
মঙ্গলবার ০৬ মে ২০২৫
অতীশ সেন: দিনের বেলা এস.এস.বি"র ছাউনির ভেতর ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘের শাবক। এমন দৃশ্য দেখা গেল শুক্রবার দুপুরে ডুয়ার্সের মেটেলি ব্লকের অন্তর্গত ৪৬ ব্যাটালিয়ন এস.এস.বি ক্যাম্পে। জানা গিয়েছে মালবাজার শহর সংলগ্ন শালবাড়ির এই ছাউনির বিগত কয়েক দিন ধরে ডেরা গেড়েছিল শাবক সহ একটি মা-চিতাবাঘ। এই শাবকটি সেটিরই বলে অনুমান। খবর পেয়েই বনদপ্তরের খুনিয়া স্কোয়ার্ডের আধিকারিক ও কর্মীরা সেখানে ছুটে যান। বনকর্মীরা শাবকটিকে রেসকিউ না করে সেটির উপর নজরদারি চালানোর সিদ্ধান্ত নেন। বনকর্মীদের কাছ থেকে জানা গিয়েছে - রাত হলেই মা চিতাবাঘ ফিরে এসে শাবকটিকে নিয়ে চলে যাবে, এমনটাই সাধারণত হয়ে থাকে।
মায়ের কাছে শাবকটি ফিরে না গেলে তবেই সেটিকে উদ্ধার করা হবে বলে জানা গিয়েছে। এই ছাউনির আশেপাশে রয়েছে বেশ কয়েকটি চা বাগান। শীতের মরসুমে চা বাগানের শুকনো নিকাশি নালাগুলিতেই চিতাবাঘ সন্তানের জন্ম দিয়ে থাকে এবং জঙ্গলের বদলে নিরিবিলি চা বাগানে শাবকগুলিকে বড় করে তোলাটা মা চিতাবাঘ পছন্দ করে। এই চা বাগান থেকেই মা-চিতাবাঘটি নিরাপদ আস্তানার খোঁজে এস.এস.বি"র ছাউনির ভেতর চলে এসেছে বলে মনে করা হচ্ছে। খুনিয়া স্কোয়ার্ডের রেঞ্জার সজল কুমার দে জানান, তারা চিতাবাঘের শাবকটির গতিবিধির উপর নজর রাখছেন। সাধারণত এমন ছোট শাবক দেখা গেলে তার মা"ও আশেপাশে থাকে। অন্ধকার হলে মা এসে শাবককে অন্যত্র নিয়ে যায়। এই কারনেই বাচ্চাটি আপাতত ওখানেই থাকছে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও