সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | চিনকে আটকাতে তৎপর দিল্লি

Pallabi Ghosh | ২৩ জুন ২০২৪ ০৬ : ০৬Pallabi Ghosh


বীরেন ভট্টাচার্য, দিল্লি: বাংলাদেশের অংশে তিস্তার তীরবর্তী এলাকায় প্রকল্প এবং উন্নয়ন গড়ে তোলার প্রস্তাব দিয়েছে ভারত। সেই প্রস্তাব সম্পর্কে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। দুই দেশের তরফে বৈঠকের পর জানা গিয়েছে, তিস্তার তীরবর্তী এলাকার উন্নয়নের জন্য একটি কমিটি গঠন করা হবে। ভারতের তরফে তিস্তা অববাহিকার উন্নয়নের পাশাপাশি সেখানে একাধিক প্রকল্প গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। টেকনিক্যাল কমিটি গঠন তারই একটি পদক্ষেপ বলে জানিয়েছে উভয় দেশ।
আজ দিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেখানে দুই দেশের সম্পর্ক, ভবিষ্যতে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা নিয়ে আলোচনা হয়েছে। বিকশিত ভারত ২০৪৭ এবং স্মার্ট বাংলাদেশ ২০৪১ গড়ে তোলা নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়। বাংলাদেশের পণ্য ভারত হয়ে নেপাল এবং ভুটান সরবরাহ করা নিয়ে আলোচনা হয় এদিন। পাশাপাশি গেদে-দর্শনা থেকে চিলাহাটি-হলদিবাড়ি হয়ে ভারত-ভুটান সীমান্তের ডালগাঁও হয়ে হাসিমারা পর্যন্ত মালগাড়ি চলাচল শুরু করার জন্য মউ স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানান, মোট ১১ টি মউ এবং স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেন, "দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। বন্যা, জলবায়ু নিয়ন্ত্রণ এই সমস্ত বিষয়গুলি নিয়ে বিস্তারিত এবং গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। তিস্তা নিয়েও আলোচনা হয়েছে।" হাছান মাহমুদ জানিয়েছেন, তিস্তা সংরক্ষণ প্রকল্প নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে।
তিস্তার অববাহিকায় প্রকল্প গড়ে সেখানে টাউনশিপ গড়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছে চিন। ভারত সফরের পরেই চিন যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ২০২০ সালে ঢাকাকে এই প্রস্তাব দেয় বেজিং। এখনও পর্যন্ত অবশ্য কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। তারমধ্যে ঢাকার বেজিং ঘনিষ্ঠতা ঠেকাতে তৎপর দিল্লিও। চিনের প্রস্তাবের পরেই বাংলাদেশে গিয়েছিলেন তৎকালীন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। তিনি ভারতের তরফে প্রকল্প গড়ে তোলার প্রস্তাব দেন। সূত্রের খবর, গতমাসে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ঢাকায় গিয়ে বিষয়টি নিয়ে ফের একদফা কথা বলেন ভারতের বর্তমান বিদেশ সচিব বিনয় কাতরা। আজ মোদি-হাসিনা বৈঠকে সেই বিষয়টি গুরুত্ব পেয়েছে। সরকারিভাবে ঘোষণা করা হলেও, বাংলাদেশ এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। হাছান মাহমুদ বলেন, "দুই দেশের কমিটির বৈঠক, আলোচনা করলে তবেই আমরা বিষয়টি বুঝতে পারব। ভারতের তরফে টেকনিক্যাল টিম যাওয়াটা ইতিবাচক।" যদিও পুরোটাকেই প্রস্তাবের অংশ বলেই মন্তব্য করেছেন তিনি।
এদিন সকালে রাজঘাটে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। তারপরেই হায়দ্রাবাদে হাউজে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের পাশাপাশি মৌ এবং চুক্তি স্বাক্ষরিত হয়। এদিন সন্ধ্যায় উপরাষ্ট্রপতি এবং পরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সন্ধ্যায় ঢাকা রওনা দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।




নানান খবর

নানান খবর

ঠিকানা ভুল দেওয়ায় রেগে কাঁই, গ্রাহককে বেধড়ক মার ডেলিভারি বয়ের, বেঙ্গালুরুর ঘটনায় চাঞ্চল্য

আসন্ন জুনে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, মাসের দ্বিতীয় সপ্তাহে টানা তিন দিন ছুটি, দেখুন তালিকা

'সঙ্গীনী'র সঙ্গে ছবি ভাইরাল! এরপরই কড়া পদক্ষেপ লালুর, বড় ছেলে তেজপ্রতাপকে দল থেকে বহিষ্কার

বন্ধুর মার্কশিট চুরি, তাঁর নামেই সরকারি হাসপাতালে ডাক্তারি! রোগীর মৃত্যুতে বেরিয়ে এল যুবকের সব কুকীর্তি

‘অপারেশন সিঁদুর’ বদলে যাওয়া ভারতের প্রতিচ্ছবি, ‘মন কি বাত’ অনুষ্ঠানে বিশ্বকে বার্তা প্রধানমন্ত্রীর

'কলা দেব, আয়', লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, হাড়হিম কাণ্ড এই রাজ্যে

বাবার ক্যানসার, রিপোর্ট পেয়েই মুষড়ে পড়ল গোটা পরিবার, সেই রাতেই একসঙ্গে চরম পদক্ষেপ

বুদ্ধি ‘চুরি’ করতে মানুষের ঘিলু খেয়ে নিতেন, উত্তরপ্রদেশের মগজখেকোর দ্বিতীয় যাবজ্জীবন

বায়ুসেনার গুরুত্বপূর্ণ তথ্য পাচার! পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গুজরাটে গ্রেপ্তার স্বাস্থ্যকর্মী

গাছের নীচে নিশ্চিন্তে ঘুম, হঠাৎ হুড়মুড়িয়ে পড়ল পাঁক-কাদার স্তূপ, পুরকর্মীর ভুলে মর্মান্তিক পরিণতি যুবকের

'ভারতের আত্মরক্ষার অধিকার আছে', 'অপারেশন সিঁদুর' নিয়ে দিল্লিকে সমর্থন জার্মানির, ইসলামাবাদ শুধুই দর্শক!

মিষ্টিতেও মুছল 'পাক' শব্দ, জয়পুরের আইকন 'মাইসোর-পাক' এখন অতীত, বদলে কী হল সেই মিষ্টির নাম?

পাক অর্থমনীতির দফারফা করতে আদাজল খেয়ে ঝাঁপালো নয়াদিল্লি! নজিরবিহীন কোন পদক্ষেপের পথে ভারত?

মন্দির চত্বরেই নমাজ পড়ছেন যুবক! ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক

লাল গাড়িতে নাচতে নাচতে বাড়ি ফিরছে গণধর্ষণে অভিযুক্ত, মানবতার হাহাকার কর্ণাটকে

সোশ্যাল মিডিয়া