মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | বাড়ল '১০০ দিনের কাজ' প্রকল্পে দৈনিক মজুরি, কেন্দ্রে পদক্ষেপে কোটি কোটি মানুষের স্বস্তি

RD | ০৫ এপ্রিল ২০২৫ ২২ : ০৩Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: বহু লক্ষ মানুষের জন্য সুখের খরব। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকে জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে, কেন্দ্রীয় সরকার ২০২৫-২৬ অর্থবর্ষে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্পের (MGNREGS) অধীনে অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেছে। বর্ধিত মজুরি চলতি বছরের ১লা এপ্রিল থেকে কার্যকর হবে।  

মজুরি ২ থেকে ৭ শতাংশের মধ্যে বৃদ্ধি করা হয়েছে। ১০০ দিনের কাজ প্রকল্পে হরিয়ানায় রেকর্ড, দৈনিক মজুরি বেড়ে সর্বোচ্চ ৪০০ টাকা হয়েছে। এই প্রথমবারের মতো MGNREGS মজুরি রোজ ৪০০ টাকা স্পর্শ করল। 

অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, নাগাল্যান্ড এবং তেলেঙ্গানায় মজুরি দৈনিক হারে ৭ টাকা করে বৃদ্ধি করা হয়েছে।

২০২৪-২৫ আর্থিক বছরে ১০০ দিনের কাজে দৈনিক মজুরি গোয়া সর্বোচ্চ ১০.৫৬ শতাংশ বৃদ্ধি করেছে। উল্টোদিকে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সর্বনিম্ন ৩.০৪ শতাংশ বৃদ্ধি করেছিল।

চলতি বছর অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের শ্রমিকরা সর্বনিম্ন ২৪১ টাকা দৈনিক মজুরি পাবেন। 

MGNREGA কী?

মহাত্মা গান্ধী নরেগা-র লক্ষ্য হল দেশব্যাপী গ্রামীণ পরিবারের জীবিকা সুরক্ষিত করা, যার মাধ্যমে প্রতিটি গ্রামীণ পরিবারে প্রাপ্তবয়স্ক সদস্যরা স্বেচ্ছায় অদক্ষ কায়িক শ্রম করতে আগ্রহী, তাদের এক অর্থবছরের মধ্যে কমপক্ষে ১০০ দিনের নিশ্চিত বেতনের কর্মসংস্থান প্রদান করা হবে।
তফসিলি জাতি, তফসিলি উপজাতি, মহিলা-প্রধান পরিবার এবং অন্যান্য প্রান্তিক গোষ্ঠী-সহ গ্রামীণ সম্প্রদায়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশগুলির কাছে পৌঁছানোর মাধ্যমে, নরেগা দরিদ্রদের জীবিকা নির্বাহের উৎসকে শক্তিশালী করে। 


নানান খবর

সোশ্যাল মিডিয়া