মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | কমে গেল সুদের হার, এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট এবং সেভিংসে বড় বদল, জেনে নিন এখনই

Sumit | ১৭ এপ্রিল ২০২৫ ২০ : ২৩Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ফিক্সড ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্টে কমে গেল সুদের হার। এসবিআই, এইচডিএফসি-র পর এবার এই পথে হাটল আইসিআইসিআই ব্যাঙ্ক।


এই ব্যাঙ্কটি এবার সেভিংস ব্যাঙ্কের ক্ষেত্রে ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে দিল। ফিক্সড ডিপোজিটে এটি কমল ৫০ বেসিস পয়েন্ট। এই নিয়ম চালু হয়ে গেল ১৭ এপ্রিল থেকেই। আরবিআইয়ের পলিসি ঘোষণার পরই নতুন এই হার ঘোষণা করল এই ব্যাঙ্কটি।


নতুন সুদের হার ঘোষণার ফলে এই ব্যাঙ্কে এবার থেকে ফিক্সড ডিপোজিটে জেনারেল সিটিজেনরা পাবেন ৩ শতাংশ করে এবং সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.০৫ শতাংশ হারে সুদ। 


এবার থেকে এখানে ৭ থেকে ২৯ দিনের মধ্যে জেনারেল সিটিজেনরা পাবেন ৩ শতাংশ করে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৩.৫০ শতাংশ করে সুদ। ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে জেনারেল সিটিজেনরা পাবেন ৩ শতাংশ করে সুদ সিনিয়র সিটিজেনরা পাবেন ৩.৫০ শতাংশ করে সুদ।


৪৬ থেকে ৬০ দিনের মধ্যে জেনারেল সিটিজেনরা পাবেন ৪.২৫ শতাংশ করে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৪.৭৫ শতাংশ করে সুদ। ৬১ থেকে ৯০ দিনের মধ্যে জেনারেল সিটিজেনরা পাবেন ৪.২৫ শতাংশ করে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৪.৭৫ শতাংশ করে সুদ।


৯১ থেকে ১৮৪ দিনে জেনারেল সিটিজেনরা পাবেন ৪.৭৫ শতাংশ করে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৫.২৫ শতাংশ করে সুদ। ১৮৫ থেকে ২৭০ দিনে জেনারেল সিটিজেনরা পাবেন ৫.৭৫ শতাংশ করে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.২৫ শতাংশ করে সুদ।


২৭১ থেকে ১ বছরের জন্য জেনারেল সিটিজেনরা পাবেন ৬ শতাংশ করে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৫০ শতাংশ করে সুদ। ১ বছর থেকে শুরু করে ১৫ মাসের জন্য জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৭০ শতাংশ সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.২০ শতাংশ করে সুদ।


৫ বছরের জন্য জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৯০ শতাংশ করে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৪০ শতাংশ করে সুদ। অন্যদিকে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ৫০ লাখের কমে সুদ দেবে ২.৭৫ শতাংশ। ৫০ লাখের বেশিতে সুদ দেবে ৩.২৫ শতাংশ। 


তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে বিস্তারিত জেনে নেবেন। যদি কোনও ক্ষতির সামনে পড়েন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না। 

 


ICICI Bank Fixed Deposit Savings Account Rates

নানান খবর

সোশ্যাল মিডিয়া