
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফিক্সড ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্টে কমে গেল সুদের হার। এসবিআই, এইচডিএফসি-র পর এবার এই পথে হাটল আইসিআইসিআই ব্যাঙ্ক।
এই ব্যাঙ্কটি এবার সেভিংস ব্যাঙ্কের ক্ষেত্রে ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে দিল। ফিক্সড ডিপোজিটে এটি কমল ৫০ বেসিস পয়েন্ট। এই নিয়ম চালু হয়ে গেল ১৭ এপ্রিল থেকেই। আরবিআইয়ের পলিসি ঘোষণার পরই নতুন এই হার ঘোষণা করল এই ব্যাঙ্কটি।
নতুন সুদের হার ঘোষণার ফলে এই ব্যাঙ্কে এবার থেকে ফিক্সড ডিপোজিটে জেনারেল সিটিজেনরা পাবেন ৩ শতাংশ করে এবং সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.০৫ শতাংশ হারে সুদ।
এবার থেকে এখানে ৭ থেকে ২৯ দিনের মধ্যে জেনারেল সিটিজেনরা পাবেন ৩ শতাংশ করে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৩.৫০ শতাংশ করে সুদ। ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে জেনারেল সিটিজেনরা পাবেন ৩ শতাংশ করে সুদ সিনিয়র সিটিজেনরা পাবেন ৩.৫০ শতাংশ করে সুদ।
৪৬ থেকে ৬০ দিনের মধ্যে জেনারেল সিটিজেনরা পাবেন ৪.২৫ শতাংশ করে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৪.৭৫ শতাংশ করে সুদ। ৬১ থেকে ৯০ দিনের মধ্যে জেনারেল সিটিজেনরা পাবেন ৪.২৫ শতাংশ করে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৪.৭৫ শতাংশ করে সুদ।
৯১ থেকে ১৮৪ দিনে জেনারেল সিটিজেনরা পাবেন ৪.৭৫ শতাংশ করে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৫.২৫ শতাংশ করে সুদ। ১৮৫ থেকে ২৭০ দিনে জেনারেল সিটিজেনরা পাবেন ৫.৭৫ শতাংশ করে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.২৫ শতাংশ করে সুদ।
২৭১ থেকে ১ বছরের জন্য জেনারেল সিটিজেনরা পাবেন ৬ শতাংশ করে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৫০ শতাংশ করে সুদ। ১ বছর থেকে শুরু করে ১৫ মাসের জন্য জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৭০ শতাংশ সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.২০ শতাংশ করে সুদ।
৫ বছরের জন্য জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৯০ শতাংশ করে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৪০ শতাংশ করে সুদ। অন্যদিকে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ৫০ লাখের কমে সুদ দেবে ২.৭৫ শতাংশ। ৫০ লাখের বেশিতে সুদ দেবে ৩.২৫ শতাংশ।
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে বিস্তারিত জেনে নেবেন। যদি কোনও ক্ষতির সামনে পড়েন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন