
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরে আইডিবিআই ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট স্কিমে বেশ কয়েকটি নতুন ধরণের পরিবর্তন এনেছে। সুপার সিনিয়র সিটিজেনদের জন্য এবার তারা নিয়ে এল আইডিবিআই চিরঞ্জীবি সুপার সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট। যাদের বয়স ৮০ বছর বা তার বেশি তারা এখানে নিজের টাকা বিনিয়োগ করতে পারেন।
এখানে ৫৫৫ দিনের জন্য যদি টাকা বিনিয়োগ করেন তাহলে সুদের হার পাবেন ৮.০৫ শতাংশ। এছাড়াও যদি ৩৭৫ দিনের জন্য বিনিয়োগ করতে পারেন তাহলে সুদ পাবেন ৭.৯০ শতাংশ সুদ। ৪৪৪ দিনের জন্য যদি বিনিয়োগ করতে পারেন তাহলে সুদ পাবেন ৮ শতাংশ হারে সুদ। ৭০০ দিনের জন্য যদি বিনিয়োগ করেন তাহলে সুদ পাবেন ৭.৮৫ শতাংশ।
এখানে বিনিয়োগ করতে হলে ৮০ বছর বা তার বেশি বয়স হতে হবে। যেকোনও সময় টাকা তুলে নেওয়ার সুবিধা থাকে এই ফিক্সস ডিপোজিট স্কিমে। বছরের বিশেষ সময়তেই বিশেষত উৎসবের সিজনে এই স্কিম চালু থাকে। বছরের অন্য সময় এর সুবিধা নিতে পারবেন না।
দেশের প্রতিটি ব্যাঙ্ক নিজের মতো করে সুদের হার দিয়ে থাকে। সেখানে এসবিআই থেকে শুরু করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সকলেই যুক্ত থাকেন। তবে সরকারি ব্যাঙ্কের পাশাপাশি বেসরকারি ব্যাঙ্কগুলিও অনেক সময় ভাল সুদের হার দিয়ে থাকে। সেগুলি যদি সঠিক সময় নজরে রাখতে পারেন তাহলে সেখানে বিনিয়োগ করা যেতে পারে। ব্যাঙ্কে বিনিয়োগ করলেই ভাল রিটার্নের পাশাপাশি সুরক্ষার দিকটিও থাকে।
জেনারেল সিটিজেন এবং সিনিয়র সিটিজেনরা বিভিন্ন ব্যাঙ্ক থেকে ভাল সুদের হার পেয়ে থাকেন। ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার ফলে আপনার টাকা এক জায়গায় সুরক্ষিত থাকে। তবে দেশের সুপার সিনিয়র সিটিজেনরাও সেই তালিকা থেকে পিছিয়ে নেই। তারাও ভাল সুদের মাধ্যমে লাভ পেতে পারেন। এই স্কিমটি ৬৫ বেসিস পয়েন্ট দেয়। এছাড়া সুপার সিনিয়র সিটিজেনরা অতিরিক্ত ১৫ বেসিস পয়েন্ট পেয়ে থাকেন। তাই এখানে বিনিয়োগ লাভজনক হতে পারে। নিজের কাছের ব্যাঙ্কে গিয়ে কথা বলে এখানে বিনিয়োগ করতে পারেন।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা