
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কারও পৌষমাস তো কারও সর্বনাশ! মাত্র ৩০ দিনে ৭৯ লক্ষ গ্রাহক হারিয়েছে ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিয়ো। ধাক্কা খেলেন ভারতের ধনীতম শিল্পপতি মুকেশ অম্বানী। মোবাইল শুল্ক বৃদ্ধির কারণে এই গ্রাহকেরা জিয়ো-র পরিষেবা ছেড়ে দিচ্ছেন বলে মনে করা হচ্ছে। জিয়ো যেমন গ্রাহক হারিয়েছে তেমনই লক্ষ্মীলাভ হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএলের। শেষ ৩০ দিনে ১৫ লক্ষ নতুন গ্রাহক পেয়েছে এই সংস্থা।
সম্প্রতি টেলি পরিষেবা প্রদানকারী কোম্পানিগুলির গ্রাহক সংখ্যা সংক্রান্ত তথ্য প্রকাশ করে তাঁদের নিয়ন্ত্রক কেন্দ্রীয় সংস্থা ‘টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া’ বা ট্রাই। সেখানে বলা হয়েছে, বেসরকারি টেলিকম সংস্থাগুলি সেপ্টেম্বর মাসে প্রায় এক কোটি গ্রাহক হারিয়েছে। মুকেশের জিয়ো একা হারিয়েছে ৭৯ লক্ষ গ্রাহক। সুনীল মিত্তলের ভারতী এয়ারটেলের গ্রাহক কমেছে ১৪ লক্ষ এবং ভোডাফোন-আইডিয়া হারিয়েছে ১৫ লক্ষ গ্রাহক।
এরই মধ্যে পৌষমাস বিএসএনএলের। ২০২৪ সালের জুলাই থেকে অক্টোবরের মধ্যে ৫৫ লক্ষ নতুন ব্যবহারকারী পেয়েছে এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা। মূলত খরচ কম হওয়ার কারণেই তাঁরা বিএসএনএলকে পছন্দ করছেন বলে রিপোর্টে জানিয়েছে ট্রাই। কেন্দ্রের টেলি যোগাযোগ দপ্তরের তথ্য বলছে, এ বছরের জুলাইতে বেসরকারি সংস্থা ছেড়ে বিএসএনএলে স্থানান্তরিত হয় ১৫ লক্ষ গ্রাহক। অগস্টে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১ লক্ষ। যা সেপ্টেম্বর ও অক্টোবরে অক্ষুন্ন ছিল। এই দুই মাসে যথাক্রমে ১১ লক্ষ ও সাত লক্ষ গ্রাহক অন্য পরিষেবা ছেড়ে শুরু করেছেন বিএসএনএল ব্যবহার। এ বছরের জুলাইতে বিএসএনএল ছেড়েছেন মাত্র ৩ লক্ষ ১০ হাজার গ্রাহক। অগস্ট ও সেপ্টেম্বরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ লক্ষ ৬০ ও ২ লক্ষ ৮০।
বিএসএনএলের এ হেন প্রত্যাবর্তনে কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ''বিএসএনএলের জন্য সামনে বিরাট সুযোগ।" সংস্থাটির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রবার্ট রাভি জানিয়েছেন, এখনও শুল্ক বৃদ্ধি করার কোনও পরিকল্পনা নেই।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা