
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: জেতা-হারার সন্ধিক্ষণে ভারত। নিউজিল্যান্ডের দেওয়া ১৪৭ রান তাড়া করতে নেমে মধ্যাহ্নভোজের সময় ভারতের রান ৬ উইকেটে ৯২। টার্গেট এখনও বহুদূর। এর পরেও বলা সম্ভব নয় ভারত ওয়াংখেড়েতে সান্ত্বনার জয় পাবে। অন্য সময় হলে জোর দিয়ে বলা যেত ম্যাচটা ভারত জিতবেই। কিন্তু কিউয়িদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার অসহায় আত্মসমর্পণ দেখে হৃদকম্পন হওয়ার জোগাড় সমর্থকদের।
ঋষভ পন্থ রয়েছেন এই যা ভরসা। লাঞ্চ ব্রেকের সময় পন্থ অপরাজিত রয়েছেন ৫৩ রানে। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন ওয়াশিংটন সুন্দর।
২০১১ সালে এই ওয়াংখেড়েতেই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই মাঠেই ভারত এখন লড়ছে।
এর আগে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৭৪ রানে। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৭ রান তাড়া করতে নেমে ভারতের ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ভারতের রথী মহারথীরা এলেন আর গেলেন। যে স্পিন বোলিং একসময়ে ভারতীয় ব্যাটাররা খেলতেন খুব ভাল, সেই স্পিনই ভারতীয় ব্যাটারদের সামনে মৃত্যু পরোয়ানা নিয়ে হাজির হল। একসময়ে পাঁচ উইকেট হারিয়ে ২৯ রানে ধুঁকছিল ভারত। রোহিত ফিরলেন ১১ রানে। যশস্বী জয়সওয়াল ৫, শুভমান গিল ১, বিরাট কোহলি ১, সরফরাজ ১। রোহিত-বিরাটের মতো তারকারা দায়িত্বজ্ঞানহীনের মতো আউট হলেন। ঘরের মাঠেই যদি এই পরিণতি হয়, তাহলে অস্ট্রেলিয়ার পিচে গিয়ে কী হাল হবে!
আইপিএল খেলে খেলে ভারতীয় ব্যাটারদের টেকনিকও হয়ে গিয়েছে হতশ্রী। ২০ ওভারের ধুমধারাক্কা ক্রিকেটে রয়েছে অর্থ, রয়েছে অল্প সময়েই যশোলাভ। কিন্তু টেস্ট যে অন্য ধরনের ফরম্যাট। এখানে পরীক্ষায় বসতে হয় সবাইকে। সেই পরীক্ষায় পাশ করলে তবেই জনতার আদালত সংশ্লিষ্ট ব্যাটারকে শ্রেষ্ঠ বলা হয়। ভারতীয় ব্যাটাররা প্রমাণ করলেন, বন্যেরা বনে সুন্দর, রোহিত-বিরাটরা আইপিএলে। এ কথা বললেও অত্যুক্তি করা হবে না। এই ভাঙনের মুখে একমাত্র রুখে দাঁড়ালেন পন্থ।
‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?
'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?
দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ
আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা
সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের