
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নিজের অবসরকে যদি নিশ্চিত করতে চান তাহলে আগে থেকেই আপনাকে তৈরি হতে হবে। সঠিক পরিকল্পনা করে বিনিয়োগ করলেই মিলবে কোটি টাকা।
যদি এসআইপি-তে পরিকল্পনা করে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভাল রিটার্ন আসতে পারে। এসআইপি-তে বিনিয়োগ করতে হলে মাসে ১০০ টাকা থেকে শুরু করতে পারেন।
যদি মাসে ৫ হাজার টাকা করে বিনিয়োগ করতে পারেন তাহলে ২০ বছরে আপনার মোট বিনিয়োগ হবে ১২ লাখ টাকা। যদি সুদের হার ১২ শতাংশ করে থাকে তাহলে ৪৫ লাখ ৯৯ হাজার ২৮৭ টাকা।
যদি মাসে ৫ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে ১০ বছরে মোট বিনিয়োগ হবে ১২ লাখ টাকা। যদি ১২ শতাংশ হারে সুদ পান তাহলে সেখানে পাবেন ১১ লাখ ২০ হাজার ১৭৯ টাকা।
যদি ১ কোটি টাকা পেতে চান তাহলে মাসে বিনিয়োগ করতে হবে ১০ হাজার টাকা। বার্ষিক সুদের হার থাকবে ১২ শতাংশ। সেখানে ২১ বছর ধরে আপনাকে বিনিয়োগ করে যেতে হবে।
এই সময়ে আপনার মোট বিনিয়োগ হবে ১২ লাখ টাকা। ক্যাপিটাল গেন হবে ১০ লাখ ৪০ হাজার ৩৫৯ টাকা। অবসর করপাস হবে ২২ লাখ ৪০ হাজার ৩৫৯ টাকা।
যদি মাসে ১০ হাজার টাকা করে ১৫ বছর বিনিয়োগ করতে পারেন তাহলে মোট বিনিয়োগ হবে ১৮ লাখ টাকা। ক্যাপিটাল গেল হবে ২৯ লাখ ৫৯ হাজার ৩১৪ টাকা। করপাস হবে ৪৭ লাখ ৫৯ হাজার ৩১৪ টাকা। যদি মাসে ১০ হাজার করে ২০ বছর ধরে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখানে মোট বিনিয়োগ হবে ২৪ লাখ টাকা। ক্যাপিটাল গেন হবে ৬৭ লাখ ৯৮ হাজার ৫৭৪ টাকা। মোট করপাস হবে ৯১ লাখ ৯৮ হাজার ৫৭৪ টাকা। যদি ১০ হাজার টাকা ২১ বছর ধরে বিনিয়োগ করতে পারেন তাহলে মোট বিনিয়োগ হবে ২৫ লাখ ২০ হাজার টাকা। ক্যাপিটাল গেন হবে ৭৯ লাখ ১০ হাজর ৬৭ টাকা। করপাস হবে ১ কোটি ৪ লাখ ৩০ হাজার ৬৭ টাকা।
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে সমস্ত তথ্য দেখে নেবেন। যদি কোনও ক্ষতির সামনে পড়েন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন