মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | এসআইপি-তে ৫ বছর বিনিয়োগ করলেই আপনি হতে পারেন কোটিপতি, কীভাবে দেখে নিন

Sumit | ০৬ এপ্রিল ২০২৫ ১৭ : ২০Sumit Chakraborty


আজকাল ওয়েব়ডেস্ক: এসআইপিতে যদি সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন তাহলে একটি নির্দিষ্ট সময় পর সেখান থেকে ভাল রিটার্ন আসতে বাধ্য। তবে বিনিয়োগ করতে হবে হিসেব করে।


যদি মাসে ১৫ হাজার টাকা করে এসআইপিতে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে একটি নির্দিষ্ট সময় পর বিরাট অঙ্কের টাকা পেতে পারেন। সেখানে মাত্র ৫ বছরের মধ্যে আপনি পেতে পারেন ২ কোটি ২৬ লাখ টাকা। তবে এবার জেনে নিন কীভাবে এই টাকা আপনি পেতে পারবেন।


এখানে বিষয়টি আপনি দুভাবে দেখতে পারেন। যদি মাসে ২০ হাজার টাকা এসআইপিতে বিনিয়োগ করেন এবং তারপর যদি ৫ বছর পর বন্ধ করে দেন তাহলে সেই টাকা বাড়তে সময় লাগবে আরও ২৫ বছর। অন্যদিকে আপনি ২০ হাজার টাকা টানা ৩০ বছর ধরে বিনিয়োগ করতে পারেন। সেখানে আপনি বছরে ১২ শতাংশ হারে সুদ পাবেন। 


৫ বছরে আপনার মোট বিনিয়োগ হবে ১২ লাখ টাকা। ক্যাপিটাল গেন হবে ৪ লাখ ২২ হাজার ৭২ টাকা। তাহলে মোট করপাস হবে ১৬ লাখ ২২ হাজার ৭২ টাকা। তবে যদি এই টাকা ২৫ বছরের জন্য বাড়তে দেন তাহলে ক্যাপিটাল গেন হবে ২ কোটি ৫৯ লাখ ৫৩ হাজার ২৫৬ টাকা। মোট করপাস হবে ২ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার ৩২৮ টাকা। 

 


হিসেব অনুসারে ১৫ হাজার টাকা মাসে যদি বিনিয়োগ করেন তাহলে সেখানে ৫ বছরে সুদ পাবেন ১২ শতাশ করে। যদি ৫ শতাংশ করে অতিরিক্ত সুদ পেতে চান তাহলে মোট এসআপি হবে ৯ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা। মোট করপাস হবে ১৩ লাখ ২৯ হাজার ৭০৪ টাকা। 

 


এবার হিসেব করে দেখুন যদি ১২ শতাংশ করে আপনি সুদ পান তাহলে এই ১৩ লাখ ২৯ হাজার ৭০৪ টাকা যদি ফের ২৫ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে ক্যাপিটাল গেন হবে ২ কোটি ১২ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা। মোট করপাস হবে ২ কোটি ২৬ লাখ ৫ হাজার ৫৪ টাকা।

 


তবে এসআইপিতে বিনিয়োগ করার আগে ভাল করে সবকিছু জেনে নেবেন। যদি কোনও ক্ষতির সামনে পড়েন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না। 

 


Monthly SIPMutual FundsRetirement PlanRetirement Invest

নানান খবর

সোশ্যাল মিডিয়া