
রবিবার ২৫ মে ২০২৫
২০২৪-এ বাংলা বিনোদন দুনিয়ায় নাকি ঝড় তুলতে আসছেন প্রযোজক অতনু রায়চৌধুরী?
এরকমই শোনা যাচ্ছে টলিউডের অন্দরে। কীভাবে তিনি ঝড় তুলবেন? গুঞ্জন, দেবের মতোই তিনি নাকি জিতের সঙ্গেও গাঁটছড়া বাঁধতে চলেছেন। প্রযোজক-অভিনেতা হিসেবেই দেবের মতোই জিৎ তাঁর ছবিতে অভিনয় করবেন। অর্থাৎ, মুখ্য ভূমিকায় অভিনয়ের পাশাপাশি তিনি সম্ভবত ছবির সহ-প্রযোজকও থাকবেন। ইতিমধ্যেই তারকা প্রযোজক এবং সুপারস্টার নাকি একাধিক বার বৈঠকে? ও বসেছেন। সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল ‘টনিক’, ‘প্রজাপতি’, ‘প্রধান’-এর মতো ব্লকবাস্টার ছবির প্রযোজকের সঙ্গে। সবটা শুনে তিনি হেসে ফেলেছেন। জানিয়েছেন, এরকম কিছু তাঁর অন্তত জানা নেই। হলে সবাই জানতে পারবেন।
বাংলা বিনোদন দুনিয়ায় যখন ভাটার টান তখনই অতনু-দেব-অভিজিৎ সেন জোট বাঁধেন। এই ত্রয়ীর প্রত্যেকটি ছবি বলিউডকে তুড়ি মেরে উড়িয়ে কয়েক কোটি টাকার ব্যবসা করেছে। টলিউডে এঁরা তাই ‘ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর’ তকমা পেয়েছেন। বাংলা ছবির স্বার্থেই কি বাণিজ্যিক ছবির দিকে এবার বেশি ঝুঁকবেন? তাই জিতের সঙ্গে বৈঠক? জবাবে প্রথম সারির প্রযোজকের দাবি, তাঁর আগামী ছবিতে ভাল পারিবারিক গল্পের পটভূমিকায় বাণিজ্যিক ঘরানা থেকে অ্যাকশন...সবই থাকবে। ঠিক যেমন ছিল ‘প্রধান’ ছবিতে। তবে জিতের সঙ্গে জোট বাঁধার কথা কিছুতেই স্বীকার করেননি তিনি।
এদিকে আরও খবর, ত্রয়ীর ২০২৪-এর উপহার নাকি ‘প্রজাপতি ২’। এই প্রসঙ্গেও অতনুর সাফ জবাব, ‘‘কিচ্ছু ঠিক হয়নি। গল্প নিয়ে কাজ চলছে। ভাল ছবি উপহার দেব বলেই আমরা গল্পের পিছনে বেশি সময় খরচ করি। চিত্রনাট্যের বাঁধুনি পোক্ত হলে শুটিংয়ে বেশি সময় লাগে না। গল্প চূড়ান্ত হলে তবেই কাদের নিয়ে কাজ করব সেই প্রসঙ্গে যাব।’’ রাজনীতিকে বিদায় জানিয়ে দেব আগামীতে শুধুই প্রযোজক-অভিনেতা। বাংলা বিনোদন দুনিয়া তাহলে তাঁকে আরও বেশি করে আশা করবে? এবারেও টানটান জবাব তাঁর। জানিয়েছেন, রাজনীতিতে থাকাকালীনও দেব ছবির দুনিয়ায় ১০০ শতাংশ দিতেন। কোনও দিনই তিনি নিজের প্রকৃত পেশাকে ভুলে যাননি।
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! অর্ণ মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!