
মঙ্গলবার ০৬ মে ২০২৫
৫ তারিখ থেকে শুটিং শুরু নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের "আমার বস" ছবির। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রাখি গুলজার। সেই উপলক্ষে বিকেলে কলকাতায় অপর্ণা সেনের "পরমা"। বায়না, দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কের ফুচকা খাবেন। ছবির গল্প গুলজারকে পড়িয়েছেন। তিনি শুনে সানন্দে সম্মতি দিয়েছেন ।