
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: খানিকটা স্বস্তি ফিরল স্টক মার্কেটে। বুধবার দিনের শুরুতে কিছুটা হলেও ঘুরে দাঁড়াল বাজার। ফলে বিনিয়োগকারীরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বুধবার সেনসেক্স ৭৬,৯৯১.০৫ পয়েন্ট উপরের দিকে উঠে যায়। ৪৬৩.৩৭ পয়েন্ট বেশি থেকে শুরু করে সে। এর পাশাপাশি ফিফটি ফিফটিও ১১০.৪০ পয়েন্ট উপরের দিকে উঠে গিয়ে হয় ২৩,২৮৬.৪৫ পয়েন্ট।
বাজারের এই হাল দেখে খানিকটা হলেও স্বস্তি ফেরে সকলের মধ্যে। বিনিয়োগকারীরা মনে করছেন যদি এই ধারা থাকে তাহলে চলতি সপ্তাহে খানিকটা হলেও উপরের দিকে থাকবে বাজার। বিশেষজ্ঞরা মনে করছেন এবার বাজার কিছুটা হলেও পজিটিভ দিকে থাকবে। এর প্রধান কারণ হিসাবে মার্কিন ডলারের তুলনায় টাকার হিসাব। এছাড়া ক্রুড তেলের দাম খানিকটা নিচের দিকে রয়েছে। ফলে সেখানেও খানিকটা স্বস্তি দিয়েছে।
বুধবার দিনের শুরু থেকেই মারুতি সুজুকি, এসবিআই, রিলায়েন্স ইন্ট্রাস্টিস, ওনজিসি এবং লারসেন অ্যান্ড টার্বো ভাল পয়েন্ট তুলতে শুরু করে। এর থেকে বোধা যায় সরকারি ব্যাঙ্ক থেকে শুরু করে বেসরকারি প্রতিষ্ঠানে ভাল বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ওনজিসি ভাল পয়েন্ট তুলে নেওয়ার ফলে খানিকটা হলেও স্বস্তি পেয়েছে বিনিয়োগকারীরা।
বিশেষজ্ঞরা মনে করছেন চলতি সপ্তাহে বাজার খানিকটা উপরের দিকেই থাকবে। বিগত সপ্তাহে যেভাবে বাজার নিচের দিকে ছিল সেখানে এই পাওনা সকলকে অবাক করে দিয়েছে। এর আরও একটি প্রধান কারণ হল আইটি সেক্টর টানা ভাল পয়েন্টের মধ্যে থাকা। সেখানে ভাল পয়েন্টের ফলে অন্য ক্ষেত্রে তার প্রভাব পড়েছে। ধাতুজাতীয় প্রতিষ্ঠানগুলি নিজেদের হাল ফিরে পেতে শুরু করেছে। পাশাপাশি ব্যাঙ্কিং পরিষেবা সঠিক থাকার ফলে ব্যাঙ্কগুলিও লাভের মুখ দেখেছে। সবমিলিয়ে শেয়ার বাজারে উত্থান নজরে পড়েছে।
বিগত সপ্তাহের কথা মাথায় রেখে আগে থেকেই সতর্ক ছিলেন বিনিয়োগকারীরা। তবে ধীরে ধীরে বাজারের পরিস্থিতি ভাল হওয়ার ফলে সেখান থেকে বিনিয়োগকারীদের আস্থা ফিরছে। সেনসেক্স এবং নিফটি ফিফটি খানিকটা হলেও ঘুরে দাঁড়িয়েছে। ফলে সেখান থেকে সপ্তাহের বাকি দুদিনও ভাল লাভের আশায় তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা