
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: লজ্জাজনক হার ভারতের। মুম্বইয়ের ওয়াংখেড়েতে তৃতীয় টেস্টে নিউজিল্যান্ডের কাছে হেরে ঘরের মাঠে প্রথমবার হোয়াইটওয়াশ হল ভারত। ম্যাচের চতুর্থ ইনিংসে কিউইদের স্পিনের কাছে একপ্রকার মুখ থুবড়ে পড়লেন রোহিতরা। ২৫ রানে তৃতীয় টেস্ট জিতে নিল নিউজিল্যান্ড। টপ অর্ডার, মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ। আশা জাগিয়েও রেখেছিলেন একমাত্র ঋষভ পন্থ। তিনি আউট হতেই পরপর প্যাভিলিয়নে ফিরলেন বাকি ব্যাটাররা।
এদিন দিনের শুরুতেই অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। চতুর্থ ইনিংসে জিততে হলে ভারতকে করতে হত ১৪৭ রান। রান তাড়া করতে নেমে ভারতের ব্যাটিং তাসের ঘরের মত ভেঙে পড়ল। ভারতের রথী মহারথীরা এলেন আর গেলেন। যে স্পিন বোলিং একসময়ে ভারতীয় ব্যাটাররা খেলতেন খুব ভাল, সেই স্পিনই ভারতীয় ব্যাটারদের সামনে মৃত্যু পরোয়ানা নিয়ে হাজির হল। একসময়ে পাঁচ উইকেট হারিয়ে ২৯ রানে ধুঁকছিল ভারত।
রোহিত ফিরলেন ১১ রানে। যশস্বী জয়সওয়াল ৫, শুভমান গিল ১, বিরাট কোহলি ১, সরফরাজ ১। রোহিত-বিরাটের মতো তারকারা দায়িত্বজ্ঞানহীনের মতো আউট হলেন। এখন প্রশ্ন উঠছে ঘরের মাঠেই যদি এই পরিণতি হয়, তাহলে অস্ট্রেলিয়ার পিচে গিয়ে কী হাল হবে! টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর মিডল অর্ডারে খেলার হাল ধরেছিলেন ঋষভ পন্থ এবং জাদেজা। আশা জাগিয়েছিলেন সেই ঋষভই। পাল্টা আক্রমণ করে হাফ সেঞ্চুরি করেন তিনি।
৬৪ রান করে আউট হন তিনি। তবে তাঁর আউট নিয়ে বিতর্ক ওঠে। বল আদৌ ব্যাটে লেগেছিল কিনা তা নিয়ে বিতর্ক উঠেছে। তবে ঋষভ আউট হওয়ার পর বাকিরাও এলেন আর গেলেন। অশ্বিন তো ব্যাটে বল ছোঁয়াতেই পারলেন না। এই প্রথমবার ঘরের মাঠে সিরিজ খেলে টেস্টে হোয়াইটওয়াশ হল ভারতীয় দল। তার সঙ্গে কঠিন হয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠাও।
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের