
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গাড়ি বাজারে ভারতে অত্যন্ত জনপ্রিয় হোন্ডা। বুধবার এ দেশে এল হোন্ডা অ্যামেজ-এর একটি আপডেটেড ভার্সন। দুরন্ত লুকের এই গাড়ির এক্স শোরুম দাম শুরু হচ্ছে মাত্র ৭.৯৯ লাখ টাকা থেকে। মাইলেজ প্রায় ২০ কিমি।
এই আপডেটেড সেডান তিনটি ভ্যারিয়ান্ট ও একটি পেট্রোল ইঞ্জিনের বিকল্প রয়েছে। হোন্ডা এই গাড়িতে রেখেছে অ্যাডভান্সড ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট সিস্টেম বা এডিএএসের মত ফিচার্সও।
হোন্ডা অ্যামেজের অটোমেটিক সিভিটি ভ্যারিয়ান্টের দাম ৯.১৯ লক্ষ টাকা থেকে শুরু। টপ এন্ড মডেলের দাম রয়েছে ১০.৮৯ লক্ষ টাকা। এতে ৬টি রঙ এবং তিনটি ফিচার্সের পৃথক ভ্যারিয়ান্ট মিলবে। নতুন জেনারেশনের হোন্ডা অ্যামেজ সিটি প্ল্যাটফর্মের উপরেই গড়ে উঠেছে। এর
হোন্ডা অ্যামেজ লুক ও ডিজাইনের দিক থেকে বেশ আপডেটেড। আগের প্রজন্মের গাড়ির থেকে এই নতুন হোন্ডা অ্যামেজ বেশি চওড়া। হোন্ডা অ্যামেজে আপনি ৪১৬ লিটারের টপ ক্লাস বুট স্পেস পাবেন। পাওয়ারট্রেনের কথা বলতে হলে নতুন জেনারেশনের হোন্ডা অ্যামেজে ১.২ লিটারের ৪ সিলিন্ডারের পেট্রোল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন ৯০ পিএস শক্তি এবং ১১০ এনএম টর্ক উৎপন্ন করে। এই গাড়িটি ই২০ ফুয়েলে চলবে এবং ম্যানুয়াল ট্রান্সমিশন ছাড়াও এটি কন্টিনিউয়াস ভ্যারিয়েবল ট্রান্সমিশন অটোমেটিক গিয়ারবক্সের সঙ্গে চালু করা হয়েছে।
হোন্ডা অ্যামেজে ম্যানুয়াল ভ্যারিয়ান্ট এক লিটার পেট্রোলে ১৮.৬৫ কিমি যাবে। অটোমেটিক ভ্যারিয়ান্টে প্রতি লিটারে যাবে ১৯.৪৬ কিমি। হোন্ডা অ্যামেজে থাকছে ৮ ইঞ্চির ফ্লোটিং ইনফোটেনমেন্ট সিস্টেম সহ ৭ ইঞ্চির একটি পৃথক ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে-র সুবিধেও রয়েছে এই গাড়িতে।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন