
শুক্রবার ০২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে শুধুমাত্র অলঙ্কার কেনার পুরনো প্রথাগত লগ্নির রাস্তা থেকে সরে আসছেন বিনিয়োগকারীরা। ডিজিটাল সোনা কেনার দিকে ঝুঁকছেন তাঁরা। কারণ, ডিজিটাল সোনায় লগ্নির একাধিক সুবিধা রয়েছে।
ডিজিটাল সোনা কেনার সুবিধা-
প্রথমত- এতে বিনিয়োগের ঝামেলা কম। মাত্র এক টাকা দিয়েও ডিজিটাল সোনা কিনতে পারেন গ্রাহক। এর ফলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের নাগালের মধ্যে চলে এসেছে হলুদ ধাতু। গয়না ক্রয়ের ক্ষেত্রে সেই সুবিধা নেই।
দ্বিতীয়ত- অলঙ্কারে একটি সুনির্দিষ্ট পরিমাণ সোনা কিনতে হয়। সেখানে হলুদ ধাতুর ভগ্নাংশ কেনার কোনও সুযোগ নেই। ডিজিটাল সোনায় সেই সুবিধা থাকায় এর প্রতি আমজনতার আকর্ষণ বাড়ছে।
তৃতীয়ত- লগ্নিকারী বছরের যে কোনও সময়ে ডিজিটাল সোনা কিনতে বা বিক্রি করতে পারেন। অলঙ্কারের ক্ষেত্রে হলুদ ধাতু বিক্রির মাধ্যমে মুনাফা করা বেশ জটিল। কারণ, এতে গয়নার মজুরি বাদ দিয়ে সোনার দাম হিসাব করা হয়। তা ছাড়া অনেক সময়ে দামি পাথরে অলঙ্কারের নকশা তৈরি করা হয়। বিক্রির সময় সেগুলিকে বাদ দিয়ে সোনার দর হিসাব করতে হয়। কিন্তু ডিজিটাল সোনায় এ সব সমংস্যা নেই। গ্রাহকের হাতে যে পরিমাণ হলুদ ধাতু রয়েছে, তার দাম পেয়ে যাবেন তিনি।
চতুর্থত- সোনার অলঙ্কারের ক্ষেত্রে নিরাপত্তার কতা মাথায় রেখে ব্যাঙ্কের ভল্ট ভাড়া করতে হয়। ডিজিটাল সোনার ক্ষেত্রে এ ধরনের নিরাপত্তার কোনও ঝক্কি নেই। অনেক সময়ই সঞ্চিত হলুদ ধাতুর উপর কোনও কোনও লগ্নির প্ল্যাটফর্ম ১০০ শতাংশ বিমার সুবিধা দিয়ে থাকে। ফলে দু'দিক থেকে লাভবান হন গ্রাহক।
পঞ্চমত- এই মুহূর্তে সোনার দাম কত? ডিজিটাল সোনা কেনার ক্ষেত্রে তা জানার সুবিধা রয়েছে। আবার লগ্নিকারী ইচ্ছে করলে ডিজিটাল সোনাকে ভৌত হলুদ ধাতুতে বদলে নিতে পারেন। অর্থাৎ, একে সোনার বার বা কয়েনে বদলে নেওয়ার সুযোগ মিলবে। তবে ডিজিটাল সোনাকে গয়না সোনায় রূপান্তরিত করলে অবশ্য মেকিং চার্জ লাগবে।
ডিজিটাল সোনা কেনার প্রক্রিয়া-
Paytm থেকে ডিজিটাল সোনা কীভাবে কিনবেন?
ধাপ ১- প্রথমে আপনাকে Paytm অ্যাপে যেতে হবে।
ধাপ ২- তারপর এখানে দেওয়া সার্চ বারে সোনা টাইপ করুন এবং অনুসন্ধান করুন।
ধাপ ৩- এর পরে সোনার বিভাগটি খুলবে।
ধাপ ৪- তারপর এখানে আপনি Save Daily এবং Buy Lump Sum এর বিকল্প পাবেন। এখান থেকে আপনার ইচ্ছামতো সোনা কিনুন।
ধাপ ৫- আপনি "Save Daily" অপশনে ১০ টাকায়ও সোনা কিনতে পারবেন।
ধাপ ৬- আপনি যখনই চান এগুলোকে সোনার বাটে রূপান্তর করতে পারবেন। অর্থাৎ, ডিজিটাল সোনা ভৌত আকারে নেওয়া যাবে।
Google Pay থেকে সোনা কীভাবে কিনবেন?
১ম ধাপ- প্রথমে Google Pay অ্যাপ খুলুন।
২য় ধাপ- সার্চ বারে সোনা সার্চ করতে হবে।
৩য় ধাপ- এর পরে আপনি "Buy here" অপশনটি পাবেন।
৪র্থ ধাপ- এরপর আপনাকে যে পরিমাণ সোনা কিনতে চান তা লিখতে হবে। এতে আপনি স্বয়ংক্রিয়ভাবে ২০১ টাকা, ৫০১ টাকার মতো অপশন পাবেন।
৫ম ধাপ- এখানে আপনি কেনার পাশাপাশি বিক্রি করার অপশন পাবেন।
৯৯.৯ এবং ৯৯.৫ এর মধ্যে পার্থক্য কী?
যখনই আপনি ভৌত সোনা কিনবেন, তখনই সোনার জিনিসের উপর ৯৯.৯ এবং ৯৯.৫ লেখা দেখতে পাবেন। এই দু'টির মধ্যে কোনটি ভালো তা বোঝার আগে, আসুন জেনে নেওয়া যাক
৯৯.৯ বলতে বোঝায় যে গয়নাটিতে ৯৯.৯ শতাংশ সোনা রয়েছে। বাকি মিশ্রণটি অন্যান্য ধাতুর। এভাবে সোনার বিশুদ্ধতা নির্দেশ করে।
৯৯.৫ বলতে বোঝায় যে জিনিসটিতে ৯৯.৫ শতাংশ সোনা মিশ্রিত রয়েছে। এই দু'টির মধ্যে, ৯৯৯ সোনাকে ভালো বলে মনে করা হয় কারণ এতে বেশি পরিমাণে সোনা থাকে।
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা
কোটিপতির রহস্য লুকিয়ে রয়েছে সামান্য বিনিয়োগেই, জেনে নিন বিস্তারিত
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ আপনার কন্যার স্বপ্নকে সত্যি করতে পারে, জেনে নিন বিস্তারিত
অফিস পরিবর্তন করলেও ইপিএফও নিয়ে থাকুন নিশ্চিন্ত, কোন ঘোষণা করল কর্তৃপক্ষ