
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দশ বছর আগে যারা আধার কার্ড বানিয়েছিলেন তাঁদের সকলকে নিজেদের কার্ড আপডেট করতে আবেদন জানিয়েছিল আধার কর্তৃপক্ষ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)। কেন্দ্রীয় সরকার নিখরচায় এই পরিষেবা দিয়ে আসছিল। বার বার এর সময়সীমাও পরিবর্তন করা হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর নিখরচায় আধার কার্ডের তথ্য আপডেট করার শেষ দিন। এর পর থেকেই এই পরিষেবার জন্য গুনতে হবে গ্রাহকদের। এই সময়সীমা ফের বাড়ানো হবে কি না সেই ব্যাপারে এখনও কিছু জানায়নি কেন্দ্র।
কেন করবেন আধার আপডেট? যাঁরা দশ বছর আগে আধার কার্ড বানিয়েছিলেন এবং মাঝে এক বারও আপডেট করাননি, তাঁদের সচিত্র পরিচয়পত্র এবং ঠিকানার সমস্ত কাগজপত্র নতুন করে জমা দিয়ে কার্ড আপডেট করতে বলা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। কারণ হিসাবে বলা হয়েছে, এর ফলে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া অনেক সহজ হবে। এ ছাড়াও আধারজনিত অন্যান্য পরিষেবার উন্নতিও হবে।
আপনি যদি আপনার আধারের তথ্য আপডেট করতে চান, তা হলে বাড়িতে বসে অনলাইনে ‘মাই আধার’ পোর্টালে বা নিকটবর্তী যে কোনও আধার কেন্দ্রে গিয়ে এটা করা যাবে।
‘মাই আধার’ পোর্টালে গিয়ে জরুরি নথি ওয়েবসাইটে আপলোড করে ওটিপি-র মাধ্যমে আধার আপডেট করতে পারবেন। আপনি এসএমএসের মাধ্যমে আপনার আধার আপডেট সংক্রান্ত তথ্য বিস্তারিত ভাবে পেয়ে যাবে। চোখের রেটিনা এবং আঙুলের ছাপ পরিবর্তনের জন্য আধার কেন্দ্রে যেতে হবে।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন