন শুরু হবে। আমরা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করিনি, তবে এটুকু বলতে পারি, বড় ঘোষণা আসছে!”
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?