
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
মিল্টন সেন,হুগলি: পরিবার আত্মীয় স্বজনদের সঙ্গে কুম্ভ মেলায় পূণ্য স্নান করতে প্রয়াগরাজে গিয়েছিলেন বিহারের ভাগলপুরের বাসিন্দা ওয়াকিল মন্ডল। পূণ্য স্নান হয়নি। নিখোঁজ হয়েছিলেন। দিনটা ছিল গত জানুয়ারি মাসের ১৯ তারিখ। সেই দিন, আগুন লেগেছিল কুম্ভ মেলায়। আগুনে ছারখার হয়ে গিয়েছিল সাধুদের একাধিক আখড়া। প্রাণ বাঁচাতে মানুষের ছোটাছুটির মাঝে হারিয়ে গিয়েছিলেন ৮৫ বছরের বৃদ্ধ।
সেই ঘটনার পর কেটে গেছে চার মাস।অনেক খোঁজাখুঁজির পর হার মেনেছিল পরিবার আত্মীয় স্বজনরা। গ্রামবাসীদের বিশ্বাস ছিল কুম্ভেই মৃত্যু হয়েছে তাঁর। অনেকেই বলেছিলেন, ভাল মানুষ ছিলেন। তাই এভাবেই ভাল মৃত্যু হল। ওয়াকিল মন্ডলের মৃত্যু হয়েছে মেনেই নিয়েছিল পরিবার পরিজনেরাও।
হ্যাম রেডিওর দেওয়া খবরে সেই বিশ্বাস ভাঙ্গল। অবশেষে প্রায় সাড়ে চার মাস পরে বাড়ি ফিরছেন বৃদ্ধ ওয়াকিল। গত ২৫ মার্চ রাত্রে জি টি রোড সংলগ্ন এলাকা থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি উদ্ধার হন। চলার বা কথা বলার কোনও ক্ষমতাই তাঁর ছিলনা। রাস্তার পাশে পড়ে ছিলেন।
শ্রীরামপুর থানার পুলিশ এবং স্থানীয়দের উদ্যোগে তাঁকে ভর্তি করা হয় শ্রীরামপুর ওয়ালাস হাসপাতালে। সেই অবস্থাতেই চলে চিকিৎসা। কিছুটা সুস্থ হয়ে উঠলেও, নাম ঠিকানা কিছুই বলতে পারেন না। উপায়ন্তর খুঁজে না পেয়ে মঙ্গলবার সকালে হ্যাম রেডিওর দারস্থ হন ওয়ালস হাসপাতালের সহকারী সুপার বাসুদেব জোয়ারদার। ফোন করেন হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাসকে। টেলিফোনে বৃদ্ধর বিষয়টি জানান। শুরু হয় রেডিও ক্লাবের কাজ। মিনিটের মধ্যে ছবি ছড়িয়ে পড়ে সারা দেশে থাকা ক্লাব সদস্যদের মধ্যে।
কয়েক ঘণ্টার মধ্যেই খোঁজ পাওয়া যায় বৃদ্ধর নাম ওয়াকিল মন্ডল। বাড়ি বিহারের ভাগলপুর জেলার সেকপুরা কুলকুলিয়া এলাকার কাহেলগাঁও গ্রামে। খোঁজ পাওয়া যায় তাঁর পাঁচ ছেলে ইন্দ্রশ্রী, কোমলেশ্রী, প্রমোদ, সুবোধ ও মোহিন্দার মন্ডলের। খবর পাওয়া যায় গ্রামে চৌকিদারের কাজ করতেন ওয়াকিল মণ্ডল। বছর তিনেক আগে স্ত্রীর মৃত্যু হয়েছে। বয়সজনিত কারণে বেশিরভাগ সময় বাড়ীতেই থাকতেন ওয়াকিল। ভালোই কাটছিল সময়। ছন্দপতন ঘটে পরিবার আত্মীয় পরিজন গ্রামবাসীদের সঙ্গে পূণ্য অর্জনের লক্ষ্যে গিয়ে।
