মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: অবসর নিচ্ছেন নেহা কক্কর? নতুন জন্ম নিয়ে ফিরছেন সিধু মুসেওয়ালা!

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ২০ : ৩৮


টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

মৃত সন্তান ফিরছেন!
বলিউড এবং পাঞ্জাব তোলপাড়, ফের সিধু মুসেওয়ালার মা অন্তঃসত্ত্বা! খবর ছড়াতেই অনুরাগীদের প্রতিক্রিয়া, অসময়ে মৃত্যু পাঞ্জাবি গায়কের। তাই মায়ার টান এড়াতে না পেরেই নাকি মা-বাবার কাছে ফিরছেন তিনি। জানা গিয়েছে, সিধুর মায়ের বয়স ৫৮ বছর। সিধুর বাবা ৬০। এই বয়সে তাঁদের কোলে দ্বিতীয় সন্তান আসছে। যদিও পরিবারের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে মৃত গায়কের পরিবারের তরফ থেকে নাকি এমনই খবরের আভাস মিলেছে। সিধু তাঁর মা-বাবার একমাত্র সন্তান ছিলেন। সন্তানহারা মা-বাবা সেই ফাঁক ভরাতেই কি এমন পদক্ষেপ করলেন?

আপাতত বিশ্রাম
নিম্নবিত্ত পরিবারের মেয়ে। তাই ছোট্টবেলা থেকে উপার্জনে মন দিতে হয়েছে। সবাই যখন মা-বাবার উপর নিশ্চিন্তে নির্ভর করে হেসেখেলে কাটায় নেহা কক্কর সেই বয়স থেকে বাস্তব দেখে অভ্যস্ত। অর্ধেক সময়েই না খেয়ে কাটিয়েছেন তিনি এবং তাঁর পরিবার। আজ তিনি সফল। কিন্তু দীর্ঘদিন একভাবে পরিশ্রম করতে করতে মানসিক দিক থেকে ক্লান্ত গায়িকা। শারীরিক দিক থেকেও। তাই হঠাৎই তাঁর ঘোষণা, এবার তিনি সাময়িক বিশ্রাম নেবেন। মাত্রাতিরিক্ত পরিশ্রম তাঁকে কাবু করে ফেলেছে। খবর ছড়াতেই নড়ে বসেছে বিনোদন দুনিয়া। এও শোনা যাচ্ছে, তিনি নাকি পরিবার পরিকল্পনায় মন দিয়েছেন! তাই নাকি এই পদক্ষেপ।

২০ মিনিটে দমবন্ধ!
বীর সাভারকরের মৃত্যুবার্ষিকীতে স্বাধীনতা সংগ্রামীকে স্মরণ করলেন রণদীপ হুডা। "স্বাতন্ত্র্য বীর সাভারকার" ছবিতে তিনি স্বাধীনতা সংগ্রামীর ভূমিকায় অভিনয় করেছেন। সেই ছবির সেট থেকে তিনি ছবি ভাগ করে নিয়েছেন। এও জানিয়েছেন, সাভারকরের জেলবন্দি দশা ভিতর থেকে অনুভব করার জন্য তিনি যে সেলে বন্দি ছিলেন সেই সেলে বেশ কিছুক্ষণ কাটিয়েছেন। অভিনেতার দাবি, তিনি নাকি ২০ মিনিটের বেশি থাকতে পারেননি। বদ্ধ কুটুরিতে তাঁর দম আটকে এসেছিল। এই যন্ত্রণাই তিনি ছবি ফুটিয়ে তুলেছেন।

বিদ্যুতের থেকে ঘুষ!
এক বাণিজ্য বিশ্লেষক নাকি ঘুষ চেয়েছেন বিদ্যুৎ জামওয়ালের থেকে। এমনটাই দাবি অভিনেতার। সুমিত কাডেল সিনেসমালোচক এবং বাণিজ্য বিশ্লেষক হিসেবে পরিচিত মুখ। তিনিই সম্ভবত বিদ্যুতের ছবির সমালোচনার জন্য অভিনেতার কাছে টাকা চেয়েছিলেন। অভিনেতা দিতে রাজি হননি। উল্টে টুইটার (বর্তমান এক্স)-এ তাঁকে নিষিদ্ধ করে দিয়েছেন। এরপরেই বিদ্যুৎ সামাজিক মাধ্যমে পুরো ঘটনা প্রকাশ্যে আনেন। জানান, ঘুষ চাওয়ার মতোই ঘুম দেওয়াও অপরাধ। সেটা তিনি করবেন না বলেই রাজি হননি।

অক্ষয়-টাইগারেই হুলুস্থূল
ইদে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার-টাইগার শ্রফের আগামী ছবি ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। সোমবার তারই প্রচারে দুই তারকা অভিনেতা লখনউয়ের হুসেইনাবাদে প্রচারে গিয়েছিলেন। তাঁরা প্রচারস্থলে পা রাখতেই রণক্ষেত্রে পরিণত হয় সেই জায়গা। অত্যৎসাহী দর্শক-অনুরাগীরা প্রিয় নায়কদের দেখে নিজেদের সামলাতে পারেননি। তাঁরা ঝাপিয়ে পড়ার চেষ্টা করেন। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এখনছবি ফুটিয়ে তুলেছেন।








নানান খবর

নানান খবর

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’

ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?

মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?

টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী

‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?

সোশ্যাল মিডিয়া