সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | 'গিলে ফেলো,' কোহলির সমালোচকদের এবার একহাত প্রাক্তন সতীর্থের

Sampurna Chakraborty | ০৬ মে ২০২৫ ২২ : ০৮Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের পয়েন্ট টেবিলের মগডালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১১ ম্যাচের মধ্যে আটটিতে জয়। এই সাফল্যের কৃতিত্ব গোটা দলের। তবে তারমধ্যেও বিশেষ প্রশংসা প্রাপ্য বিরাট কোহলির। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী একাধিকবার নিজের ভূমিকা বদল করেন। চলতি আইপিএলে কমলা টুপির মালিক হলেও, তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। প্রাক্তনদের মধ্যে সঞ্জয় মঞ্জরেকর, বীরেন্দ্র শেহবাগ এবং সুনীল গাভাসকর কোহলির স্ট্রাইক রেট নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তোলেন। শুধু এই বছর নয়, বেশ কয়েক মরশুম ধরে একই প্রসঙ্গ তোলা হচ্ছে। তবে এবার বিরাটের হয়ে ব্যাট ধরলেন এবি ডিভিলিয়ার্স। প্রাক্তন সতীর্থ মনে করেন, প্রত্যেক ম্যাচে দলের স্বার্থ অনুযায়ী নিজের খেলার ধরণ বদলাচ্ছেন বিরাট। 

ডিভিলিয়ার্স বলেন, 'বিরাট সব সময় আছে। ও আরসিবির মিস্টার সেফটি। ও থাকলে চিন্তার কোনও কারণ নেই। বিরাট কাছে থাকলে কোনও ভয় নেই। এটাই আরসিবির গল্প। কোনও কিছুই বদলায়নি। আমি বলতে চাই, আমি কিছুই ভুলিনি। আমার স্মরণশক্তি হাতির মতো। আমি সমস্ত সাংবাদিক বন্ধুদের ভালবাসি। তবে মনে রেখো, যখন তোমরা বলেছিলে বিরাট খুব মন্থর ব্যাট করছে, আগের রাতে প্রায় ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করেছে। তাই তোমরা তোমাদের কথা গিলে ফেলো।' ইনস্টাগ্রামে একটি ভিডিওতে এমন জানান এবি। ১১ ম্যাচে ৫০৫ রান করে ফেলেছেন কোহলি। এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী। গড় ৬৩.১৩। স্ট্রাইক রেট ১৪৩.৪৬। চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে প্রায় ১৮৮ স্ট্রাইক রেট ছিল। ৩৩ বলে ৬২ রান করেন। প্রথম দল হিসেবে প্লে অফের যোগ্যতাঅর্জন করার দোরগোড়ায় আরসিবি। 


Virat KohliAB se VilliersRoyal Challengers BengaluruIPL 2025

নানান খবর

সোশ্যাল মিডিয়া