
সোমবার ২৬ মে ২০২৫
অঞ্জনা ভৌমিক নেই। খবরটা আজকাল ডট ইনের কাছে প্রথম জানতে পারেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। ফোনের ওপ্রান্তের কণ্ঠস্বর কিছুক্ষণের জন্য স্তব্ধ। তারপর সোনালি যুগের আর এক নায়ক-গায়ক অতীত ফিরে দেখলেন। তাঁর কথায়, ‘‘দুটো ছবি আর একটা নাটক আমরা একসঙ্গে করেছিলাম। হঠাৎ করে অতি পরিচিত কেউ চলে গেলে বড্ড শূন্য লাগে।’’
প্রবীণ তারকা অভিনেতার দাবি, তাঁদের প্রথম ছবি নিরঞ্জন দে-র ‘ভাগ্যলিপি’। ছবিতে ওঁরা ছাড়াও ছিলেন অসিতবরণ। পরে আরও একটি তারকাখচিত ছবিতে তাঁরা পর্দাভাগ করেন। অসীমা মুখোপাধ্যায় প্রযোজিত ছবি ‘চৌরঙ্গী’তে। বিশ্বজিতের কথায়, ‘‘এখানে আমার বিপরীতে সুপ্রিয়া চৌধুরী ছিলেন। অঞ্জনা উত্তমকুমারের বিপরীতে। কিন্তু একসঙ্গে কাজ করতে গিয়ে খুব মজা করতাম আমরা।’’ এই প্রসঙ্গে তাঁর মনে পড়ে গিয়েছে, যেখানে হুল্লোড় সেখানেই অঞ্জনা। ভীষণ মিশুকে ছিলেন। পার্টি করতে ভালবাসতেন। অঞ্জনা তাই তাঁর সহ-অভিনেতাদের নিয়ে প্রায়ই পার্টি করতেন। কলকাতায় থাকলে কলকাতায়। না হলে মুম্বইয়ে নিজের বাড়িতে। কখনও সেখানকার প্রথম সারির হোটেলেও খাওয়াতে নিয়ে যেতেন। বিশ্বজিৎ পরে মুম্বই চলে যান। তখন তাঁর সঙ্গে প্রায়ই আড্ডা দিতেন অঞ্জনা। অভিনেতার ছোটবেলাও কেটেছে কোচবিহারে। অঞ্জনার জন্ম একই জায়গায়। ফলে, দেখা হলে ছোটবেলার গল্প করতেন দু’জনেই।
পর্দা ছাড়াও বিশ্বজিৎ-অঞ্জনা জুটি বেঁধেছিলেন মঞ্চেও। কলকাতায় টালা ব্রিজের কাছে শ্যামাপ্রসাদ মঞ্চে বিকাশ রায়ের সঙ্গে বিষ নামে একটি নাটকে অভিনয় করতেন অঞ্জনা। সম্ভবত অসুস্থতার কারণে বিকাশ সরে যেতে নাটক বন্ধ হয়ে যায়। মঞ্চও উঠে যাওয়ার উপক্রম। সেই সময় উদ্যোক্তারা বিশ্বজিতের কাছে অভিনয়ের অনুরোধ জানান। নায়ক না করতে পারেননি। মুম্বই থেকে উড়ে এসে মহড়া দিয়ে চুটিয়ে অভিনয় করেন অঞ্জনার বিপরীতে। নাটক সুপারহিট। মঞ্চটিও বন্ধ হয়ে যাওয়ার হাত থেকে বেঁচে যায়। অভিনয় দুনিয়ায় বিশ্বজিতের সঙ্গে আলাদা রসায়ন তৈরি হয় অঞ্জনের।
বেশ কয়েক বছর আগে প্রয়াত অভিনেত্রীর সঙ্গে শেষ দেখা তাঁর। একটি অনুষ্ঠান বাড়িতে। অভিনেত্রীর জামাই যিশু, মেয়ে নীলাঞ্জনা তাঁকে নিয়ে গিয়েছিলেন। বিশ্বজিতের কথায়, ‘‘যিশুকে ওর শাশুড়ি সম্বন্ধে প্রশ্ন করতেই সঙ্গে সঙ্গে অঞ্জনার কাছে আমায় নিয়ে যায়। কত কথা আমাদের! সবটাই পুরনো স্মৃতি ঘিরে। খুব ভাল সময় কাটিয়েছিলাম আমরা।’’ যিশু সেই সময় জানিয়েছিলেন, তিনি শাশুড়ি মাকে একা মুম্বইয়ে রাখার পক্ষপাতী নন। তাই নিজের কাছে নিয়ে এসেছেন।
Breaking: সলমন রুশদির ভয়ঙ্কর ছুরি-কাণ্ড এবার মঞ্চে! কৌশিক সেনের পরিচালনায় বিখ্যাত সাহিত্যিকের চরিত্রে নাসিরুদ্দিন?
সাহসের কাছে হার মানে জটিল বাস্তবও, ‘অঙ্ক কি কঠিন’ দেখায় সেই সাহসের সরলরেখা
‘...বিনোদ মেহরারর কন্ট্রোল আমার হাতে!’— রেখার হিংসে, অস্বস্তি আর আচরণ নিয়ে বিস্ফোরক মৌসুমী চট্টোপাধ্যায়!
আর ছলচাতুরি নয়, এবার ইতিহাসের গল্প বলবেন অরিজিতা! স্টার জলসার 'রাণী ভবানী'তে কোন চরিত্রে আসছেন অভিনেত্রী?
‘বাচ্চাকে খাওয়াতেও পারতাম না’— কোন মারাত্মক অসুখে আক্রান্ত জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী প্রিয়া মোহন?
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! সায়ন্তন মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!