পরিবারের থেকে জানা যায়, কুম্ভের সেই অভিশপ্ত রাতের ঘটনা। আগুন লাগার পর তখন প্রাণ বাঁচাতে সবাই তখন দৌড়াদৌড়ি করেছিলেন। ওয়াকিলের পায়ে সমস্যা ছিল। তাই কিছুটা পিছিয়ে পড়েছিলেন। তারপর ছোটাছুটি ভিড়ে সব গোলমাল হয়ে যায়। খুঁজে পাওয়া যায়না ওয়াকিল মন্ডলকে। অনেক খোঁজাখুঁজি করেন সকলেই। কোনও লাভ হয়না। সবাই ফিরে আসেন ভাগলপুরের গ্রামে। মেলায় একাধিক প্রাণহানির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
গ্রামবাসীরা ধরে নেন মৃত্যু হয়েছে ওয়াকিল মন্ডলের। এই প্রসঙ্গে আম্বরিশ নাগ বিশ্বাস জানিয়েছেন, অবশেষে বাংলার মাটি থেকে হ্যাম রেডিও হাত ধরে বাড়ি ফিরতে চলেছেন ওয়াকিল। ট্রেন ধরেছেন তাঁর চার ছেলে। বুধবার তারা এসে পৌঁছাবেন শ্রীরামপুরে। বৃহস্পতিবার ওয়াকিলকে সঙ্গে নিয়ে রওনা হবেন কাহেলগাঁও-এর উদ্দেশ্যে।
শরীরের উপরের অংশ মানুষের মতো, নিম্নাংশের আকৃতি যেন মাছের লেজ! বর্ধমানের হাসপাতালে জন্ম নিল 'মৎস্যকন্যা'
শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষককে ধারাল অস্ত্রের কোপ, প্রতিবাদে থানায় ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ, অবরোধ
মোদির সভায় বিক্ষুব্ধ অনন্ত মহারাজকে আমন্ত্রণ টিগ্গার,গ্রেটারের কর্মী সমর্থকরা কি সভায় যাচ্ছেন? সাংসদ যা উত্তর দিলেন
টিউমার ফেটে গলে গিয়েছিল শরীরের ভিতর, আধুনিক পরিকাঠামো ছাড়াই জটিল অপারেশন চন্দননগর হাসপাতালে
আচমকা বিস্ফোরণ, কেঁপে উঠল থানা, কালো ধোঁয়ায় ঢেকে ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন
আবারও হিঙ্গলগঞ্জের আকাশে দেখা গেল ড্রোন, আতঙ্কে এলাকাবাসী
বীরভূমে মেগা মিছিল তৃণমূলের, নয়নের মণি সেই ‘কেষ্ট’
পান্ডুয়ায় চাঞ্চল্য, এটিএম লুটের চেষ্টা! আটক সুইফট গাড়ি-গ্যাস কার্টার
যাত্রীদের জন্য বিশেষ পরিষেবা, এসপ্ল্যানেডের পর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেও বসল মাসাজ চেয়ার
বর্ষা আসার আগেই ভাসবে বাংলা! অতি ভারী বৃষ্টির চোখরাঙানি জেলায় জেলায়, মেগা অ্যালার্ট জারি
ব্যবহার করা হল বিশেষ তরঙ্গ, সুন্দরবনের উপকূল রক্ষী বাহিনীর দপ্তরের খুব কাছ থেকেই যোগাযোগ করা হল ১৪টি দেশের সঙ্গে
পরনে লুঙ্গি গায়ে গামছা, মুখে মাস্ক, রাস্তায় নেমে ময়লা পরিষ্কার করছেন মন্ত্রী, কিন্তু কেন?
বাজ পড়ে আগুন, তুমুল চাঞ্চল্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে
পেটের মধ্যে ছোট ছোট বলের আকারে জমা ছিল তরল, ফাটলেই হত সর্বনাশ, বিরল রোগে জটিল অস্ত্রোপচার মেডিক্যাল কলেজে
গঙ্গায় স্নান করতে নেমেই যত বিপত্তি, তলিয়ে গেল কিশোর