মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | একবারই বিনিয়োগ করতে হবে ৫ হাজার টাকা, বাম্পার অফার নিয়ে এল এসবিআই

Sumit | ০৫ ডিসেম্বর ২০২৪ ২১ : ৫৭Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক : এসবিআই ব্যাঙ্ক গ্রাহকদের জন্য সুখের খবর। যদি আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের কথা ভাবছেন তাহলে এই খবরটি আপনাকে জানতেই হবে। দেশের অন্যতম বৃহৎ মিউচুয়াল ফান্ডের মধ্যে রয়েছে এসবিআই। এবার তারা নিয়ে এসেছে এসবিআই কোয়ান্ট ফান্ড। এটি শুরু হয়েছে ৪ ডিসেম্বর থেকে। শেষ হবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

 

এখানে আপনাকে বিনিয়োগ করতে হবে ৫ হাজার টাকা। পরে অতিরিক্ত আর হাজার টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে। ব্যাস, তাহলেই কেল্লাফতে। এখানে একবার মাত্র বিনিয়োগ করতে পারলেই স্টক মার্কেটের সঙ্গে তাল রেখে বাড়বে আপনার টাকা। এর বেঞ্চমার্ক রয়েছে বিএসই ২০০ টিআরআই। এর ফান্ড ম্যানেজার হিসাবে রয়েছেন সুকন্যা ঘোষ এবং প্রদীপ কেসাভান। এর ফল জানা যাবে ৬ মাসের মধ্যেই। এরপর আর চিন্তা করতে হবে না। ভাল অঙ্কের রিটার্ন চলে আসবে আপনার হাতে।

 

যত বেশি পরিমানে আপনি এই ফান্ড কিনতে পারবেন ততই আপনার লাভের টাকা বাড়বে। এসবিআই দেশের অন্যতম সেরা ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম। তাই এখানে বিনিয়োগ করা খুব একটা ঝুঁকির বিষয় হবে না। অন্য ফান্ডে যদি আপনি বিনিয়োগ করতে যান তাহলে সেখানে বেশ খানিকটা ঝুঁকি থেকে যায় তবে এই ফান্ডে সেই ঝুঁকির পরিমান অনেকটাই কম থাকে।

 

তাই এখানে বিনিয়োগ করলেই মিলতে পারে ভাল রিটার্ন। তবে বিনিয়োগ করার আগে একবার সমস্ত তথ্যগুলি ভাল করে পড়ে নেওয়াটা দরকার। তারপর যদি আপনি মনে করে বিনিয়োগ করবেন তাহলেই বিনিয়োগ করা উচিত। নাহলে অন্যর কাছে যা লাভের বিষয় সেটা আপনার কাছে নাও হতে পারে।   


SBIsuper fundstrong returnsmutual fundSBI Mutual FundSBI Quant Fundinvestment

নানান খবর

সোশ্যাল মিডিয়া