
শনিবার ২৪ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: মর্মান্তিক দুর্ঘটনায় থেমে গেল ‘কান্তারা ২’-এর শুটিং। ৬ মে দুপুরে কর্ণাটকের কোল্লুরে সোপার্নিকা নদীতে ডুবে গেলেন ছবির জুনিয়র আর্টিস্ট এম.এফ. কপিল। কেরলের বাসিন্দা এই শিল্পী শুটিংয়ের লাঞ্চ ব্রেকের সময় নদীতে স্নান করতে নামেন। সেই সময়েই নাকি প্রবল স্রোতে ভেসে যান তিনি। সন্ধ্যাবেলায় তাঁর দেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পরেই শুরু হয় তল্লাশি ও উদ্ধার অভিযান। স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী ড একযোগে নামেন কাজে। কোল্লুর থানায় একটি মামলা দায়ের হয়েছে, তদন্ত চলছে।
তবে এই প্রথম নয়। ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর শ্যুটিং চলাকালীন বারবার বিপদের মুখে পড়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা ঋষভ শেট্টির শুটিংয়ের ইউনিট। এর আগেও জুনিয়র শিল্পীদের বহনকারী একটি বাস উল্টে গিয়েছিল কোল্লুরে। যদিও সেবার কারোর বড়সড় চোট লাগেনি।আবার একবার ঝড় ও বৃষ্টিতে ভেঙে যায় কোটি টাকার সেট। এছাড়াও, পরিবেশের ক্ষতি করার অভিযোগে বন দফতরের নজরে এসেছে ‘কান্তারা’ টিম।
২০২২ সালে ‘কান্তারা’র সাফল্যের পর নির্মাতারা ঘোষণা করেন প্রিকুয়েল—‘কান্তারা: চ্যাপ্টার ১’, মুক্তির দিন ঠিক করা হয়েছে ২ অক্টোবর, ২০২৫। সম্প্রতি মুক্তির তারিখ পিছোনোর গুজব রটে। তবে প্রযোজনা সংস্থা ইনস্টাগ্রামে জানিয়ে দেয়—ছবির মুক্তি নির্ধারিত সময়মতোই হবে।সবশেষ খবর অনুযায়ী, ঋষভ শেট্টি শুরু করেছেন চূড়ান্ত শিডিউলের শ্যুটিং। কুন্দাপুর থেকে ২০ কিমি দূরে হচ্ছে শুট।
খবর, ছবির শুটিংয়ে বিশাল মাপের যুদ্ধদৃশ্যের জন্য নিয়োগ করা হয়েছে ৫০০ পেশাদার ফাইটার ও প্রায় ৩০০০ জুনিয়র আর্টিস্ট। জাতীয় ও আন্তর্জাতিক এক্সপার্টদের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এই অ্যাকশন সিকোয়েন্স—যা ভারতীয় সিনেমার অন্যতম বৃহৎ যুদ্ধদৃশ্য হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?